ETV Bharat / bharat

45 বছর বা তার বেশি বয়সি কর্মচারীদের করোনা টিকা নেওয়ার পরামর্শ কেন্দ্রের - করোনার দ্বিতীয় ঢেউ

টিকা নেওয়ার পরেও শারীরিক দূরত্ববিধি মেনে চলা, মাস্ক বার বার ধোয়া এবং ঘন ঘন হাত স্যানিটাইজ় করার কথা বলছে কেন্দ্র ৷

COVID Vaccine
ছবি
author img

By

Published : Apr 6, 2021, 6:40 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল : দেশের একাধিক প্রান্তে ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে ৷ রোজই 90 হাজারের উপরে দৈনিক সংক্রমণ ৷ গতকাল দৈনিক সংক্রমণ 1 লাখের গণ্ডি পার করে গিয়েছিল ৷ করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে এবার কেন্দ্রীয় সরকার 45 বছর বা তার বেশি বয়সি সমস্ত কর্মচারীকে টিকা নেওয়ার পরামর্শ দিল ৷ এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে ৷

কর্মীবর্গ, গণ অভিযোগ এবং পেনশন মন্ত্রকের তরফে এই জারি করা ওই নির্দেশিকায় টিকা নেওয়ার পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি মেনে চলা, মাস্ক বার বার ধোয়া এবং ঘন ঘন হাত স্যানিটাইজ় করার কথাও বলা হয়েছে ৷ কেন্দ্রের তরফে বলা হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হলে দেশের নাগরিকদের আরও বেশি সচেতন হতে হবে ৷ প্যানডেমিককে হারাতে আগামী চার সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

COVID Vaccine
কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকার প্রতিলিপি

আরও পড়ুন : কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ়ের ব্যবধান বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে আজ সকালে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 446 জন ৷ এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,65,547 জন ৷

এখনও সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷ সেখানে নতুন করে কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে আরও 47,288 জনের ৷ ফলে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3.23 লাখ ৷ 25 বছরের উপরে সবাইকে কোভিড টিকা দেওয়ার অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷

নয়াদিল্লি, 6 এপ্রিল : দেশের একাধিক প্রান্তে ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে ৷ রোজই 90 হাজারের উপরে দৈনিক সংক্রমণ ৷ গতকাল দৈনিক সংক্রমণ 1 লাখের গণ্ডি পার করে গিয়েছিল ৷ করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে এবার কেন্দ্রীয় সরকার 45 বছর বা তার বেশি বয়সি সমস্ত কর্মচারীকে টিকা নেওয়ার পরামর্শ দিল ৷ এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে ৷

কর্মীবর্গ, গণ অভিযোগ এবং পেনশন মন্ত্রকের তরফে এই জারি করা ওই নির্দেশিকায় টিকা নেওয়ার পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি মেনে চলা, মাস্ক বার বার ধোয়া এবং ঘন ঘন হাত স্যানিটাইজ় করার কথাও বলা হয়েছে ৷ কেন্দ্রের তরফে বলা হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হলে দেশের নাগরিকদের আরও বেশি সচেতন হতে হবে ৷ প্যানডেমিককে হারাতে আগামী চার সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

COVID Vaccine
কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকার প্রতিলিপি

আরও পড়ুন : কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ়ের ব্যবধান বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে আজ সকালে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 446 জন ৷ এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,65,547 জন ৷

এখনও সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷ সেখানে নতুন করে কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে আরও 47,288 জনের ৷ ফলে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3.23 লাখ ৷ 25 বছরের উপরে সবাইকে কোভিড টিকা দেওয়ার অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.