ETV Bharat / bharat

দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো - দিল্লিতে লকডাউন

দিল্লিতে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হল ৷ এ বার মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ কোনওভাবেই নিয়ন্ত্রণের রাশ আলগা করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

"Can't Afford Leniency", says Arvind Kejriwal. Delhi To Have "Stricter Lockdown" This Week
দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো
author img

By

Published : May 9, 2021, 2:30 PM IST

নয়াদিল্লি, 9 মে: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ ৷ বাড়ছে আরও কড়াকড়ি ৷ এ বার বন্ধ করে দেওয়া হল মেট্রো রেল পরিষেবাও ৷ 17 মে ভোর 5টা পর্যন্ত রাজধানীতে লকডাউন জারি থাকবে বলে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে ৷

দিল্লিতে কোভিড সংক্রমণ সামান্য কমলেও এখনই রাশ আলগা করতে চাইছে না দিল্লি প্রশাসন ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, "সংক্রমণের হার কিছুটা কমেছে তবে আমরা রাশ আলগা করতে পারি না ৷ আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতে হবে ৷"

এপ্রিলের মাঝামাঝি রাজধানীতে সংক্রমণের হার 35 শতাংশ ছিল ৷ এখন তা কমে 23 শতাংশ হয়েছে ৷ তবুও ডাক্তারদের মতে, এই হারও খুবই বেশি ৷ সংক্রমণের শৃঙ্খলকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া প্রয়োজন বলে মত তাঁদের ৷

আরও পড়ুন: আমদানি শুল্ক-জিএসটিতে ছাড়ের দাবি, কোভিড নিয়ে ফের মোদিকে চিঠি মমতার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এই নিয়ে টানা চতুর্থ সপ্তাহ লকডাউন হতে চলেছে দিল্লিতে ৷ কেজরির কথায়, "এই লকডাউনের সময়ে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার সময় পেয়েছি ৷ দিল্লির প্রধান সমস্যা ছিল অক্সিজেনের সংকট ৷ কেন্দ্রের সাহায্য পাওয়ার পর এখন পরিস্থিতি অনেকটা ভালো ৷"

নয়াদিল্লি, 9 মে: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ ৷ বাড়ছে আরও কড়াকড়ি ৷ এ বার বন্ধ করে দেওয়া হল মেট্রো রেল পরিষেবাও ৷ 17 মে ভোর 5টা পর্যন্ত রাজধানীতে লকডাউন জারি থাকবে বলে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে ৷

দিল্লিতে কোভিড সংক্রমণ সামান্য কমলেও এখনই রাশ আলগা করতে চাইছে না দিল্লি প্রশাসন ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, "সংক্রমণের হার কিছুটা কমেছে তবে আমরা রাশ আলগা করতে পারি না ৷ আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতে হবে ৷"

এপ্রিলের মাঝামাঝি রাজধানীতে সংক্রমণের হার 35 শতাংশ ছিল ৷ এখন তা কমে 23 শতাংশ হয়েছে ৷ তবুও ডাক্তারদের মতে, এই হারও খুবই বেশি ৷ সংক্রমণের শৃঙ্খলকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া প্রয়োজন বলে মত তাঁদের ৷

আরও পড়ুন: আমদানি শুল্ক-জিএসটিতে ছাড়ের দাবি, কোভিড নিয়ে ফের মোদিকে চিঠি মমতার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এই নিয়ে টানা চতুর্থ সপ্তাহ লকডাউন হতে চলেছে দিল্লিতে ৷ কেজরির কথায়, "এই লকডাউনের সময়ে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার সময় পেয়েছি ৷ দিল্লির প্রধান সমস্যা ছিল অক্সিজেনের সংকট ৷ কেন্দ্রের সাহায্য পাওয়ার পর এখন পরিস্থিতি অনেকটা ভালো ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.