ETV Bharat / bharat

Manish Sisodia: আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআই'য়ের

author img

By

Published : Apr 25, 2023, 5:28 PM IST

Updated : Apr 25, 2023, 6:19 PM IST

মঙ্গলবার আদালতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই ৷ এই সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে আরও তিনজনের ৷

ETV Bharat
ফাইল ছবি

নয়াদিল্লি, 25 এপ্রিল: দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই ৷ মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা ৷ উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করে সিবিআই ৷ বর্তমানে তিনি তিহাড় জেলে বন্দি ৷ এদিনের সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও বেশ কয়েকজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, সিবিআই এদিন যে চার্জশিট জমা দিয়েছে তাতে নাম রয়েছে হায়দরাবাদের চাটার্ড অ্যাকাউন্টেন্ট বুটচি বাবু গোরান্তলার ৷ এছাড়াও নাম আছে মদ ব্যবসায়ী অমনদীপ সিং ধল ও অর্জুন পাণ্ডে নামের এক ব্যক্তির ৷ উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় 26 ফেব্রুয়ারি মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই ৷

গ্রেফতার হওয়ার 58 দিনের মাথায় এদিন মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই ৷ এর আগে একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়েছে সিসোদিয়ার ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120-বি, 201 ও 420 ধারায় দুর্নীতির মামলা রুজু করেছে সিবিআই ৷ এই আবগারি দুর্নীতিতে বৃহৎ ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ৷ তদন্ত এখনও চলছে বলে আদালতে জানিয়েছে সিবিআই ৷ গত বছর 25 নভেম্বর এই মামলায় আরও একটি চার্জশিট জমা দেয় সিবিআই ৷

  • Central Bureau of Investigation (CBI) files a chargesheet against Delhi's former Deputy Chief Minister Manish Sisodia and Hyderabad-based CA Butchi Babu Gorantla at Rouse Avenue Court in Delhi in connection with the Delhi liquor policy alleged scam.

    The chargesheet also names… pic.twitter.com/SGEVRmPAeZ

    — ANI (@ANI) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="

Central Bureau of Investigation (CBI) files a chargesheet against Delhi's former Deputy Chief Minister Manish Sisodia and Hyderabad-based CA Butchi Babu Gorantla at Rouse Avenue Court in Delhi in connection with the Delhi liquor policy alleged scam.

The chargesheet also names… pic.twitter.com/SGEVRmPAeZ

— ANI (@ANI) April 25, 2023 ">

আরও পড়ুন: মোদির পর এবার যোগী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি

সিবিআই-এর অভিযোগ, 2021-22 সালে দিল্লি সরকার যে আবগারি নীতি নিয়েছিল তাতে কয়েকজন মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে লাইসেন্স পাইয়ে দেওয়া হয়েছিল ৷ এরজন্য ঘুষও দেওয়া হয় সরকারের কর্তা ব্যক্তিদের ৷ সিবিআই-এর অভিযোগ, মণীশ সিসোদিয়া এর থেকে লাভবান হন ৷ যদিও দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার এই অভিযোগ অস্বীকার করেছে ৷ সিসোদিয়াও জানিয়েছেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ সম্প্রতি এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷

নয়াদিল্লি, 25 এপ্রিল: দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই ৷ মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা ৷ উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করে সিবিআই ৷ বর্তমানে তিনি তিহাড় জেলে বন্দি ৷ এদিনের সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও বেশ কয়েকজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, সিবিআই এদিন যে চার্জশিট জমা দিয়েছে তাতে নাম রয়েছে হায়দরাবাদের চাটার্ড অ্যাকাউন্টেন্ট বুটচি বাবু গোরান্তলার ৷ এছাড়াও নাম আছে মদ ব্যবসায়ী অমনদীপ সিং ধল ও অর্জুন পাণ্ডে নামের এক ব্যক্তির ৷ উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় 26 ফেব্রুয়ারি মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই ৷

গ্রেফতার হওয়ার 58 দিনের মাথায় এদিন মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই ৷ এর আগে একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়েছে সিসোদিয়ার ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120-বি, 201 ও 420 ধারায় দুর্নীতির মামলা রুজু করেছে সিবিআই ৷ এই আবগারি দুর্নীতিতে বৃহৎ ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ৷ তদন্ত এখনও চলছে বলে আদালতে জানিয়েছে সিবিআই ৷ গত বছর 25 নভেম্বর এই মামলায় আরও একটি চার্জশিট জমা দেয় সিবিআই ৷

  • Central Bureau of Investigation (CBI) files a chargesheet against Delhi's former Deputy Chief Minister Manish Sisodia and Hyderabad-based CA Butchi Babu Gorantla at Rouse Avenue Court in Delhi in connection with the Delhi liquor policy alleged scam.

    The chargesheet also names… pic.twitter.com/SGEVRmPAeZ

    — ANI (@ANI) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোদির পর এবার যোগী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি

সিবিআই-এর অভিযোগ, 2021-22 সালে দিল্লি সরকার যে আবগারি নীতি নিয়েছিল তাতে কয়েকজন মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে লাইসেন্স পাইয়ে দেওয়া হয়েছিল ৷ এরজন্য ঘুষও দেওয়া হয় সরকারের কর্তা ব্যক্তিদের ৷ সিবিআই-এর অভিযোগ, মণীশ সিসোদিয়া এর থেকে লাভবান হন ৷ যদিও দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার এই অভিযোগ অস্বীকার করেছে ৷ সিসোদিয়াও জানিয়েছেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ সম্প্রতি এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷

Last Updated : Apr 25, 2023, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.