ETV Bharat / bharat

CBI Arrests Chief Justice Daughter : খুন জাতীয় শ্যুটার, সিবিআইয়ের হাতে গ্রেফতার হিমাচল প্রদেশের প্রধান বিচারপতির মেয়ে

author img

By

Published : Jun 16, 2022, 11:13 AM IST

Updated : Jun 16, 2022, 11:20 AM IST

2015, 20 সেপ্টেম্বর ৷ রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি করে হত্যা করে জাতীয় শ্যুটার এবং পেশায় আইনজীবী সুখমনপ্রীত সিংকে ৷ সাত বছর কেটে গিয়েছে ৷ এবার এই খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করল প্রধান বিচারপতির মেয়েকে (CBI Arrests Chief Justice Daughter) ৷

National Level Shooter Sukhmanpreet Singh Murder
জাতীয় শ্যুটার সুখমনপ্রীত সিং

চণ্ডীগড়, 16 জুন : গ্রেফতার হলেন হিমাচল প্রদেশের প্রধান বিচারপতির মেয়ে ৷ বুধবার সিবিআই কল্যাণী সিংকে গ্রেফতার করে ৷ তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সাবিনা সিংয়ের (Acting Chief Justice Sabina Singh) মেয়ে ৷ অভিযোগ, কল্যাণী সিং 7 বছর আগে জাতীয় শ্যুটার সুখমনপ্রীত সিং ওরফে আকা সিধু খুনের ঘটনায় যুক্ত ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷ তবে জেরায় তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় তাঁকে গ্রেফতার করে (CBI arrests daughter of Himachal Pradesh HC Chief Justice in Sukhmanpreet Murder Case) ৷

2015 সালের 20 সেপ্টেম্বর সুখমনপ্রীত সিংকে (national level shooter Sukhmanpreet Singh) গুলি করে হত্যা করা হয় ৷ তিনি পেশায় আইনজীবী ছিলেন ৷ সুখমনপ্রীতের পরিবার বিচারপতির মেয়েকেই দায়ী করেছিল ৷ প্রথমে এর তদন্ত করছিল চণ্ডীগড় পুলিশ ৷ তারা কল্যাণী সিংকে জেরা করে ৷ 2016-র 13 এপ্রিল ঘটনার তদন্তভার নেয় সিবিআই ৷ এমনকী এই খুনের ঘটনার সূত্র খুঁজে দেওয়ার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণাও করে তদন্তকারী সংস্থা ৷ কিন্তু যথেষ্ট প্রমাণ হাতে না আসায় 2020-তে সিবিআই আদালতে জানিয়ে দেয়, সুখমনপ্রীত হত্যার অভিযুক্তকে পাওয়া যায়নি ৷ আদালত সেই রিপোর্ট গ্রহণ না করায় সিবিআই নতুন করে তদন্তে নামে ৷

আরও পড়ুন : নিরাপত্তা প্রত্যাহার করতেই খুন পঞ্জাবের গায়ক-কংগ্রেস নেতা

জানা গিয়েছে, সিবিআই অভিযুক্ত কল্যাণী সিংকে বিশেষ আদালতে পেশ করে 4 দিনের হেফাজতে নিয়েছে ৷ তিনি সেক্টর 24-এ পিজি গভর্নমেন্ট কলেজের সহকারী অধ্যাপক ৷

চণ্ডীগড়, 16 জুন : গ্রেফতার হলেন হিমাচল প্রদেশের প্রধান বিচারপতির মেয়ে ৷ বুধবার সিবিআই কল্যাণী সিংকে গ্রেফতার করে ৷ তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সাবিনা সিংয়ের (Acting Chief Justice Sabina Singh) মেয়ে ৷ অভিযোগ, কল্যাণী সিং 7 বছর আগে জাতীয় শ্যুটার সুখমনপ্রীত সিং ওরফে আকা সিধু খুনের ঘটনায় যুক্ত ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷ তবে জেরায় তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় তাঁকে গ্রেফতার করে (CBI arrests daughter of Himachal Pradesh HC Chief Justice in Sukhmanpreet Murder Case) ৷

2015 সালের 20 সেপ্টেম্বর সুখমনপ্রীত সিংকে (national level shooter Sukhmanpreet Singh) গুলি করে হত্যা করা হয় ৷ তিনি পেশায় আইনজীবী ছিলেন ৷ সুখমনপ্রীতের পরিবার বিচারপতির মেয়েকেই দায়ী করেছিল ৷ প্রথমে এর তদন্ত করছিল চণ্ডীগড় পুলিশ ৷ তারা কল্যাণী সিংকে জেরা করে ৷ 2016-র 13 এপ্রিল ঘটনার তদন্তভার নেয় সিবিআই ৷ এমনকী এই খুনের ঘটনার সূত্র খুঁজে দেওয়ার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণাও করে তদন্তকারী সংস্থা ৷ কিন্তু যথেষ্ট প্রমাণ হাতে না আসায় 2020-তে সিবিআই আদালতে জানিয়ে দেয়, সুখমনপ্রীত হত্যার অভিযুক্তকে পাওয়া যায়নি ৷ আদালত সেই রিপোর্ট গ্রহণ না করায় সিবিআই নতুন করে তদন্তে নামে ৷

আরও পড়ুন : নিরাপত্তা প্রত্যাহার করতেই খুন পঞ্জাবের গায়ক-কংগ্রেস নেতা

জানা গিয়েছে, সিবিআই অভিযুক্ত কল্যাণী সিংকে বিশেষ আদালতে পেশ করে 4 দিনের হেফাজতে নিয়েছে ৷ তিনি সেক্টর 24-এ পিজি গভর্নমেন্ট কলেজের সহকারী অধ্যাপক ৷

Last Updated : Jun 16, 2022, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.