ETV Bharat / bharat

45 বছর বা তার বেশি বয়সি কর্মচারীদের করোনা টিকা নেওয়ার পরামর্শ কেন্দ্রের

টিকা নেওয়ার পরেও শারীরিক দূরত্ববিধি মেনে চলা, মাস্ক বার বার ধোয়া এবং ঘন ঘন হাত স্যানিটাইজ় করার কথা বলছে কেন্দ্র ৷

COVID Vaccine
ছবি
author img

By

Published : Apr 6, 2021, 6:40 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল : দেশের একাধিক প্রান্তে ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে ৷ রোজই 90 হাজারের উপরে দৈনিক সংক্রমণ ৷ গতকাল দৈনিক সংক্রমণ 1 লাখের গণ্ডি পার করে গিয়েছিল ৷ করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে এবার কেন্দ্রীয় সরকার 45 বছর বা তার বেশি বয়সি সমস্ত কর্মচারীকে টিকা নেওয়ার পরামর্শ দিল ৷ এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে ৷

কর্মীবর্গ, গণ অভিযোগ এবং পেনশন মন্ত্রকের তরফে এই জারি করা ওই নির্দেশিকায় টিকা নেওয়ার পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি মেনে চলা, মাস্ক বার বার ধোয়া এবং ঘন ঘন হাত স্যানিটাইজ় করার কথাও বলা হয়েছে ৷ কেন্দ্রের তরফে বলা হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হলে দেশের নাগরিকদের আরও বেশি সচেতন হতে হবে ৷ প্যানডেমিককে হারাতে আগামী চার সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

COVID Vaccine
কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকার প্রতিলিপি

আরও পড়ুন : কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ়ের ব্যবধান বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে আজ সকালে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 446 জন ৷ এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,65,547 জন ৷

এখনও সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷ সেখানে নতুন করে কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে আরও 47,288 জনের ৷ ফলে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3.23 লাখ ৷ 25 বছরের উপরে সবাইকে কোভিড টিকা দেওয়ার অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷

নয়াদিল্লি, 6 এপ্রিল : দেশের একাধিক প্রান্তে ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে ৷ রোজই 90 হাজারের উপরে দৈনিক সংক্রমণ ৷ গতকাল দৈনিক সংক্রমণ 1 লাখের গণ্ডি পার করে গিয়েছিল ৷ করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে এবার কেন্দ্রীয় সরকার 45 বছর বা তার বেশি বয়সি সমস্ত কর্মচারীকে টিকা নেওয়ার পরামর্শ দিল ৷ এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে ৷

কর্মীবর্গ, গণ অভিযোগ এবং পেনশন মন্ত্রকের তরফে এই জারি করা ওই নির্দেশিকায় টিকা নেওয়ার পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি মেনে চলা, মাস্ক বার বার ধোয়া এবং ঘন ঘন হাত স্যানিটাইজ় করার কথাও বলা হয়েছে ৷ কেন্দ্রের তরফে বলা হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হলে দেশের নাগরিকদের আরও বেশি সচেতন হতে হবে ৷ প্যানডেমিককে হারাতে আগামী চার সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

COVID Vaccine
কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকার প্রতিলিপি

আরও পড়ুন : কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ়ের ব্যবধান বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে আজ সকালে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 446 জন ৷ এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,65,547 জন ৷

এখনও সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷ সেখানে নতুন করে কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে আরও 47,288 জনের ৷ ফলে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3.23 লাখ ৷ 25 বছরের উপরে সবাইকে কোভিড টিকা দেওয়ার অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.