ETV Bharat / bharat

Free Ration to Poor: গরিবের জন্য বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়ল তিনমাস, ঘোষণা কেন্দ্রের - অনুরাগ ঠাকুর

দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশনের (Free Ration to Poor) মেয়াদ আরও তিনমাস বাড়াল কেন্দ্র (Centre) ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় এই রেশন পাবেন দেশের 80 কোটি মানুষ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 28, 2022, 4:01 PM IST

Updated : Sep 28, 2022, 4:11 PM IST

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: উৎসবের মরশুমে দরিদ্রদের জন্য সুখবর ৷ বিনামূল্যে রেশনের (Free Ration to Poor) মেয়াদ আরও তিনমাসের জন্য বাড়াল কেন্দ্রীয় সরকার (Centre) ৷ বুধবার একথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷ এর ফলে অন্তত 80 কোটি মানুষ উপকৃত হবেন ৷ এই রেশন দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ৷ এর জন্য কেন্দ্রকে খরচ করতে হবে অতিরিক্ত 44 হাজার 700 কোটি টাকা ৷ উল্লেখ্য, করোনা আবহে দরিদ্রদের মুখে দু'বেলা দু'মুঠো খাবার তুলে দিতেই শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ৷ এই প্রকল্প শুরু করা হয়েছিল 2020 সালের এপ্রিল মাসে ৷

কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পের আওতায় দেশের 80 কোটি দরিদ্র জনগণকে প্রতি মাসে 5 কিলোগ্রাম করে গম এবং চাল বিনামূল্যে সরবরাহ করা হয় ৷ যার মেয়াদ শেষ হয় গত শুক্রবার ৷ তারপরই নানা মহলে এই যোজনা আপাতত চালু রাখার পক্ষে সওয়াল করা হয় ৷ তারই ভিত্তিতে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয় বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ যদিও আর এক অংশের দাবি, গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করেছে মোদি সরকার ৷

আরও পড়ুন: বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির দাবিতে মোদিকে চিঠি সৌগতর

বুধবার কেন্দ্রের তরফে এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "কোভিড পরবর্তী সময়ে নানা কারণে সারা বিশ্ব খাদ্য সংকটের সঙ্গে লড়াই করছে ৷ কিন্তু, এই পরিস্থিতিতেও ভারত তার খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে ৷ বিশেষ করে যাঁরা দুর্বল, সেই গোষ্ঠীরও খাদ্য নিরাপত্তা অটুট রয়েছে ৷ দেশের আমজনতা যাতে তার প্রয়োজন অনুসারে খাদ্যপণ্য সংগ্রহ করতে পারে, তা নিশ্চিত করতে সরকারের তরফে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে ৷"

ওই একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "অতিমারির সময় আমজনতাকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে ৷ এই প্রেক্ষাপটে গরিবের জন্য বিনামূল্যে রেশনের সরবরাহ অব্যাহত রাখতে পিএমজিকেএওয়াই-এর মেয়াদ আরও তিনমাসের জন্য বাড়ানো হচ্ছে ৷ আসন্ন উৎসবের মরশুমে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজনের খাদ্যের জোগান যাতে অটুট থাকে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে ৷" কেন্দ্রের পক্ষ থেকে একথা ঘোষণা করেন রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: উৎসবের মরশুমে দরিদ্রদের জন্য সুখবর ৷ বিনামূল্যে রেশনের (Free Ration to Poor) মেয়াদ আরও তিনমাসের জন্য বাড়াল কেন্দ্রীয় সরকার (Centre) ৷ বুধবার একথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷ এর ফলে অন্তত 80 কোটি মানুষ উপকৃত হবেন ৷ এই রেশন দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ৷ এর জন্য কেন্দ্রকে খরচ করতে হবে অতিরিক্ত 44 হাজার 700 কোটি টাকা ৷ উল্লেখ্য, করোনা আবহে দরিদ্রদের মুখে দু'বেলা দু'মুঠো খাবার তুলে দিতেই শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ৷ এই প্রকল্প শুরু করা হয়েছিল 2020 সালের এপ্রিল মাসে ৷

কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পের আওতায় দেশের 80 কোটি দরিদ্র জনগণকে প্রতি মাসে 5 কিলোগ্রাম করে গম এবং চাল বিনামূল্যে সরবরাহ করা হয় ৷ যার মেয়াদ শেষ হয় গত শুক্রবার ৷ তারপরই নানা মহলে এই যোজনা আপাতত চালু রাখার পক্ষে সওয়াল করা হয় ৷ তারই ভিত্তিতে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয় বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ যদিও আর এক অংশের দাবি, গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করেছে মোদি সরকার ৷

আরও পড়ুন: বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির দাবিতে মোদিকে চিঠি সৌগতর

বুধবার কেন্দ্রের তরফে এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "কোভিড পরবর্তী সময়ে নানা কারণে সারা বিশ্ব খাদ্য সংকটের সঙ্গে লড়াই করছে ৷ কিন্তু, এই পরিস্থিতিতেও ভারত তার খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে ৷ বিশেষ করে যাঁরা দুর্বল, সেই গোষ্ঠীরও খাদ্য নিরাপত্তা অটুট রয়েছে ৷ দেশের আমজনতা যাতে তার প্রয়োজন অনুসারে খাদ্যপণ্য সংগ্রহ করতে পারে, তা নিশ্চিত করতে সরকারের তরফে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে ৷"

ওই একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "অতিমারির সময় আমজনতাকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে ৷ এই প্রেক্ষাপটে গরিবের জন্য বিনামূল্যে রেশনের সরবরাহ অব্যাহত রাখতে পিএমজিকেএওয়াই-এর মেয়াদ আরও তিনমাসের জন্য বাড়ানো হচ্ছে ৷ আসন্ন উৎসবের মরশুমে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজনের খাদ্যের জোগান যাতে অটুট থাকে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে ৷" কেন্দ্রের পক্ষ থেকে একথা ঘোষণা করেন রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

Last Updated : Sep 28, 2022, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.