ETV Bharat / bharat

করোনা আবহে বাতিল সিবিএসই দশমের পরীক্ষা, পিছোল দ্বাদশের পরীক্ষা

author img

By

Published : Apr 14, 2021, 2:10 PM IST

Updated : Apr 14, 2021, 4:23 PM IST

কোভিডের সংক্রমণ রুখতে বাতিল করে দেওয়া হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা ৷ পিছিয়ে যাচ্ছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ সরকারের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে ৷

CBSE Class 12 Board Exams Postponed, Class 10 Exams Cancelled amid covid surge
করোনা আবহে বাতিল সিবিএসই দশমের পরীক্ষা, পিছোল দ্বাদশের পরীক্ষা

নয়াদিল্লি, 14 এপ্রিল: করোনা আবহে বাতিলই হয়ে গেল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা ৷ পিছিয়ে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

কোভিডের সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে মে মাস থেকে শুরু হওয়া দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের দাবি উঠেছিল ৷ এই নিয়ে আলোচনার জন্য আজ বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে ঠিক হয়, উদ্ভুত পরিস্থিতিতে বাতিল করা হবে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা ৷ পিছিয়ে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷

সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "2021 সালের 4 মে থেকে 14 জুন পর্যন্ত দ্বাদশ শ্রেণির যে বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে...2021 সালের 4 মে থেকে 14 জুন পর্যন্ত দশম শ্রেণির যে বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল তা বাতিল করা হচ্ছে ৷"

গত ফেব্রুয়ারি মাসে সিবিএসই ঘোষণা করেছিল যে, এ বছর 4 মে থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ৷ সব পরীক্ষা অফলাইন-লিখিত আকারে হবে বলে জানানো হয় ৷ এই ঘোষণা যখন হয়েছিল, তখন দেশে দৈনিক করোনা সংক্রমণ ছিল 15,000-এর আশেপাশে ৷ তবে এপ্রিলের মাঝামাঝি সেই সংখ্যাটাই কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ আজও দেশের দৈনিক সংক্রমণ রেকর্ড 1,84,372-তে ছুঁয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে আরও 1,027 জনের ৷

এই পরিস্থিতিতে ছাত্রদের মধ্যে কোভিডের সংক্রমণ যাতে ছড়িয়ে না-পড়ে, সে জন্য বোর্ড পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি-সহ আরও অনেকে ৷ কেজরি বলেছিলেন, "শহরের 6 লাখ ছাত্রছাত্রী বোর্ড পরীক্ষায় বসবে ৷ ডিউটি থাকবে এক লাখ শিক্ষকের ৷ বোর্ডের পরীক্ষা হলে তার থেকে সাংঘাতিক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে ৷ মূল্যায়ণের বিকল্প রাস্তা ভাবতে হবে ৷ হয় অনলাইন পরীক্ষা নয়তো অন্তর্বর্তী মূল্যায়ণের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশ করানো উচিত ৷ বোর্ডের পরীক্ষা বাতিল হওয়া উচিত ৷"

আরও পড়ুন: দেশে দৈনিক সংক্রমণ পৌঁছল রেকর্ড 1.84 লাখে, করোনা লাফিয়ে বাড়ছে বঙ্গেও

একই সুরে রাহুল গান্ধিও বলেন, "করোনার দ্বিতীয় ঢেউ যে ভাবে আছড়ে পড়েছে, এই অবস্থায় সিবিএসই পরীক্ষা নেওয়ার বিষয়টি আরও একবার খতিয়ে দেখা দরকার ৷ বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব স্টেকহোল্ডারদের এটা ভেবে দেখা উচিত ৷"

নয়াদিল্লি, 14 এপ্রিল: করোনা আবহে বাতিলই হয়ে গেল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা ৷ পিছিয়ে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

কোভিডের সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে মে মাস থেকে শুরু হওয়া দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের দাবি উঠেছিল ৷ এই নিয়ে আলোচনার জন্য আজ বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে ঠিক হয়, উদ্ভুত পরিস্থিতিতে বাতিল করা হবে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা ৷ পিছিয়ে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷

সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "2021 সালের 4 মে থেকে 14 জুন পর্যন্ত দ্বাদশ শ্রেণির যে বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে...2021 সালের 4 মে থেকে 14 জুন পর্যন্ত দশম শ্রেণির যে বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল তা বাতিল করা হচ্ছে ৷"

গত ফেব্রুয়ারি মাসে সিবিএসই ঘোষণা করেছিল যে, এ বছর 4 মে থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ৷ সব পরীক্ষা অফলাইন-লিখিত আকারে হবে বলে জানানো হয় ৷ এই ঘোষণা যখন হয়েছিল, তখন দেশে দৈনিক করোনা সংক্রমণ ছিল 15,000-এর আশেপাশে ৷ তবে এপ্রিলের মাঝামাঝি সেই সংখ্যাটাই কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ আজও দেশের দৈনিক সংক্রমণ রেকর্ড 1,84,372-তে ছুঁয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে আরও 1,027 জনের ৷

এই পরিস্থিতিতে ছাত্রদের মধ্যে কোভিডের সংক্রমণ যাতে ছড়িয়ে না-পড়ে, সে জন্য বোর্ড পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি-সহ আরও অনেকে ৷ কেজরি বলেছিলেন, "শহরের 6 লাখ ছাত্রছাত্রী বোর্ড পরীক্ষায় বসবে ৷ ডিউটি থাকবে এক লাখ শিক্ষকের ৷ বোর্ডের পরীক্ষা হলে তার থেকে সাংঘাতিক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে ৷ মূল্যায়ণের বিকল্প রাস্তা ভাবতে হবে ৷ হয় অনলাইন পরীক্ষা নয়তো অন্তর্বর্তী মূল্যায়ণের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশ করানো উচিত ৷ বোর্ডের পরীক্ষা বাতিল হওয়া উচিত ৷"

আরও পড়ুন: দেশে দৈনিক সংক্রমণ পৌঁছল রেকর্ড 1.84 লাখে, করোনা লাফিয়ে বাড়ছে বঙ্গেও

একই সুরে রাহুল গান্ধিও বলেন, "করোনার দ্বিতীয় ঢেউ যে ভাবে আছড়ে পড়েছে, এই অবস্থায় সিবিএসই পরীক্ষা নেওয়ার বিষয়টি আরও একবার খতিয়ে দেখা দরকার ৷ বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব স্টেকহোল্ডারদের এটা ভেবে দেখা উচিত ৷"

Last Updated : Apr 14, 2021, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.