ETV Bharat / bharat

School Re-open : স্কুল খোলার আগেই স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের - ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে

12 নভেম্বর তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বসতে হবে একটি পরীক্ষায় । স্কুলে গিয়েই দিতে হবে এই পরীক্ষা । বিশেষ এই পরীক্ষার নাম ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে (ন্যাস) । এই পরীক্ষার ভিত্তিতেই দেশ জুড়ে সার্বিক শিক্ষার মান যাচাই করার জন্য একটি রিপোর্ট তৈরি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷

School
16 নভেম্বর স্কুল খোলার আগেই পড়ুয়াদের স্কুলে গিয়ে দিতে হবে পরীক্ষা
author img

By

Published : Nov 3, 2021, 10:51 PM IST

কলকাতা, 3 নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ঘোষণা মতো আগামী 16 নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল । তবে তার আগেই পড়ুয়াদের বসতে হবে পরীক্ষায় । 12 নভেম্বর ছাত্রছাত্রীদের দিতে হবে পরীক্ষা, তাও অফলাইনে ।

আরও পড়ুন : School Reopen : খুলছে স্কুল, স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

প্রায় 19 মাস পর আগামী 16 নভেম্বর খুলছে রাজ্যের স্কুলগুলি। যদিও শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীরই ক্লাস শুরু হচ্ছে প্রাথমিক পর্যায়ে । তবে তার আগেই 12 নভেম্বর তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বসতে হবে একটি পরীক্ষায় । স্কুলে গিয়েই দিতে হবে এই পরীক্ষা । বিশেষ এই পরীক্ষার নাম ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে (ন্যাস) । এটি একটি কেন্দ্র সরকারের মূল্যায়ন পদ্ধতি । রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার স্কুলে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় বসবে প্রায় এক লক্ষের উপর ছাত্রছাত্রী । তবে এই পরীক্ষা নিয়ে এখনও কোনও রকম নির্দেশিকা প্রকাশ করা হয়নি রাজ্যের তরফে । কারণ, গোটা পরীক্ষার পরিচালনায় রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ।

স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও ইনভিজিলেশনের দ্বায়িত্বে থাকবেন না ৷ সিবিএসই বোর্ডের প্রতিনিধিরাই স্কুলে স্কুলে পৌঁছে পরীক্ষা নেবে । তবে সমস্ত স্কুলের প্রধানশিক্ষকদের উপস্থিত থাকতে হবে । ওইদিন স্কুলে আর কোনও কর্মসূচী রাখা যাবে না বলেও আগাম জানিয়ে দেওয়া হয়েছে । তৃতীয় ও পঞ্চম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল 10.30টা থেকে ৷ চলবে বেলা 12টা পর্যন্ত । অষ্টম ও দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে সকাল 10.30টা থেকে ৷ চলবে বেলা 12.30 পর্যন্ত । সমস্ত প্রশ্নই হবে সংক্ষিপ্তধর্মী ।

করোনা সংক্রমণের আগে পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যে এই পরীক্ষাটি নেওয়া হত । তবে সংক্রমণের জন্য গতবছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি । এই পরীক্ষার ভিত্তিতেই দেশ জুড়ে সার্বিক শিক্ষার মান যাচাই করার জন্য একটি রিপোর্ট তৈরি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷

কলকাতা, 3 নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ঘোষণা মতো আগামী 16 নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল । তবে তার আগেই পড়ুয়াদের বসতে হবে পরীক্ষায় । 12 নভেম্বর ছাত্রছাত্রীদের দিতে হবে পরীক্ষা, তাও অফলাইনে ।

আরও পড়ুন : School Reopen : খুলছে স্কুল, স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

প্রায় 19 মাস পর আগামী 16 নভেম্বর খুলছে রাজ্যের স্কুলগুলি। যদিও শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীরই ক্লাস শুরু হচ্ছে প্রাথমিক পর্যায়ে । তবে তার আগেই 12 নভেম্বর তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বসতে হবে একটি পরীক্ষায় । স্কুলে গিয়েই দিতে হবে এই পরীক্ষা । বিশেষ এই পরীক্ষার নাম ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে (ন্যাস) । এটি একটি কেন্দ্র সরকারের মূল্যায়ন পদ্ধতি । রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার স্কুলে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় বসবে প্রায় এক লক্ষের উপর ছাত্রছাত্রী । তবে এই পরীক্ষা নিয়ে এখনও কোনও রকম নির্দেশিকা প্রকাশ করা হয়নি রাজ্যের তরফে । কারণ, গোটা পরীক্ষার পরিচালনায় রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ।

স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও ইনভিজিলেশনের দ্বায়িত্বে থাকবেন না ৷ সিবিএসই বোর্ডের প্রতিনিধিরাই স্কুলে স্কুলে পৌঁছে পরীক্ষা নেবে । তবে সমস্ত স্কুলের প্রধানশিক্ষকদের উপস্থিত থাকতে হবে । ওইদিন স্কুলে আর কোনও কর্মসূচী রাখা যাবে না বলেও আগাম জানিয়ে দেওয়া হয়েছে । তৃতীয় ও পঞ্চম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল 10.30টা থেকে ৷ চলবে বেলা 12টা পর্যন্ত । অষ্টম ও দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে সকাল 10.30টা থেকে ৷ চলবে বেলা 12.30 পর্যন্ত । সমস্ত প্রশ্নই হবে সংক্ষিপ্তধর্মী ।

করোনা সংক্রমণের আগে পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যে এই পরীক্ষাটি নেওয়া হত । তবে সংক্রমণের জন্য গতবছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি । এই পরীক্ষার ভিত্তিতেই দেশ জুড়ে সার্বিক শিক্ষার মান যাচাই করার জন্য একটি রিপোর্ট তৈরি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.