ETV Bharat / bharat

Shraddha Murder Case: রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ? তদন্তে পুলিশ - Aaftab Amin Poonawala accused in shraddh murder

শ্রদ্ধা ওয়াকার খুনে অভিযুক্ত তার লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালার সিসিটিভি ফুটেজ বলে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (cctv footage of Aaftab Amin Poonawala) ৷ পুলিশ তদন্ত শুরু করেছে (Shraddha Murder Case) ৷

ETV Bharat
shraddha walkar murder case
author img

By

Published : Nov 19, 2022, 7:28 PM IST

নয়াদিল্লি, 19 নভেম্বর: ভোর রাতে দিল্লির অন্ধকার গলি দিয়ে হেঁটে চলেছেন এক যুবক ৷ তার পিঠে রয়েছে ব্যাগ, হাতে একটি প্যাকেট ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি সিসিটিভি ফুটেজের কয়েক সেকেন্ডের ভিডিয়ো ৷ দাবি করা হচ্ছে, এটা শ্রদ্ধা ওয়াকারের লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালার ভিডিয়ো ৷ পুলিশ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ফুটেজের সত্যতা যাচাই করছে ৷ তবে কি শ্রদ্ধাকে খুন করার পর ওই প্যাকেটে করে তাঁর কোনও দেহাংশ নিয়ে যাচ্ছিলেন আফতাব ? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ ফুটেজে পুনাওয়ালার সঙ্গে আর কাউকে দেখা যায়নি (cctv footage of Aaftab Amin Poonawala) ৷

অভিযোগ, গত 18 মে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে খুন করেন আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawala accused in shraddha walkar murder case)৷ তারপর তাঁর দেহের 35টি টুকরো করে তা রেখে দেন বাড়ির ফ্রিজে ৷ এরপর শ্রদ্ধার দেহের টুকরোগুলি বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে সে জঙ্গলে ফেলে দিয়ে আসে ৷ প্রায় 6 মাস পরে সম্প্রতি দিল্লির হাড়হিম করা এই হত্যাকাণ্ড সামনে এসেছে ৷ পুলিশ তদন্তে নেমে বেশকিছু দেহাংশ উদ্ধার করলেও, যে অস্ত্র দিয়ে শ্রদ্ধার দেহ কাটা হয়েছিল তা এখনও উদ্ধার করতে পারেনি ৷ উদ্ধার হয়নি শ্রদ্ধার কাটা মাথাও (Shraddha Murder Case) ৷

ভোর রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ?

আরও পড়ুন: তিহার জেলে কেজরির মন্ত্রীর 'পা মালিশ'! ভিডিয়ো পোস্ট অমিত মালব্যর

বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে শ্রদ্ধা খুনে অভিযুক্ত তাঁর প্রেমিক আফতাব ৷ মঙ্গলবার পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে ৷ ইতিমধ্যেই অভিযুক্তের নার্কো টেস্টের অনুমতি দিয়েছে দিল্লির এক আদালত ৷ আগামী সোমবার এই টেস্ট হতে পারে (Shraddha Walkar murder case) ৷

নয়াদিল্লি, 19 নভেম্বর: ভোর রাতে দিল্লির অন্ধকার গলি দিয়ে হেঁটে চলেছেন এক যুবক ৷ তার পিঠে রয়েছে ব্যাগ, হাতে একটি প্যাকেট ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি সিসিটিভি ফুটেজের কয়েক সেকেন্ডের ভিডিয়ো ৷ দাবি করা হচ্ছে, এটা শ্রদ্ধা ওয়াকারের লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালার ভিডিয়ো ৷ পুলিশ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ফুটেজের সত্যতা যাচাই করছে ৷ তবে কি শ্রদ্ধাকে খুন করার পর ওই প্যাকেটে করে তাঁর কোনও দেহাংশ নিয়ে যাচ্ছিলেন আফতাব ? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ ফুটেজে পুনাওয়ালার সঙ্গে আর কাউকে দেখা যায়নি (cctv footage of Aaftab Amin Poonawala) ৷

অভিযোগ, গত 18 মে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে খুন করেন আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawala accused in shraddha walkar murder case)৷ তারপর তাঁর দেহের 35টি টুকরো করে তা রেখে দেন বাড়ির ফ্রিজে ৷ এরপর শ্রদ্ধার দেহের টুকরোগুলি বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে সে জঙ্গলে ফেলে দিয়ে আসে ৷ প্রায় 6 মাস পরে সম্প্রতি দিল্লির হাড়হিম করা এই হত্যাকাণ্ড সামনে এসেছে ৷ পুলিশ তদন্তে নেমে বেশকিছু দেহাংশ উদ্ধার করলেও, যে অস্ত্র দিয়ে শ্রদ্ধার দেহ কাটা হয়েছিল তা এখনও উদ্ধার করতে পারেনি ৷ উদ্ধার হয়নি শ্রদ্ধার কাটা মাথাও (Shraddha Murder Case) ৷

ভোর রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ?

আরও পড়ুন: তিহার জেলে কেজরির মন্ত্রীর 'পা মালিশ'! ভিডিয়ো পোস্ট অমিত মালব্যর

বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে শ্রদ্ধা খুনে অভিযুক্ত তাঁর প্রেমিক আফতাব ৷ মঙ্গলবার পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে ৷ ইতিমধ্যেই অভিযুক্তের নার্কো টেস্টের অনুমতি দিয়েছে দিল্লির এক আদালত ৷ আগামী সোমবার এই টেস্ট হতে পারে (Shraddha Walkar murder case) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.