নয়া দিল্লি, 1 জুন: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করল কেন্দ্র ৷ পরীক্ষা নিয়ে আজই বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই এই সিদ্ধান্ত হল ৷ ছাত্রদের কথা ভেবেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী ৷
সিবিএসই সহ বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে এদিন সন্ধ্যায় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর, পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারমন প্রমুখ ৷ এছাড়াও স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের সচিবরাও ছিলেন বৈঠকে ৷ সেখানেই সিদ্ধান্ত হয়, বর্তমান করোনা পরিস্থিতি এ বছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে না ৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সিবিএসই’র দ্বাদশের পরীক্ষা বাতিলের মামলা
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিএসই সহ বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে কি না, হলে কবে হবে, এই বিষয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে ৷ অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই আবেদন করেন, মহামারি পরিস্থিতিতে 12 ক্লাসের পরীক্ষা বাতিল হোক ৷ শেষ পর্যন্ত সেই আবেদনই মেনে নিল সরকার ৷