ETV Bharat / bharat

CBI Raids at RJD Leaders Home বিহারে আস্থাভোটের দিনেই 2 আরজেডি নেতার বাড়িতে সিবিআই হানা - Land for jobs scam

বিহারে আস্থাভোটের দিনেই তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি-র 2 নেতার বাড়িতে হানা দিল সিবিআই (CBI Raids at RJD Leaders Home)৷ বিজেপিই এই কাজ করাচ্ছে বলে পাল্টা তোপ দেগেছে লালু প্রসাদ যাদবের দল (Bihar floor test)৷

CBI Raids 2 Leaders From Lalu Prasad Yadav's Party In Land-For-Jobs Scam ahead of floor test
বিহারে আস্থাভোটের দিনেই 2 আরজেডি নেতার বাড়িতে সিবিআই হানা
author img

By

Published : Aug 24, 2022, 9:46 AM IST

নয়াদিল্লি, 24 অগস্ট: বিহারে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের দুই নেতার বাড়িতে হানা দিল সিবিআই (CBI Raids at RJD Leaders Home)৷ চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে (Land for jobs scam) আরজেডি-র দুই শীর্ষ নেতা আহমেদ আশফাক করিম ও সুনীল সিং-এর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা (Bihar floor test)৷ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ইউপিএ 1 সরকারের রেলমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ দুই আরজেডি নেতা ছাড়াও এই ঘটনার তদন্তে বিহারের বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে সিবিআই ৷

সপ্তাহ দুয়েক আগেই বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড ৷ আজ বিধানসভায় সেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দিন ৷ আর এই দিনেই জেডিইউ-এর নয়া শরিক আরজেডি-র দুই শীর্ষ নেতার বাড়িতে হানা দিল সিবিআই ৷ আজ সকালে আরজেডি-র রাজ্যসভার সাংসদ আহমেদ আশফাক করিম ও বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিং-এর পাটনার বাড়িতে সিবিআই রেইড হয় ৷

আরও পড়ুন: বিহারে শপথ নিলেন 31 মন্ত্রী, 16 জনই তেজস্বীর দলের

ভয় পেয়ে বিজেপিই এই কাজ করাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন সুনীল সিং ৷ তিনি বলেছেন, "এটা ইচ্ছেকৃত ভাবে করা হচ্ছে ৷ এর কোনও অর্থ নেই ৷ ভয় পেয়ে ওরা এ সব করছে ৷ ভাবছে বিধায়করা তাঁদের পক্ষে চলে যাবে ৷" রাজ্যসভায় আরজেডি-র অপর সাংসদ মনোজ ঝা বলেছেন, "এটা বলার আর কোনও দরকার পড়ে না যে, ইডি, আয়কর দফতর বা সিবিআই হানা দেওয়ার অর্থ সেটা আসলে বিজেপি-র রেইড ৷ ওরা এখন বিজেপির অধীনে কাজ করে ৷ বিজেপির স্ক্রিপ্ট অনুযায়ী ওদের অফিস চলে ৷ আজ আস্থা ভোট এবং আর এখানে কী হচ্ছে ? এটা প্রত্যাশিতই ছিল ৷"

নয়াদিল্লি, 24 অগস্ট: বিহারে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের দুই নেতার বাড়িতে হানা দিল সিবিআই (CBI Raids at RJD Leaders Home)৷ চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে (Land for jobs scam) আরজেডি-র দুই শীর্ষ নেতা আহমেদ আশফাক করিম ও সুনীল সিং-এর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা (Bihar floor test)৷ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ইউপিএ 1 সরকারের রেলমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ দুই আরজেডি নেতা ছাড়াও এই ঘটনার তদন্তে বিহারের বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে সিবিআই ৷

সপ্তাহ দুয়েক আগেই বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড ৷ আজ বিধানসভায় সেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দিন ৷ আর এই দিনেই জেডিইউ-এর নয়া শরিক আরজেডি-র দুই শীর্ষ নেতার বাড়িতে হানা দিল সিবিআই ৷ আজ সকালে আরজেডি-র রাজ্যসভার সাংসদ আহমেদ আশফাক করিম ও বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিং-এর পাটনার বাড়িতে সিবিআই রেইড হয় ৷

আরও পড়ুন: বিহারে শপথ নিলেন 31 মন্ত্রী, 16 জনই তেজস্বীর দলের

ভয় পেয়ে বিজেপিই এই কাজ করাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন সুনীল সিং ৷ তিনি বলেছেন, "এটা ইচ্ছেকৃত ভাবে করা হচ্ছে ৷ এর কোনও অর্থ নেই ৷ ভয় পেয়ে ওরা এ সব করছে ৷ ভাবছে বিধায়করা তাঁদের পক্ষে চলে যাবে ৷" রাজ্যসভায় আরজেডি-র অপর সাংসদ মনোজ ঝা বলেছেন, "এটা বলার আর কোনও দরকার পড়ে না যে, ইডি, আয়কর দফতর বা সিবিআই হানা দেওয়ার অর্থ সেটা আসলে বিজেপি-র রেইড ৷ ওরা এখন বিজেপির অধীনে কাজ করে ৷ বিজেপির স্ক্রিপ্ট অনুযায়ী ওদের অফিস চলে ৷ আজ আস্থা ভোট এবং আর এখানে কী হচ্ছে ? এটা প্রত্যাশিতই ছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.