ETV Bharat / bharat

Ayushman Bharat হাসপাতালের বদলে হোটেলে চিকিৎসা আয়ুষ্মান ভারতের রোগীদের, মামলা ডাক্তার দম্পতির বিরুদ্ধে - ডাক্তার দম্পতি

হাসপাতালের বদলে হোটেলে চিকিৎসা হচ্ছে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) রোগীদের ৷ হোটেলে হানা দিয়ে এই কাণ্ড নজরে আসার পরই মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরে ডাক্তার দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ (Case against doctor couple)৷

Case against doctor couple in MP after Ayushman Bharat beneficiaries found in hotel instead of hospital
হাসপাতালের বদলে হোটেলে চিকিৎসা আয়ুষ্মান ভারতের রোগীদের, মামলা ডাক্তার দম্পতির বিরুদ্ধে
author img

By

Published : Aug 29, 2022, 1:50 PM IST

জবলপুর, 29 অগস্ট: আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) আওতায় যে 70জন রোগীর হাসপাতালে ভর্তি থাকার কথা, তাঁদের পাওয়া গেল হাসপাতালের পার্শ্ববর্তী একটি হোটেলে ৷ এই ঘটনায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে (Case against doctor couple)৷

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরের ঘটনা ৷ স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা শুক্রবার হোটেল ভেগায় হানা দিয়ে দেখেন সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধেভোগী 70 জন রোগী ৷ তবে রেকর্ড অনুযায়ী, তাঁদের চিকিৎসার জন্য সেন্ট্রাল ইন্ডিয়া কিডনি হাসপাতালে থাকার কথা ৷

হোটেলটি হাসপাতাল লাগোয়া ৷ অতিরিক্ত পুলিশ সুপার গোপাল খাণ্ডেল জানিয়েছেন, তাঁদের কাছে খবর আসে যে, আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডার রোগীদের ভর্তির খরচ দিচ্ছে হাসপাতাল ৷ অথচ তাঁরা থাকছেন পাশের হোটেলে ৷ এ বিষয়টি নজরে আসার পর স্বাস্থ্য দফতর পুলিশকে তা জানালে রেইড করা হয় সংশ্লিষ্ট হোটেলে ৷

আরও পড়ুন: ইউটিউব ভিডিয়ো দেখে প্রতারণা, রোহিনী পুলিশের জালে গাজিয়াবাদের একটি চক্র

জবলপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অভিযোগের ভিত্তিতে রবিবার এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ডা. অশ্বিনী পাঠক ও ডা. দুহিতা পাঠকের বিরুদ্ধে ৷ তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে ৷ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নমহ শিবায় আরজারিয়া জানিয়েছেন যে, জবলপুরের কালেক্টরের নির্দেশে আয়ুষ্মান ভারতের কার্ড হোল্ডারদের যে হোটেলে রাখা হয়েছিল, সেই হোটেল সিল করে দেওয়া হয়েছে ৷

ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 466 ধারা, 420 ধারা ও 471 ধারায় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রত্যেক পরিবার হাসপাতালে চিকিৎসার জন্য বছরে 5 লাখ টাকা পায় ৷

জবলপুর, 29 অগস্ট: আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) আওতায় যে 70জন রোগীর হাসপাতালে ভর্তি থাকার কথা, তাঁদের পাওয়া গেল হাসপাতালের পার্শ্ববর্তী একটি হোটেলে ৷ এই ঘটনায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে (Case against doctor couple)৷

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরের ঘটনা ৷ স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা শুক্রবার হোটেল ভেগায় হানা দিয়ে দেখেন সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধেভোগী 70 জন রোগী ৷ তবে রেকর্ড অনুযায়ী, তাঁদের চিকিৎসার জন্য সেন্ট্রাল ইন্ডিয়া কিডনি হাসপাতালে থাকার কথা ৷

হোটেলটি হাসপাতাল লাগোয়া ৷ অতিরিক্ত পুলিশ সুপার গোপাল খাণ্ডেল জানিয়েছেন, তাঁদের কাছে খবর আসে যে, আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডার রোগীদের ভর্তির খরচ দিচ্ছে হাসপাতাল ৷ অথচ তাঁরা থাকছেন পাশের হোটেলে ৷ এ বিষয়টি নজরে আসার পর স্বাস্থ্য দফতর পুলিশকে তা জানালে রেইড করা হয় সংশ্লিষ্ট হোটেলে ৷

আরও পড়ুন: ইউটিউব ভিডিয়ো দেখে প্রতারণা, রোহিনী পুলিশের জালে গাজিয়াবাদের একটি চক্র

জবলপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অভিযোগের ভিত্তিতে রবিবার এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ডা. অশ্বিনী পাঠক ও ডা. দুহিতা পাঠকের বিরুদ্ধে ৷ তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে ৷ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নমহ শিবায় আরজারিয়া জানিয়েছেন যে, জবলপুরের কালেক্টরের নির্দেশে আয়ুষ্মান ভারতের কার্ড হোল্ডারদের যে হোটেলে রাখা হয়েছিল, সেই হোটেল সিল করে দেওয়া হয়েছে ৷

ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 466 ধারা, 420 ধারা ও 471 ধারায় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রত্যেক পরিবার হাসপাতালে চিকিৎসার জন্য বছরে 5 লাখ টাকা পায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.