ETV Bharat / bharat

অগাস্টের আগে বেরতে পারে সিবিএসই দ্বাদশের পরীক্ষার ফল

সিবিএসই’র দ্বাদশের ফলপ্রকাশ হবে অগাস্ট মাসের আগেই ৷ আজ সিবিএসই’র সচিব একথা জানিয়েছেন ৷ সেই মতো আলোচনা করে মূল্যায়ণ মানদণ্ড তৈরি করা হবে ৷

cbse-class-12-board-exam-results-are-expected-before-august
অগাস্টের আগে বেরতে পারে সিবিএসই দ্বাদশের পরীক্ষার ফল
author img

By

Published : Jun 3, 2021, 7:48 PM IST

নয়াদিল্লি, 3 জুন : অগাস্ট মাসের আগেই ফলপ্রকাশ হতে পারে সিবিএসই’র দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ৷ আজ সিবিএসই’র সচিব অনুরাগ ত্রিপাঠী একথা জানিয়েছেন ৷ প্রসঙ্গত, 1 জুন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকের পর করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে সিবিএসই ৷

সেই সিদ্ধান্তের দু’দিন পর আজ সিবিএসই’র তরফে জানানো হয়েছে, আগামী অগাস্ট মাসের আগেই সিবিএসই’র দ্বাদশের ফলপ্রকাশ করা হবে ৷ সেই মত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ৷ এ নিয়ে বোর্ড সচিব জানিয়েছেন, ‘‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশের বিশ্ববিদ্য়ালয়গুলির ভর্তি প্রক্রিয়া অগাস্ট মাসে শুরু হবে ৷ তার আগে সিবিএসই’র দ্বাদশের বোর্ডের ফলপ্রকাশের চেষ্টা করা হচ্ছে ৷ সেই মতো পড়ুয়াদের নম্বর দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হবে, তা নিয়ে পড়ুয়া এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে’’ ৷

আরও পড়ুন : CBSE ছাত্র-অভিভাবকদের সঙ্গে সেশনে হঠাত্ হাজির মোদি

সেই মতো মূল্যায়নের মানদণ্ড তৈরি করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি ৷ কম করে দু’সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 3 জুন : অগাস্ট মাসের আগেই ফলপ্রকাশ হতে পারে সিবিএসই’র দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ৷ আজ সিবিএসই’র সচিব অনুরাগ ত্রিপাঠী একথা জানিয়েছেন ৷ প্রসঙ্গত, 1 জুন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকের পর করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে সিবিএসই ৷

সেই সিদ্ধান্তের দু’দিন পর আজ সিবিএসই’র তরফে জানানো হয়েছে, আগামী অগাস্ট মাসের আগেই সিবিএসই’র দ্বাদশের ফলপ্রকাশ করা হবে ৷ সেই মত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ৷ এ নিয়ে বোর্ড সচিব জানিয়েছেন, ‘‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশের বিশ্ববিদ্য়ালয়গুলির ভর্তি প্রক্রিয়া অগাস্ট মাসে শুরু হবে ৷ তার আগে সিবিএসই’র দ্বাদশের বোর্ডের ফলপ্রকাশের চেষ্টা করা হচ্ছে ৷ সেই মতো পড়ুয়াদের নম্বর দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হবে, তা নিয়ে পড়ুয়া এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে’’ ৷

আরও পড়ুন : CBSE ছাত্র-অভিভাবকদের সঙ্গে সেশনে হঠাত্ হাজির মোদি

সেই মতো মূল্যায়নের মানদণ্ড তৈরি করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি ৷ কম করে দু’সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.