ETV Bharat / bharat

Kakoli Ghosh Dastidar: ক্যাচ মি ইফ ইউ ক্যান ! মমতার মতো মহিলাদের সংরক্ষণ 40% করুন, বিজেপিকে চ্যালেঞ্জ কাকলির - মহিলা সংরক্ষণ বিল 2023

Kakoli Ghosh Dastidar on Women's Reservation Bill: মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলাদের সংরক্ষণ 40 শতাংশ করুন ৷ বিজেপিকে এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাকলি ঘোষ দস্তিদার ৷ এ প্রসঙ্গে তিনি হাতিয়ার করলেন ক্যাচ মি ইফ ইউ ক্যান গানটিকে ৷

Kakoli Ghosh Dastidar
কাকলি ঘোষ দস্তিদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 6:33 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: 'ক্যাচ মি ইফ ইউ ক্যান...৷' মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে সংসদে এই বিখ্যাত গানকেই হাতিয়ার করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ বুধবার কিংবদন্তি বক্সার মহম্মদ আলিকে উৎসর্গ করে এই গানের কলি টেনে আনেন তিনি ৷ চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির দিকে ৷ লোকসভায় বক্তব্য রাখার সময় তিনি আজ স্মরণ করিয়ে দিয়েছেন যে, অনেক আগেই, সেই গত লোকসভা নির্বাচনের সময় মহিলাদের জন্য 40 শতাংশ সংরক্ষণ করেছে তাঁর দল ৷

এ দিন কাকলি বলেন, "ক্যাচ মি ইফ ইউ ক্যান (যদি পারেন আমাকে ধরুন), এখানকার সমস্ত রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ধরুন (অনুসরণ করুন) এবং এটিকে (মহিলাদের জন্য সংরক্ষণ) 33 শতাংশ নয়, 40 শতাংশ করুন ৷"

লোকসভায় মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার সময় এ কথা বলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ৷ তিনি আরও বলেন, তিনি কিংবদন্তি বক্সার ক্যাসিয়াস ক্লে-কে উৎসর্গ করে জনপ্রিয় গানের কথা উল্লেখ করেছেন, যে বস্কার তাঁর নাম পরিবর্তন করে মহম্মদ আলি রেখেছিলেন । তৃণমূল নেত্রী তথা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের সাধারণ নির্বাচনে রাজ্যের 42টি লোকসভা আসনে 40 শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার কথা উল্লেখ করেছিলেন ।

সেই প্রসঙ্গ টেনে এনে আজ কাকলি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারেও স্বাস্থ্য, আইন, নারীর ক্ষমতায়ন এবং শিল্পের মতো গুরুত্বপূর্ণ পোর্টফোলিয়োগুলি মহিলা বিধায়কদের জন্য বরাদ্দ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কাকলির কথায়, "আমরা এখানে (লোকসভায়) প্রচুর সংখ্যায় থাকার জন্য এত সম্মান পাই তৃণমূল কংগ্রেসে ৷"

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি, অভিযোগ মহুয়ার

এনডিএ সরকার মঙ্গলবার মহিলাদের জন্য লোকসভা এবং রাজ্য বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের জন্য একটি সাংবিধানিক সংশোধনী বিল পেশ করেছে ৷ দলগুলির মধ্যে ঐকমত্যের অভাবে 27 বছর ধরে অমীমাংসিত বিলটি পুনরুজ্জীবিত করেছে নরেন্দ্র মোদির সরকার ।

এ প্রসঙ্গে এ দিন কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও উদ্ধৃত করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । (সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: 'ক্যাচ মি ইফ ইউ ক্যান...৷' মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে সংসদে এই বিখ্যাত গানকেই হাতিয়ার করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ বুধবার কিংবদন্তি বক্সার মহম্মদ আলিকে উৎসর্গ করে এই গানের কলি টেনে আনেন তিনি ৷ চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির দিকে ৷ লোকসভায় বক্তব্য রাখার সময় তিনি আজ স্মরণ করিয়ে দিয়েছেন যে, অনেক আগেই, সেই গত লোকসভা নির্বাচনের সময় মহিলাদের জন্য 40 শতাংশ সংরক্ষণ করেছে তাঁর দল ৷

এ দিন কাকলি বলেন, "ক্যাচ মি ইফ ইউ ক্যান (যদি পারেন আমাকে ধরুন), এখানকার সমস্ত রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ধরুন (অনুসরণ করুন) এবং এটিকে (মহিলাদের জন্য সংরক্ষণ) 33 শতাংশ নয়, 40 শতাংশ করুন ৷"

লোকসভায় মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার সময় এ কথা বলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ৷ তিনি আরও বলেন, তিনি কিংবদন্তি বক্সার ক্যাসিয়াস ক্লে-কে উৎসর্গ করে জনপ্রিয় গানের কথা উল্লেখ করেছেন, যে বস্কার তাঁর নাম পরিবর্তন করে মহম্মদ আলি রেখেছিলেন । তৃণমূল নেত্রী তথা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের সাধারণ নির্বাচনে রাজ্যের 42টি লোকসভা আসনে 40 শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার কথা উল্লেখ করেছিলেন ।

সেই প্রসঙ্গ টেনে এনে আজ কাকলি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারেও স্বাস্থ্য, আইন, নারীর ক্ষমতায়ন এবং শিল্পের মতো গুরুত্বপূর্ণ পোর্টফোলিয়োগুলি মহিলা বিধায়কদের জন্য বরাদ্দ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কাকলির কথায়, "আমরা এখানে (লোকসভায়) প্রচুর সংখ্যায় থাকার জন্য এত সম্মান পাই তৃণমূল কংগ্রেসে ৷"

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি, অভিযোগ মহুয়ার

এনডিএ সরকার মঙ্গলবার মহিলাদের জন্য লোকসভা এবং রাজ্য বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের জন্য একটি সাংবিধানিক সংশোধনী বিল পেশ করেছে ৷ দলগুলির মধ্যে ঐকমত্যের অভাবে 27 বছর ধরে অমীমাংসিত বিলটি পুনরুজ্জীবিত করেছে নরেন্দ্র মোদির সরকার ।

এ প্রসঙ্গে এ দিন কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও উদ্ধৃত করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । (সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.