ETV Bharat / bharat

Manish Sisodia তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই, আশঙ্কা মণীশ সিসোদিয়ার - নরেন্দ্র মোদি

আবগারি নীতির অপপ্রয়োগের অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাসভবনে 15 ঘণ্টা ধরে সিবিআই (CBI) তল্লাশি চলল ৷ ভয় পেয়েই এমন কাণ্ডে ঘটাচ্ছে মোদি সরকার, তোপ মণীশের ৷ তাঁর আশঙ্কা, আগামী তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই ৷

CBI Search Operation for 15 hours at Manish Sisodia House
Manish Sisodia 15 ঘণ্টার তল্লাশিতে বাজেয়াপ্ত মণীশের কম্পিউটার, মোবাইল, ফাইল
author img

By

Published : Aug 20, 2022, 2:18 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাসভবনে একটানা প্রায় 15 ঘণ্টা ধরে তল্লাশি চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ আপ নেতার বিরুদ্ধে অভিযোগ হল, 2021-22 অর্থবর্ষে তিনি আবগারি নীতির অপপ্রয়োগ করেছেন ৷ তার জেরেই সিবিআই (CBI)-এর এই অভিযান ৷ যদিও মণীশের বক্তব্য, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জনপ্রিয়তায় ভয় পেয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই কারণেই দিল্লির সরকারকে নাস্তানাবুদ করার চেষ্টা হচ্ছে ৷ মণীশের আশঙ্কা, আগামী তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হবে ৷

শনিবার এই প্রসঙ্গে মণীশ বলেন, "হয়তো আগামী তিন থেকে চারদিনের মধ্যেই সিবিআই আমাকে গ্রেফতার করবে ৷ কিন্তু, আমরা ভয় পাব না ৷ আপনারা আমাদের ভাঙতে পারবেন না ৷ 2024 সালের নির্বাচন আপ বনাম বিজেপি-র মধ্যেই হবে ৷ আসলে আবগারি নীতি নিয়ে কোনও সমস্যা নেই ৷ ওদের (বিজেপি তথা কেন্দ্রীয় সরকার) সমস্যা হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ কেজরিওয়ালকে দমানোর জন্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আমার বাড়িতে অভিযান চালানো হচ্ছে ৷ আমি কোনও দুর্নীতি করিনি ৷ আমি শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষামন্ত্রী ৷"

প্রসঙ্গত, আগেই সংবাদমাধ্যমকে মণীশ জানিয়েছেন, তাঁদের বাড়ির সর্বত্র তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ উপমুখ্যমন্ত্রীর কম্পিউটার, মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে তারা ৷ সেইসঙ্গে, বাড়িতে থাকা বেশ কিছু ফাইল তুলে নিয়ে গিয়েছেন গোয়েন্দারা ৷ মণীশের সাফ কথা, তিনি কোনও বেআইনি কাজ করেননি ৷ তাঁকে শুধুমাত্র ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ মণীশের কথায়, "শুক্রবার সকালে সিবিআই-এর প্রতিনিধিদল আমাদের বাড়ি পৌঁছয় ৷ সারা বাড়িতে তল্লাশি চালায় তারা ৷ আমি এবং আমাদের পরিবারের সদস্যরা গোয়েন্দাদের সবরকমভাবে সহযোগিতা করেছি ৷ ওঁরা আমার কম্পিউটার এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন ৷ বেশ কিছু ফাইলও নিয়ে গিয়েছেন ৷" মণীশের দাবি, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার খুব ভালো কাজ করছে ৷ তাতেই ভয় পেয়েছে কেন্দ্রের মোদি সরকার ৷ সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার করে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: Kejriwal On CBI Raid সিবিআইকে স্বাগত জানাচ্ছি, সিসোদিয়ার বাড়িতে রেইডে অবিচল কেজরি

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মণীশ সিসোদিয়ার 'ঘনিষ্ঠ সহযোগী' সমীর মাহেন্দ্র (Sameer Mahendru) বেশ কিছুদিন ধরেই গোয়েন্দাদের আতসকাচের নীচে রয়েছেন ৷ মণীশের বিরুদ্ধে অন্তত দু'টি বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে ৷ তাতে কয়েক কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ ৷ প্রসঙ্গত, সমীর নিজে একজন মদ ব্যবসায়ী ৷ গোয়েন্দাদের নজরে রয়েছেন আরও বেশ কয়েকজন ৷ এঁরা হলেন অমিত অরোরা, দীনেশ অরোরা এবং অর্জুন পাণ্ডে ৷ এঁরা সকলেই মণীশের ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি সিবিআই গোয়েন্দাদের ৷ মদের ব্যবসা করা এবং সেই সংক্রান্ত লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে তাঁরা সকলেই আবগারি নীতি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ৷

সংশ্লিষ্ট এফআইআর-এ দাবি করা হয়েছে, সমীর মাহেন্দ্রর কাছ থেকে নগদ 1 কোটি টাকা নিয়েছিলেন দীনেশ অরোরা ৷ এছাড়াও, বিজয় নায়ার নামে এক ব্যক্তির হয়ে অর্জুন পাণ্ডেকে 2 থেকে 4 কোটি টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সমীরের বিরুদ্ধে ৷ এই ঘটনায় সব মিলিয়ে মণীশ সিসোদিয়া-সহ মোট 15 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই ৷ অভিযুক্তদের তালিকায় আবগারি দফতরের বর্তমান এবং প্রাক্তন আধিকারিকও রয়েছেন ৷

নয়াদিল্লি, 20 অগস্ট: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাসভবনে একটানা প্রায় 15 ঘণ্টা ধরে তল্লাশি চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ আপ নেতার বিরুদ্ধে অভিযোগ হল, 2021-22 অর্থবর্ষে তিনি আবগারি নীতির অপপ্রয়োগ করেছেন ৷ তার জেরেই সিবিআই (CBI)-এর এই অভিযান ৷ যদিও মণীশের বক্তব্য, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জনপ্রিয়তায় ভয় পেয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই কারণেই দিল্লির সরকারকে নাস্তানাবুদ করার চেষ্টা হচ্ছে ৷ মণীশের আশঙ্কা, আগামী তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হবে ৷

শনিবার এই প্রসঙ্গে মণীশ বলেন, "হয়তো আগামী তিন থেকে চারদিনের মধ্যেই সিবিআই আমাকে গ্রেফতার করবে ৷ কিন্তু, আমরা ভয় পাব না ৷ আপনারা আমাদের ভাঙতে পারবেন না ৷ 2024 সালের নির্বাচন আপ বনাম বিজেপি-র মধ্যেই হবে ৷ আসলে আবগারি নীতি নিয়ে কোনও সমস্যা নেই ৷ ওদের (বিজেপি তথা কেন্দ্রীয় সরকার) সমস্যা হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ কেজরিওয়ালকে দমানোর জন্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আমার বাড়িতে অভিযান চালানো হচ্ছে ৷ আমি কোনও দুর্নীতি করিনি ৷ আমি শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষামন্ত্রী ৷"

প্রসঙ্গত, আগেই সংবাদমাধ্যমকে মণীশ জানিয়েছেন, তাঁদের বাড়ির সর্বত্র তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ উপমুখ্যমন্ত্রীর কম্পিউটার, মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে তারা ৷ সেইসঙ্গে, বাড়িতে থাকা বেশ কিছু ফাইল তুলে নিয়ে গিয়েছেন গোয়েন্দারা ৷ মণীশের সাফ কথা, তিনি কোনও বেআইনি কাজ করেননি ৷ তাঁকে শুধুমাত্র ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ মণীশের কথায়, "শুক্রবার সকালে সিবিআই-এর প্রতিনিধিদল আমাদের বাড়ি পৌঁছয় ৷ সারা বাড়িতে তল্লাশি চালায় তারা ৷ আমি এবং আমাদের পরিবারের সদস্যরা গোয়েন্দাদের সবরকমভাবে সহযোগিতা করেছি ৷ ওঁরা আমার কম্পিউটার এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন ৷ বেশ কিছু ফাইলও নিয়ে গিয়েছেন ৷" মণীশের দাবি, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার খুব ভালো কাজ করছে ৷ তাতেই ভয় পেয়েছে কেন্দ্রের মোদি সরকার ৷ সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার করে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: Kejriwal On CBI Raid সিবিআইকে স্বাগত জানাচ্ছি, সিসোদিয়ার বাড়িতে রেইডে অবিচল কেজরি

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মণীশ সিসোদিয়ার 'ঘনিষ্ঠ সহযোগী' সমীর মাহেন্দ্র (Sameer Mahendru) বেশ কিছুদিন ধরেই গোয়েন্দাদের আতসকাচের নীচে রয়েছেন ৷ মণীশের বিরুদ্ধে অন্তত দু'টি বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে ৷ তাতে কয়েক কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ ৷ প্রসঙ্গত, সমীর নিজে একজন মদ ব্যবসায়ী ৷ গোয়েন্দাদের নজরে রয়েছেন আরও বেশ কয়েকজন ৷ এঁরা হলেন অমিত অরোরা, দীনেশ অরোরা এবং অর্জুন পাণ্ডে ৷ এঁরা সকলেই মণীশের ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি সিবিআই গোয়েন্দাদের ৷ মদের ব্যবসা করা এবং সেই সংক্রান্ত লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে তাঁরা সকলেই আবগারি নীতি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ৷

সংশ্লিষ্ট এফআইআর-এ দাবি করা হয়েছে, সমীর মাহেন্দ্রর কাছ থেকে নগদ 1 কোটি টাকা নিয়েছিলেন দীনেশ অরোরা ৷ এছাড়াও, বিজয় নায়ার নামে এক ব্যক্তির হয়ে অর্জুন পাণ্ডেকে 2 থেকে 4 কোটি টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সমীরের বিরুদ্ধে ৷ এই ঘটনায় সব মিলিয়ে মণীশ সিসোদিয়া-সহ মোট 15 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই ৷ অভিযুক্তদের তালিকায় আবগারি দফতরের বর্তমান এবং প্রাক্তন আধিকারিকও রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.