ETV Bharat / bharat

Vande Mataram: জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র সমমর্যাদার অধিকারী, দাবি কেন্দ্রের

author img

By

Published : Nov 5, 2022, 7:27 PM IST

ভারতের জাতীয় সঙ্গীত (National Anthem) 'জন গণ মন' (Jana Gana Mana) এবং জাতীয় স্তোত্র (National Song) 'বন্দে মাতরম' (Vande Mataram) আদতে 'একই স্তরে দণ্ডায়মান' ৷ তাই এই দু'টিই সমমর্যাদা ও সম্মান দাবি করে ৷ দিল্লি হাইকোর্টকে (Delhi High Court) একথা বলল কেন্দ্রীয় সরকার (Centre) ৷

Centre claims in Delhi High Court that Jana Gana Mana and Vande Mataram have equal status
Vande Mataram: জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র সমমর্যাদার অধিকারী, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, 5 নভেম্বর: ভারতের জাতীয় সঙ্গীত (National Anthem) 'জন গণ মন' (Jana Gana Mana) এবং জাতীয় স্তোত্র (National Song) 'বন্দে মাতরম' (Vande Mataram), এই দুইয়েরই সমান মর্যাদা পাওয়া উচিত ৷ কারণ, এই দু'টিই 'একই স্তরে দণ্ডায়মান' ৷ তাই ভারতীয়রা যেভাবে জাতীয় সঙ্গীতের মর্যাদা ও সম্মান করেন, একেবারে সমান সম্মান ও মর্যাদা জাতীয় স্তোত্রের প্রতিও করা দরকার ৷ কেন্দ্রীয় সরকারের (Centre) তরফে এই প্রস্তাব করা হয়েছে দিল্লি হাইকোর্টকে (Delhi High Court) ৷

কেন্দ্রের বক্তব্য হল, "জাতীয় সঙ্গীত গাওয়ার, বাজানোর কিছু নির্দিষ্ট নিয়ম এবং নির্দেশ আছে (যেগুলি না-মানলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয় ৷) কিন্তু, বন্দে মাতরমের ক্ষেত্রে তেমন কোনও শর্ত নেই ৷ অথচ এই স্তোত্র ভারতীয়দের আবেগে এবং মননে এক বিশেষ স্থান দখল করে রয়েছে ৷ এবং এই বিষয়ে হাইকোর্টগুলির এবং শীর্ষ আদালতের সমস্ত নির্দেশ মানা হচ্ছে ৷"

আরও পড়ুন: কার্গিলে জওয়ানদের গানের তালে মাতলেন মোদি, গাইলেন রহমানের বন্দেমাতরম

প্রসঙ্গত, ভারতের জাতীয় স্তোত্রকেও যাতে জাতীয় সঙ্গীতের সমতুল্য সম্মান ও মর্যাদা দেওয়া হয়, তা নিশ্চিত করতেই একটি জনস্বার্থ মামলা করেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্য়ায় ৷ সেই মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে নিজের বক্তব্য পেশ করে কেন্দ্র ৷ সরকারের হয়ে এই বক্তব্য তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ কেন্দ্রের মতে, জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র, এই দুইয়েরই নিজস্ব পবিত্রতা আছে ৷ এবং এই দু'টিরই সমান মর্যাদা প্রাপ্য ৷ তবে, এটি কখনও রিট পিটিশনের বিষয় হতে পারে না ৷

কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী মণীশ মোহন ৷ তিনি বলেন, "জন গণ মন এবং বন্দে মাতরম, এই দু'টিই একই স্তরে দণ্ডায়মান ৷ তাই প্রত্য়েক নাগরিকেরই এই দু'টিকে সমান সম্মান ও মর্যাদা দেওয়া উচিত ৷ ভারতীয়দের মননে এবং আবেগে জাতীয় স্তোত্রের বিশেষ জায়গা রয়েছে ৷" প্রসঙ্গত, আগেই এই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল ৷ কিন্তু, ভারতের সংবিধানে জাতীয় স্তোত্রের কোনও উল্লেখ না থাকায় শীর্ষ আদালত এ নিয়ে কোনও বিতর্কে জড়াতে চায়নি ৷ সুপ্রিম কোর্টের এই অবস্থানও দিল্লি হাইকোর্টকে জানানো হয়েছে ৷

নয়াদিল্লি, 5 নভেম্বর: ভারতের জাতীয় সঙ্গীত (National Anthem) 'জন গণ মন' (Jana Gana Mana) এবং জাতীয় স্তোত্র (National Song) 'বন্দে মাতরম' (Vande Mataram), এই দুইয়েরই সমান মর্যাদা পাওয়া উচিত ৷ কারণ, এই দু'টিই 'একই স্তরে দণ্ডায়মান' ৷ তাই ভারতীয়রা যেভাবে জাতীয় সঙ্গীতের মর্যাদা ও সম্মান করেন, একেবারে সমান সম্মান ও মর্যাদা জাতীয় স্তোত্রের প্রতিও করা দরকার ৷ কেন্দ্রীয় সরকারের (Centre) তরফে এই প্রস্তাব করা হয়েছে দিল্লি হাইকোর্টকে (Delhi High Court) ৷

কেন্দ্রের বক্তব্য হল, "জাতীয় সঙ্গীত গাওয়ার, বাজানোর কিছু নির্দিষ্ট নিয়ম এবং নির্দেশ আছে (যেগুলি না-মানলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয় ৷) কিন্তু, বন্দে মাতরমের ক্ষেত্রে তেমন কোনও শর্ত নেই ৷ অথচ এই স্তোত্র ভারতীয়দের আবেগে এবং মননে এক বিশেষ স্থান দখল করে রয়েছে ৷ এবং এই বিষয়ে হাইকোর্টগুলির এবং শীর্ষ আদালতের সমস্ত নির্দেশ মানা হচ্ছে ৷"

আরও পড়ুন: কার্গিলে জওয়ানদের গানের তালে মাতলেন মোদি, গাইলেন রহমানের বন্দেমাতরম

প্রসঙ্গত, ভারতের জাতীয় স্তোত্রকেও যাতে জাতীয় সঙ্গীতের সমতুল্য সম্মান ও মর্যাদা দেওয়া হয়, তা নিশ্চিত করতেই একটি জনস্বার্থ মামলা করেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্য়ায় ৷ সেই মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে নিজের বক্তব্য পেশ করে কেন্দ্র ৷ সরকারের হয়ে এই বক্তব্য তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ কেন্দ্রের মতে, জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র, এই দুইয়েরই নিজস্ব পবিত্রতা আছে ৷ এবং এই দু'টিরই সমান মর্যাদা প্রাপ্য ৷ তবে, এটি কখনও রিট পিটিশনের বিষয় হতে পারে না ৷

কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী মণীশ মোহন ৷ তিনি বলেন, "জন গণ মন এবং বন্দে মাতরম, এই দু'টিই একই স্তরে দণ্ডায়মান ৷ তাই প্রত্য়েক নাগরিকেরই এই দু'টিকে সমান সম্মান ও মর্যাদা দেওয়া উচিত ৷ ভারতীয়দের মননে এবং আবেগে জাতীয় স্তোত্রের বিশেষ জায়গা রয়েছে ৷" প্রসঙ্গত, আগেই এই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল ৷ কিন্তু, ভারতের সংবিধানে জাতীয় স্তোত্রের কোনও উল্লেখ না থাকায় শীর্ষ আদালত এ নিয়ে কোনও বিতর্কে জড়াতে চায়নি ৷ সুপ্রিম কোর্টের এই অবস্থানও দিল্লি হাইকোর্টকে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.