ETV Bharat / bharat

যশে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল

author img

By

Published : Jun 6, 2021, 6:05 PM IST

3 দিনের সফরে রাজ্যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের 7 সদস্যের প্রতিনিধি দল ৷ যাঁরা ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দেখবে ৷ সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনের জন্য যাবে কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷

central-team-to-visit-west-bengal-to-assess-damage-caused-by-cyclone-yaas
যশে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল

নয়াদিল্লি, 6 জুন : ঘূর্ণঝড় যশে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল ৷ রবিবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ যে দলে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সহ 7 আধিকারিক ৷ তিনদিনের সফরে তাঁরা নবান্নে অর্থ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ৷ সেইসঙ্গে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করবে প্রতিনিধিদল ৷

নবান্ন সূত্রে খবর, রবিবার রাত 8টা নাগাদ কলকাতায় পৌঁছবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । আগামিকাল দু’দলে ভাগ হয়ে তাঁরা যশ-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন । হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে একটি দল হেলিকপ্টারে পাথরপ্রতিমা ও গোসাবার ক্ষতিগ্রস্ত এলাকায় যাবে । সেখানকার মানুষদের সঙ্গে কথাও বলবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা । আরেকটি দল কলকাতা থেকে সড়কপথে দিঘা যাবে । মন্দারমণির অবস্থাও ঘুরে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশ ওড়িশার ধামড়া এবং বালেশ্বরের মাঝে গত 26 মে আছড়ে পড়েছিল ৷ আর তার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং সেই সঙ্গে ব্যাপক সামুদ্রিক জলচ্ছ্বাস দেখা গিয়েছিল মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে ৷ সুন্দরবন এলাকায় অসংখ্য নদী বাঁধ ভেঙে গিয়ে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল বিপর্যস্ত এলাকা পরিদর্শনে আসছে ৷

nabanna
যশে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর যশ বৈঠক বয়কটের ইঙ্গিত আগেই দিয়েছিল মমতা, টুইটে দাবি ধনকড়ের

অন্যদিকে, ওড়িশা ছাড়াও ঘূর্ণিঝড় যশের প্রভাব ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও পড়েছিল ৷ সেই সবব রাজ্যে অতিভারী বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 6 জুন : ঘূর্ণঝড় যশে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল ৷ রবিবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ যে দলে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সহ 7 আধিকারিক ৷ তিনদিনের সফরে তাঁরা নবান্নে অর্থ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ৷ সেইসঙ্গে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করবে প্রতিনিধিদল ৷

নবান্ন সূত্রে খবর, রবিবার রাত 8টা নাগাদ কলকাতায় পৌঁছবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । আগামিকাল দু’দলে ভাগ হয়ে তাঁরা যশ-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন । হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে একটি দল হেলিকপ্টারে পাথরপ্রতিমা ও গোসাবার ক্ষতিগ্রস্ত এলাকায় যাবে । সেখানকার মানুষদের সঙ্গে কথাও বলবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা । আরেকটি দল কলকাতা থেকে সড়কপথে দিঘা যাবে । মন্দারমণির অবস্থাও ঘুরে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশ ওড়িশার ধামড়া এবং বালেশ্বরের মাঝে গত 26 মে আছড়ে পড়েছিল ৷ আর তার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং সেই সঙ্গে ব্যাপক সামুদ্রিক জলচ্ছ্বাস দেখা গিয়েছিল মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে ৷ সুন্দরবন এলাকায় অসংখ্য নদী বাঁধ ভেঙে গিয়ে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল বিপর্যস্ত এলাকা পরিদর্শনে আসছে ৷

nabanna
যশে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর যশ বৈঠক বয়কটের ইঙ্গিত আগেই দিয়েছিল মমতা, টুইটে দাবি ধনকড়ের

অন্যদিকে, ওড়িশা ছাড়াও ঘূর্ণিঝড় যশের প্রভাব ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও পড়েছিল ৷ সেই সবব রাজ্যে অতিভারী বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.