জম্মু ও কাশ্মীর, 22 নভেম্বর : আর্থিক প্রতারণার অভিযোগে প্রাক্তন মন্ত্রী তথা জম্মু ও কাশ্মীরের কংগ্রেস নেতা রোশন বেগকে গ্রেপ্তার করলো CBI ৷ রবিবার তাঁকে গ্রেপ্তারের পর নিজেদের হেপাজতে নিয়েছে CBI ৷ আই মানিটারি অ্য়াডভাইসরি বা IMA নামে একটি সংস্থার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর ৷ IMA-র কিংপিং মানসুর খানের থেকে প্রায় 200 কোটি টাকা তিনি নিয়েছিলেন বলে অভিযোগ ৷
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে ৷ আর্থিক প্রতারণার পিছনে আরও কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷