ETV Bharat / bharat

হায়দরাবাদের সংস্থার কাছ থেকে 30 কোটি টিকা কিনবে স্বাস্থ্য মন্ত্রক - কোভিড টিকা

বাজারে আসতে চলেছে আরও একটি করোনার টিকা ৷ হায়দরাবাদের টিকা প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল-ই (Biological-E)-এর সঙ্গে চুক্তি করল স্বাস্থ্য মন্ত্রক ৷ তারা 30 কোটি টিকা তৈরি করবে ৷ যার জন্য অগ্রিম 1 হাজার 500 কোটি টাকা দিল নয়াদিল্লি ৷

center to buy 30 crore covid vaccine doses from biological e
হায়দরাবাদের সংস্থার কাছ থেকে 30 কোটি টিকা কিনবে স্বাস্থ্য মন্ত্রক
author img

By

Published : Jun 3, 2021, 7:14 PM IST

নয়াদিল্লি, 3 জুন : করোনার টিকা কিনতে হায়দরাবাদের টিকা প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল-ই (Biological-E)-এর সঙ্গে চুক্তি করল স্বাস্থ্য মন্ত্রক ৷ সূত্রের খবর, কেন্দ্রের জন্য 30 কোটি টিকা তৈরি করবে Biological-E ৷ যার জন্য অগ্রিম হিসাবে তাদের 1 হাজার 500 কোটি টাকা দিয়েছে নয়াদিল্লি ৷

বৃহস্পতিবার এই প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ তাতে জানানো হয়েছে, চলতি বছরের অগাস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যেই টিকা উৎপাদন ও মজুত করার কাজ শুরু করে দেবে Biological-E ৷

প্রসঙ্গত, এই সংস্থার তৈরি টিকার এখনও তৃতীয় দফার ক্লিনিক্য়াল ট্রায়াল চলছে ৷ কর্তৃপক্ষের দাবি, এর আগে প্রথম দু’দফার পরীক্ষা-নিরীক্ষায় তারা ভালোই ফল পেয়েছে ৷ তাই টিকা বাজারজাত করার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী Biological-E কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লিতে সর্বাধিক 109 জন চিকিৎসকের মৃত্যু , দেশে 624

সূত্রের খবর, Biological-E-র তৈরি এই টিকা আদতে এক ধরনের RBD protein sub-unit vaccine ৷ আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকা সাধারণ মানুষের নাগালে চলে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই কোভিড টিকার জন্য গঠিত জাতীয় বিশেষজ্ঞ দল এই টিকা পরীক্ষা করে দেখেছে ৷ তারপরই টিকা ব্যবহারের অনুমোদন মেলে ৷

নয়াদিল্লি, 3 জুন : করোনার টিকা কিনতে হায়দরাবাদের টিকা প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল-ই (Biological-E)-এর সঙ্গে চুক্তি করল স্বাস্থ্য মন্ত্রক ৷ সূত্রের খবর, কেন্দ্রের জন্য 30 কোটি টিকা তৈরি করবে Biological-E ৷ যার জন্য অগ্রিম হিসাবে তাদের 1 হাজার 500 কোটি টাকা দিয়েছে নয়াদিল্লি ৷

বৃহস্পতিবার এই প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ তাতে জানানো হয়েছে, চলতি বছরের অগাস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যেই টিকা উৎপাদন ও মজুত করার কাজ শুরু করে দেবে Biological-E ৷

প্রসঙ্গত, এই সংস্থার তৈরি টিকার এখনও তৃতীয় দফার ক্লিনিক্য়াল ট্রায়াল চলছে ৷ কর্তৃপক্ষের দাবি, এর আগে প্রথম দু’দফার পরীক্ষা-নিরীক্ষায় তারা ভালোই ফল পেয়েছে ৷ তাই টিকা বাজারজাত করার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী Biological-E কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লিতে সর্বাধিক 109 জন চিকিৎসকের মৃত্যু , দেশে 624

সূত্রের খবর, Biological-E-র তৈরি এই টিকা আদতে এক ধরনের RBD protein sub-unit vaccine ৷ আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকা সাধারণ মানুষের নাগালে চলে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই কোভিড টিকার জন্য গঠিত জাতীয় বিশেষজ্ঞ দল এই টিকা পরীক্ষা করে দেখেছে ৷ তারপরই টিকা ব্যবহারের অনুমোদন মেলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.