নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর : কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ ইস্তফার পর বিকল্প পথের সন্ধানের কথা জানিয়েছিলেন তিনি ৷ তাই মঙ্গলবার কংগ্রেস ক্যাপ্টেনের দিল্লি যাত্রার পিছনে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল ৷ দিল্লিতে অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর বৈঠকের কথাও শোনা যাচ্ছিল ৷ কিন্তু সেই জল্পনায় জল ঢালেন ক্যাপ্টেন নিজেই ৷ দিল্লি বিমানবন্দরে নেমেই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি কোনও রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিল্লিতে আসেনি ৷ আমি দিল্লিতে আমার সরকারি বাসভবন খালি করতে এসেছি ৷’’
পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আগেও বহুবার রাজধানীতে এসেছেন ৷ এদিন ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দিল্লি আসার পিছনে দলবদলের সম্ভাবনা দেখছিল রাজনৈতিকমহল ৷ শোনা গিয়েছিল, দিল্লি পৌঁছে এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ এই বৈঠকেই এই বর্ষীয়ান কংগ্রেস নেতার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার রূপরেখা তৈরি হবে বলেও জানা গিয়েছিল ৷ কিন্তু দিল্লি পৌঁছে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিষ্কার জানিয়ে দেন, তিনি দিল্লিতে কোনও রাজনৈতিক কাজ নিয়ে আসেননি ৷
চলতি মাসে পঞ্জাবের প্রায় 50 জন বিধায়ক ক্যাপ্টেনের বিরুদ্ধে রাহুল-সোনিয়ার কাছে অভিযোগ জানিয়েছিলেন ৷ তার পরই ক্যাপ্টেনকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু হাইকম্যান্ডের সিদ্ধান্তের আঁচ পেয়ে আগেই মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং ৷
আরও পড়ুন : নয়াদিল্লির পথে কংগ্রেসের ক্যাপ্টেন, দেখা করতে পারেন অমিত-নাড্ডার সঙ্গে
ইস্তফা দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, দলের অন্দরে অপমানিত হচ্ছিলেন ৷ তাই তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন ৷ এবার অনুগামীদের সঙ্গে কথা বলে বিকল্প পথের সন্ধান করবেন ৷ কিন্তু কী সেই বিকল্প পথ, তা নিয়ে ধোঁয়াশা ছিল ৷ এর পরই ক্যাপ্টেনর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল ৷ তবে তাঁর দিল্লি আসার দিনেই পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন নভজ্য়োত সিং সিধু ৷ যার সঙ্গে ক্য়াপ্টেনের অন্তর্কলহ প্রকাশ্যে এসেছিল ৷