ঋষিকেশ, 2 মার্চ: ভারতীয় বিয়ের রীতিতে মজেছেন কানাডার সাংসদের ছেলে । প্রেয়সীকে বিয়ে করতে সটান এদেশেই চলে এলেন তিনি । শুদ্ধ হিন্দু রীতি মেনে চারহাত এক হল যুগলের । ঋষিকেশের শীতলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কানাডার শন । জানা গিয়েছে, ভারতীয় ঐতিহ্য এবং রীতিনীতি শনের খুব পছন্দ (Sheetal Pundir weds )। ফলে ভারতে এসেই বিয়ে করার ইচ্ছে ছিল তাঁর । সেই মতোই এদেশে এসে বিয়ে সারলেন কানাডিয়ান হাউস অফ কমনের সদস্য ক্যারল হিউজের ছেলে (Canada MP Carol Hughes Son marries Rishikesh Girl) ।
শীতল-শনের বিয়ে: ঋষিকেশের জীবনী মাই মার্গের বাসিন্দা শীতল পুন্ডি । অন্যদিকে, শনের মা ক্যারল হিউজ কানাডার ফেডারেল নির্বাচনে চারবার হাউস অফ কমন্সে নির্বাচিত হয়েছেন । নিউ ডেমোক্রেটিক পার্টির সদস্য ক্যারল কানাডার সহকারী ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বও সামলাচ্ছেন । শীতলের শ্বশুর কিথ হিউজ কানাডায় নিকেল মাইনিংয়ের আধিকারিক । কানাডার হ্যামার অন্টারিওতে থাকেন শন ও তাঁর পরিবার । শন নিজে নিউ ডেমোক্রেটিক পার্টির নীতি উপদেষ্টা । বৈদিক রীতি-নীতি মেনেই বিয়ে সেরেছেন যুগলে ।
কীভাবে পরিচয়: শীতল জানান, ঋষিকেশের ওমকারানন্দ স্কুলে পড়াশোনা শুরু করেন তিনি । তারপর উচ্চশিক্ষার জন্য কানাডা যান । 2009 সালে পিএইচডি করতে কানাডায় গিয়েছিলেন তিনি । অ্যান্টি-ক্যানসার ড্রাগ ডিসকভারিতে পিএইচডি করাকালীন শনের সঙ্গে তাঁর পরিচয় । সেই পরিচয়ই পরে প্রেমে বদলে যায় । এরপর কানাডার ফ্যাঞ্জ কিড হাসপাতাল ও কলেজ থেকে চক্ষুবিদ্যায় এমডি করেন । বর্তমানে শীতল চক্ষুরোগ বিশেষজ্ঞ পদে কর্মরত । 2018 সালে, তিনি কানাডার নাগরিকত্বও নেন ।
এবছরেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন । শীতল জানান, তাঁর বরাবরই ইচ্ছে ছিল, ভারতীয় বৈদিক রীতি অনুযায়ী ধুমধাম করে বিয়ে হবে । তা শুনে শান ও তাঁর পরিবার সম্মতি দেয় ।
আরও পড়ুন: সাক্ষী তাজমহল, হিন্দুমতে বিয়ে ইতালিয় দম্পতির