ETV Bharat / bharat

CBSE : দশম-দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষার দিন ঘোষণা সিবিএসই বোর্ডের - দশম-দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষার দিন ঘোষণা সিবিএসই বোর্ডের

2021-22 শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য টার্ম-I বোর্ড পরীক্ষার সময়সূচি প্রকাশ করল সিবিএসই বোর্ড (CBSE) ৷

CBSE
CBSE
author img

By

Published : Oct 19, 2021, 8:38 AM IST

Updated : Oct 19, 2021, 3:25 PM IST

নয়াদিল্লি, 19 অক্টোবর : প্রকাশিত হল সিবিএসই বোর্ডের (Central Board of Secondary Education- CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম-I পরীক্ষার সময়সূচি ৷ এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সন্যাম ভরদ্বাজ জানান, এখন প্রধান বিষয়গুলির তারিখ জানানো হল ৷ মাইনর সাবজেক্টগুলির পরীক্ষার সময়সূচি আলাদাভাবে স্কুলে পাঠানো হবে ৷

দশম ও দ্বাদশ শ্রেণির মাইনর সাবজেক্টগুলির পরীক্ষা যথাক্রমে 16 ও 17 নভেম্বর থেকে শুরু হবে ৷ অ্যাকাডেমিক সেশনের বিভাজন-সহ দু'টি টার্মে পরীক্ষা রাখা এবং পাঠ্যসূচিকে যুক্তিসঙ্গত করা 2021-22 সালের দশম ও দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষার বিশেষ মূল্যায়ন স্কিমের অংশ ছিল ৷ এই সম্পূর্ণ বিষয়টি করোনা পরিস্থিতির কারণে ঘোষণা করা হয়েছিল ৷

সিবিএসই বোর্ডের তরফে গত সপ্তাহে বলা হয়, দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের বোর্ড পরীক্ষা নভেম্বর-ডিসেম্বর মাসে অফলাইনে নেওয়া হবে ৷ প্রতিটি পরীক্ষা অবজেকটিভ টাইপ হবে এবং এর জন্য সময় থাকবে 90 মিনিট ৷ শীতকালে সকাল সাড়ে দশটার পরিবর্তে বেলা সাড়ে এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে ৷

আরও পড়ুন : CBSE Board Exams : দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দু'ভাগে, বছর শেষে প্রথম টার্ম

নয়াদিল্লি, 19 অক্টোবর : প্রকাশিত হল সিবিএসই বোর্ডের (Central Board of Secondary Education- CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম-I পরীক্ষার সময়সূচি ৷ এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সন্যাম ভরদ্বাজ জানান, এখন প্রধান বিষয়গুলির তারিখ জানানো হল ৷ মাইনর সাবজেক্টগুলির পরীক্ষার সময়সূচি আলাদাভাবে স্কুলে পাঠানো হবে ৷

দশম ও দ্বাদশ শ্রেণির মাইনর সাবজেক্টগুলির পরীক্ষা যথাক্রমে 16 ও 17 নভেম্বর থেকে শুরু হবে ৷ অ্যাকাডেমিক সেশনের বিভাজন-সহ দু'টি টার্মে পরীক্ষা রাখা এবং পাঠ্যসূচিকে যুক্তিসঙ্গত করা 2021-22 সালের দশম ও দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষার বিশেষ মূল্যায়ন স্কিমের অংশ ছিল ৷ এই সম্পূর্ণ বিষয়টি করোনা পরিস্থিতির কারণে ঘোষণা করা হয়েছিল ৷

সিবিএসই বোর্ডের তরফে গত সপ্তাহে বলা হয়, দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের বোর্ড পরীক্ষা নভেম্বর-ডিসেম্বর মাসে অফলাইনে নেওয়া হবে ৷ প্রতিটি পরীক্ষা অবজেকটিভ টাইপ হবে এবং এর জন্য সময় থাকবে 90 মিনিট ৷ শীতকালে সকাল সাড়ে দশটার পরিবর্তে বেলা সাড়ে এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে ৷

আরও পড়ুন : CBSE Board Exams : দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দু'ভাগে, বছর শেষে প্রথম টার্ম

Last Updated : Oct 19, 2021, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.