ETV Bharat / bharat

Amarinder Singh : অস্বীকার করলেও ক্যাপ্টেনের দিল্লি যাত্রা নিয়ে থামছে না গুঞ্জন - পঞ্জাব

সরগরম পঞ্জাবের রাজনীতি ৷ পদত্যাগের পর প্রথম রাজধানীতে ক্যাপ্টেন অমরিন্দর ৷ তাহলে কি হাত ছেড়ে পদ্মফুলে ? এদিকে গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়েছেন নভজ্যোৎ সিং সিধু ৷

দিল্লিতে অমরিন্দর সিং
দিল্লিতে অমরিন্দর সিং
author img

By

Published : Sep 29, 2021, 10:03 AM IST

নয়া দিল্লি, 29 সেপ্টেম্বর : মন্ত্রিত্ব ছাড়ার পর ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রথম দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে৷ তিনি হয়তো বিজেপি সভাপতি (BJP President) জে পি নাড্ডা (JP Nadda), স্বরাষ্ট্রমন্ত্রী (Union Minister) অমিত শাহ-র (Amit Shah) সঙ্গে দেখা করতে পারেন৷ প্রশ্ন উঠছে, নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে তিক্ততার ফলস্বরূপ হাত ছেড়ে পদ্মফুলে ক্যাপ্টেন ?

যদিও গতকাল সাংবাদিকদের সব জল্পনাকে উড়িয়ে জানান ব্যক্তিগত কারণে দিল্লি সফরে এসেছেন ৷ তিনি তাঁর সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন ৷ ক্যাপ্টেনের মিডিয়া উপদেষ্টা (media advisor) রবীন ঠুকরাল (Raveen Thukral) টুইটে জানান, "অমরিন্দর সিংয়ের দিল্লি যাওয়া নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে ৷ তিনি ব্যক্তিগত প্রয়োজনে সেখানে গিয়েছেন ৷ তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করবেন আর কাপুরথালায় নতুন মুখ্যমন্ত্রীর জন্য বাড়িটি খালি করবেন ৷ অযথা জল্পনার কোনও দরকার নেই ৷" কিন্তু তা সত্ত্বেও জল্পনা থামছে না ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu : পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর

তাঁকে 'অপমান' করা হয়েছে, এই অভিযোগে 18 সেপ্টেম্বর ক্যাপ্টেন অমরন্দির পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নবজ্যোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) মেনে নিতে পারেননি অমরিন্দর ৷ ইতিমধ্যে, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন এই সব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই এবং সব সমাধান হয়ে যাবে ৷

মঙ্গলবার কংগ্রেসের রাজ্য সভাপতি পদে পদত্যাগপত্র জমা দিয়েছেন নভজ্যোৎ সিং সিধু ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি পঞ্জাবের ভবিষ্যৎ ও উন্নয়ন নিয়ে কোনও রকম সমঝোতা করতে পারব না ৷ তাই, আমি পঞ্জাবের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে ইস্তফা দিলাম ৷" কিন্তু তিনি কংগ্রেসে থাকবেন এবং কাজ করবেন বলেও উল্লেখ করেছেন ৷

নয়া দিল্লি, 29 সেপ্টেম্বর : মন্ত্রিত্ব ছাড়ার পর ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রথম দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে৷ তিনি হয়তো বিজেপি সভাপতি (BJP President) জে পি নাড্ডা (JP Nadda), স্বরাষ্ট্রমন্ত্রী (Union Minister) অমিত শাহ-র (Amit Shah) সঙ্গে দেখা করতে পারেন৷ প্রশ্ন উঠছে, নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে তিক্ততার ফলস্বরূপ হাত ছেড়ে পদ্মফুলে ক্যাপ্টেন ?

যদিও গতকাল সাংবাদিকদের সব জল্পনাকে উড়িয়ে জানান ব্যক্তিগত কারণে দিল্লি সফরে এসেছেন ৷ তিনি তাঁর সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন ৷ ক্যাপ্টেনের মিডিয়া উপদেষ্টা (media advisor) রবীন ঠুকরাল (Raveen Thukral) টুইটে জানান, "অমরিন্দর সিংয়ের দিল্লি যাওয়া নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে ৷ তিনি ব্যক্তিগত প্রয়োজনে সেখানে গিয়েছেন ৷ তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করবেন আর কাপুরথালায় নতুন মুখ্যমন্ত্রীর জন্য বাড়িটি খালি করবেন ৷ অযথা জল্পনার কোনও দরকার নেই ৷" কিন্তু তা সত্ত্বেও জল্পনা থামছে না ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu : পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর

তাঁকে 'অপমান' করা হয়েছে, এই অভিযোগে 18 সেপ্টেম্বর ক্যাপ্টেন অমরন্দির পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নবজ্যোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) মেনে নিতে পারেননি অমরিন্দর ৷ ইতিমধ্যে, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন এই সব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই এবং সব সমাধান হয়ে যাবে ৷

মঙ্গলবার কংগ্রেসের রাজ্য সভাপতি পদে পদত্যাগপত্র জমা দিয়েছেন নভজ্যোৎ সিং সিধু ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি পঞ্জাবের ভবিষ্যৎ ও উন্নয়ন নিয়ে কোনও রকম সমঝোতা করতে পারব না ৷ তাই, আমি পঞ্জাবের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে ইস্তফা দিলাম ৷" কিন্তু তিনি কংগ্রেসে থাকবেন এবং কাজ করবেন বলেও উল্লেখ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.