ETV Bharat / bharat

Carpenter Chops Woman: মহিলাকে খুনের পর দেহ টুকরো করল কাঠমিস্ত্রি, বদগাঁওয়ের ঘটনায় শিউরে উঠছে দেশ - কাশ্মীর হত্যাকাণ্ড

মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং তার পরে তাঁর দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলল এক ছুতোর (Carpenter Chops Woman in Kashmir) ৷ জম্মু ও কাশ্মীরের বদগাঁও এর ঘটনায় অভিযুক্তে গ্রেফতার করেছে পুলিশ ৷

Carpenter Chops Woman in Kashmir ETV Bharat
Carpenter Chops Woman in Kashmir
author img

By

Published : Mar 12, 2023, 9:23 PM IST

Updated : Mar 12, 2023, 10:43 PM IST

বদগাঁও (জম্ম ও কাশ্মীর), 12 মার্চ: এবার জম্মু ও কাশ্মীরে এক মহিলার টুকরো করা দেহ উদ্ধার করল পুলিশ ৷ এক কাঠের মিস্ত্রির বিরুদ্ধে ওই মহিলাকে প্রথমে খুন ও পরে তাঁর দেহ টুকরো করার অভিযোগ উঠেছে (Carpenter Kills and Chops 30 Year Old Woman) ৷ ঘটনায় অভিযুক্ত 45 বছরের ওই কাঠের মিস্ত্রি সাবির আহমেদ ওয়ানিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জম্মু ও কাশ্মীরের বদগাঁও জেলার সইবাগ এলাকার ঘটনায় খুনের কারণ জানা যায়নি ৷ অভিযুক্ত সাবির খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে ৷ পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, গত 4 দিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন ৷ অভিযুক্ত সাবির আহমেদ ওয়ানি পুলিশকে স্বীকারক্তিতে জানিয়েছে, সে মহিলার মাথায় ধারাল অস্ত্রের কোপ মেরে তাঁকে খুন করে ৷ এরপর তাঁর দেহ টুকরো করে বদগাঁও জেলার বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে ৷ পুলিশ অভিযুক্তের বয়ান অনুযায়ী, বদগাঁও এর ওমপোরা ও সেবদেন রেল ব্রিজ-সহ নানান জায়গা থেকে উদ্ধার করেছে ৷ মহিলার কাটা মাথাও পুলিশ উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত সাবির আহমেদ ওয়ানি মনোহরপোরা এলাকার বাসিন্দা ৷ আর মৃত মহিলার বাড়ি বদগাঁও জেলাতেই ৷

গত 7 মার্চ তাঁর কোচিং ক্লাস থেকে বেরনোর পর নিরুদ্দেশ হয়ে যান ওই মহিলা ৷ তাঁর ভাই তনবীর আহমেদ খান পরেরদিন সইবাগ থানায় দিদির নিরুদ্দেশ হওয়ার অভিযোগ দায়ের করেন ৷ সেই মতো তদন্তে নেমে পুলিশ কাঠের মিস্ত্রি সাবির আহমেদ ওয়ানিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ তখনই পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে ওয়ানি ৷

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে ধর্ষণ করে খুন, কৃষ্ণনগরের ঘটনায় অভিযোগ মৃতার পরিবারের

জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ মৃত মহিলার কোচিং ক্লাস এবং তার আশেপাশের দোকান ও লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ৷ সেই তালিকায় অভিযুক্ত সাবিরও ছিলেন ৷ বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদের পর সাবির আহমেদ ওয়ানি মহিলাকে হত্যার কথা পুলিশকে জানায় ৷ তবে, কেন ওই মহিলাকে তিনি খুন করল সে, পুলিশ এখনও জানতে পারেনি ৷

বদগাঁও (জম্ম ও কাশ্মীর), 12 মার্চ: এবার জম্মু ও কাশ্মীরে এক মহিলার টুকরো করা দেহ উদ্ধার করল পুলিশ ৷ এক কাঠের মিস্ত্রির বিরুদ্ধে ওই মহিলাকে প্রথমে খুন ও পরে তাঁর দেহ টুকরো করার অভিযোগ উঠেছে (Carpenter Kills and Chops 30 Year Old Woman) ৷ ঘটনায় অভিযুক্ত 45 বছরের ওই কাঠের মিস্ত্রি সাবির আহমেদ ওয়ানিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জম্মু ও কাশ্মীরের বদগাঁও জেলার সইবাগ এলাকার ঘটনায় খুনের কারণ জানা যায়নি ৷ অভিযুক্ত সাবির খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে ৷ পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, গত 4 দিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন ৷ অভিযুক্ত সাবির আহমেদ ওয়ানি পুলিশকে স্বীকারক্তিতে জানিয়েছে, সে মহিলার মাথায় ধারাল অস্ত্রের কোপ মেরে তাঁকে খুন করে ৷ এরপর তাঁর দেহ টুকরো করে বদগাঁও জেলার বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে ৷ পুলিশ অভিযুক্তের বয়ান অনুযায়ী, বদগাঁও এর ওমপোরা ও সেবদেন রেল ব্রিজ-সহ নানান জায়গা থেকে উদ্ধার করেছে ৷ মহিলার কাটা মাথাও পুলিশ উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত সাবির আহমেদ ওয়ানি মনোহরপোরা এলাকার বাসিন্দা ৷ আর মৃত মহিলার বাড়ি বদগাঁও জেলাতেই ৷

গত 7 মার্চ তাঁর কোচিং ক্লাস থেকে বেরনোর পর নিরুদ্দেশ হয়ে যান ওই মহিলা ৷ তাঁর ভাই তনবীর আহমেদ খান পরেরদিন সইবাগ থানায় দিদির নিরুদ্দেশ হওয়ার অভিযোগ দায়ের করেন ৷ সেই মতো তদন্তে নেমে পুলিশ কাঠের মিস্ত্রি সাবির আহমেদ ওয়ানিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ তখনই পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে ওয়ানি ৷

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে ধর্ষণ করে খুন, কৃষ্ণনগরের ঘটনায় অভিযোগ মৃতার পরিবারের

জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ মৃত মহিলার কোচিং ক্লাস এবং তার আশেপাশের দোকান ও লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ৷ সেই তালিকায় অভিযুক্ত সাবিরও ছিলেন ৷ বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদের পর সাবির আহমেদ ওয়ানি মহিলাকে হত্যার কথা পুলিশকে জানায় ৷ তবে, কেন ওই মহিলাকে তিনি খুন করল সে, পুলিশ এখনও জানতে পারেনি ৷

Last Updated : Mar 12, 2023, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.