নয়াদিল্লি, 18 জানুয়ারি : রাজ্যগুলিতে করোনার পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র (Centre asks states to enhance Corona testing) ৷ অনেক রাজ্যেই করোনা পরীক্ষার সংখ্যা কমেছে ৷ এর মধ্যেই কেন্দ্রের তরফে তাদের সতর্ক করা হয়েছে ৷ পরীক্ষা বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে সংক্রমণের উপর নজর রাখা সম্ভব হয় ৷
গতকাল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব আরতি আহুুজা চিঠি পাঠিয়েছেন ৷ তাতে অবিলম্বে করোনা পরীক্ষা বাড়ানোর কথা বলা হয়েছে ৷ পাশাপাশি নির্দিষ্ট এলাকায় সংক্রমণের ট্রেন্ডে নজরে রেখে কৌশলগত পদ্ধতিতে পরীক্ষা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷ ইদানীং দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে ৷ ওমিক্রনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করা হয়েছে, সে কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে ৷ মন্ত্রকের তরফে পাঠানো আগের চিঠিগুলি এবং গত বছরের 27 ডিসেম্বরের স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শের উল্লেখ করে ওমিক্রন প্রসঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণ করার পরিকাঠামো তৈরি করার কথাও বলা হয়েছে ৷ সেই সূত্রেই করোনা পরীক্ষা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে ৷ কারণ আইসিএমআরের পোর্টালে নথিবদ্ধ তথ্যে দেখা যাচ্ছে, অনেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই পরীক্ষা কমে গিয়েছে ৷
অতিরিক্ত সচিব চিঠিতে বলেন, পরীক্ষা সংক্রমণ ঠেকাতে একটি মূল কৌশল হিসাবে গণ্য করা হচ্ছে ৷ সংক্রমণের নতুন হটস্পট অর্থাৎ যেসব এলাকায় নতুন করে সংক্রমণ হচ্ছে, সেসব জায়গায় কনটেনমেন্ট জোন স্থাপন, সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসাদের চিহ্নিত করা, কোয়ারেন্টিন ও আইসোলেশনের ব্যবস্থা করার ক্ষেত্রে কাজ সহজ করে দেবে ৷ এভাবে রাজ্য এবং জেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় সংক্রমণের বিস্তার রোধ করতে সক্ষম হবে ৷ এভাবে অসুস্থতা এবং মৃত্যুহারও হ্রাস করা সম্ভব হবে ৷
আরও পড়ুন : Corona Update in Bengal : করোনার বাড়বাড়ন্তে রুপোলি রেখা, রাজ্যে 20 শতাংশের নিচে নামল সংক্রমণের হার