চণ্ডীগড়, 20 জুলাই : নভজ্যোত সিং সিধুকে (Navjot Singh Sidhu) পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে ঘোষণা করার পরও দলের অন্দরে তাঁকে নিয়ে টানাপোড়েন এখনও চলছে ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সঙ্গে তাঁর সংঘাত এখনও অব্যাহত ৷ দলে কার গ্রহণযোগ্যতা বেশি, তা প্রদর্শনে এখন শুরু হয়েছে ক্ষমতা প্রদর্শন ৷ বুধবার 62 জন বিধায়ককে নিয়ে অমৃতসরে স্বর্ণমন্দির (Golden Temple) দর্শন করলেন ক্রিকেটার-রাজনীতিক ৷ একে তীর্থের থেকেও অনেক বেশি শক্তি জাহির হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ৷
পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে স্বর্ণমন্দিরে পুজো দেবেন বলে ঠিক করেন নভজ্যোত সিং সিধু ৷ তাঁর সঙ্গে স্বর্ণমন্দিরে যাওয়ার জন্য 77 জন কংগ্রেস বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ৷ তবে মন্দিরে যাওয়ার জন্য তাঁর বাড়িতে উপস্থিত হন 62 জন বিধায়ক ৷ জিরাকপুরের শীর্ষ কংগ্রেস নেতা দীপিন্দর ধিলোঁও সিধুর বাড়িতে যান ৷ অর্থাৎ 15 জন বিধায়ক অমরিন্দর সিং পন্থী, এটাই ধরে নেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে প্রদেশ সভাপতি পদে সিধু, সেলিব্রেশন পঞ্জাব কংগ্রেসে
কংগ্রেসের এই অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ৷ তাদের জাতীয় মুখপাত্র আরপি সিং টুইটে লিখেছেন, "খেলা চলছে ৷ সিধু 62 ৷ ক্যাপ্টেন 15 ৷"
যদিও সিধুকে নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি অমরিন্দর সিং-কে ৷ তবে তাঁর মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল আবারও জানিয়েছেন যে, অবমাননাকর মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে সিধুকে ৷ তবেই তাঁর সঙ্গে দেখা করবেন অমরিন্দর সিং ৷ টুইটে তিনি জানিয়েছেন, "সিধুর সঙ্গে অমরিন্দর সিং-এর বৈঠক হওয়া নিয়ে যে খবর রটেছে, তা একেবারেই সঠিক নয় ৷ আগের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় অপমান করার জন্য সিধু প্রকাশ্যে ক্ষমা না-চাইলে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করবেন না ৷"
আরও পড়ুন, সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর
শীর্ষ ক্যাবিনেট মন্ত্রী ব্রাহ্ম মোহিন্দ্র অমরিন্দর সিং-এর পক্ষে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সিধুর সমস্যা না-মেটা পর্যন্ত তিনি নয়া প্রদেশ সভাপতির সঙ্গে দেখা করবেন না ৷ এ দিকে, সূত্রের মারফৎ খবর মিলেছে যে, তিনি ক্ষমা চাইবেন না বলে জানিয়ে দিয়েছে নভজ্যোত সিং সিধু ৷