ETV Bharat / bharat

2024 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমবে 50 শতাংশ : গড়করি - India

দেশে ক্রমশই বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা । এবার সেই বিষয়ে বার্তা দিলেন সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি । বৃহস্পতিবার দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর বিষয়ে 'রোল অফ কর্পোরেটস ইন অ্যারেস্টিং রোড ফ্যাটালিটিশ' নামক একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেন গড়করি ।

Nitin Gadkari
২০২৪ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমবে ৫০ শতাংশ: গড়করি
author img

By

Published : Jun 18, 2021, 11:48 AM IST

নয়াদিল্লি, 18 জুন : দেশে ক্রমশই বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা । এবার সেই বিষয়ে বার্তা দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি । বৃহস্পতিবার দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর বিষয়ে 'রোল অফ কর্পোরেটস ইন অ্যারেস্টিং রোড ফ্যাটালিটিশ' নামক একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেন নীতিন গড়করি । সেই বৈঠকে 2024 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমবে 50 শতাংশ বলেও উল্লেখ করেন তিনি ।

অনুষ্ঠানটির আয়োজন করে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স এণ্ড ইন্ড্রাস্টিস বা ফিকি । কর্পোরেট সংস্থাগুলির পথ নিরাপত্তা বিষয়ক কর্মসূচি 'সফর'-কে স্বাগত জানান কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ।

ইতিমধ্যেই মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি রাজ্য, শহর এবং জেলার জাতীয় সড়কগুলির কালো স্পটগুলিকে চিহ্নিত করা হয়েছে । সেই জায়গাগুলির উন্নতি সাধনের জন্য একটি বিশেষ স্কিমে বিশ্বব্যাঙ্ক প্রতিটি রাজ্যের জন্য 14 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে । প্রয়োজনে আরও অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: Twitter Controversy : ভারত সরকার টুইটারকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়, দাবি রবিশঙ্করের

মন্ত্রী আরও জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু কমাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুনর্গঠন নীতি নিয়েছে চারটি 'ই' নীতির মাধ্যমে । সড়ক সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে অর্থনীতি, পরিবেশ এবং শিক্ষাকে । বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে ইঞ্জিনিয়রদের কাজের ভুলের জন্য । কর্পোরেট বিশ্ব একটি সমীক্ষা চালাবে এবং সড়ক দুর্ঘটনার পিছনে কারণ খুঁজে বার করে সেই বিষয়ে রিপোর্ট জমা দেবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ।

নয়াদিল্লি, 18 জুন : দেশে ক্রমশই বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা । এবার সেই বিষয়ে বার্তা দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি । বৃহস্পতিবার দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর বিষয়ে 'রোল অফ কর্পোরেটস ইন অ্যারেস্টিং রোড ফ্যাটালিটিশ' নামক একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেন নীতিন গড়করি । সেই বৈঠকে 2024 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমবে 50 শতাংশ বলেও উল্লেখ করেন তিনি ।

অনুষ্ঠানটির আয়োজন করে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স এণ্ড ইন্ড্রাস্টিস বা ফিকি । কর্পোরেট সংস্থাগুলির পথ নিরাপত্তা বিষয়ক কর্মসূচি 'সফর'-কে স্বাগত জানান কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ।

ইতিমধ্যেই মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি রাজ্য, শহর এবং জেলার জাতীয় সড়কগুলির কালো স্পটগুলিকে চিহ্নিত করা হয়েছে । সেই জায়গাগুলির উন্নতি সাধনের জন্য একটি বিশেষ স্কিমে বিশ্বব্যাঙ্ক প্রতিটি রাজ্যের জন্য 14 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে । প্রয়োজনে আরও অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: Twitter Controversy : ভারত সরকার টুইটারকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়, দাবি রবিশঙ্করের

মন্ত্রী আরও জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু কমাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুনর্গঠন নীতি নিয়েছে চারটি 'ই' নীতির মাধ্যমে । সড়ক সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে অর্থনীতি, পরিবেশ এবং শিক্ষাকে । বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে ইঞ্জিনিয়রদের কাজের ভুলের জন্য । কর্পোরেট বিশ্ব একটি সমীক্ষা চালাবে এবং সড়ক দুর্ঘটনার পিছনে কারণ খুঁজে বার করে সেই বিষয়ে রিপোর্ট জমা দেবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.