ETV Bharat / bharat

Sisodia Slams BJP: আমাকে জেলবন্দি করলেও মনোবল ভাঙতে পারবে না, বিজেপিকে তোপ সিসোদিয়ার - Excise Policy Scam Case

তাঁকে জেলবন্দি করলেও সরকার তাঁর স্পিরিট ভাঙতে পারবে না ৷ এ কথা বললেন আবগারি কেলেঙ্কারিতে (Excise Policy Scam Case) ধৃত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Sisodia Slams BJP)৷

Manish Sisodia ETV Bharat
মণীশ সিসোদিয়া
author img

By

Published : Mar 12, 2023, 2:36 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ: কেন্দ্রীয় সরকার তাঁকে জেলবন্দি করতে পারে, কিন্তু তাঁর স্পিরিট ভেঙে দিতে পারবে না (Sisodia Slams BJP)৷ এই ভাষাতেই বিজেপির উপর আক্রমণ শানালেন আবগারি কেলেঙ্কারিতে (Excise Policy Scam Case) ধৃত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)৷

হিন্দিতে একটি টুইট করে তিনি বলেছেন, "স্যার, আপনি আমাকে জেলে ঢুকিয়ে কষ্ট দিতে পারেন । কিন্তু আমার মনোবল ভাঙতে পারবেন না । ব্রিটিশরাও মুক্তিযোদ্ধাদের কষ্ট দিয়েছিল, কিন্তু তাঁদের স্পিরিটকে ভাঙতে পারেনি ৷" দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত শুক্রবার আম আদমি পার্টির নেতাকে আবগারি নীতি মামলায় 17 মার্চ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রিমান্ডে পাঠিয়েছে ।

আদালত বলেছে যে, মণীশ সিসোদিয়াকে বিস্তারিত এবং ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য 17 মার্চ পর্যন্ত 7 দিনের জন্য হেফাজতে রাখা হচ্ছে । দিল্লি আবগারি নীতি মামলায় সিসোদিয়াকে রিমান্ডে চাওয়ার সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলেছিল, মণীশ সিসোদিয়া অর্থ পাচারের অপরাধের প্রমাণ নষ্ট করার সচেতন প্রচেষ্টা করেছেন । তাই তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে ইডির হেফাজতে দেওয়া হোক ৷

শুনানির সময় শীর্ষ আইনজীবী দয়ান কৃষ্ণাণ, মণীশ সিসোদিয়ার পক্ষে উপস্থিত হয়ে তাঁকে ইডির 10 দিনের হেফাজতে চাওয়ার আর্জির বিরোধিতা করেন । ইডি আদালতকে বলেছে যে মণীশ সিসোদিয়া অন্যদের নামে সিম কার্ড এবং মোবাইল ফোন কিনেছিলেন । ইডির যুক্তি, আবগারি নীতি প্রণয়নের পেছনে ষড়যন্ত্র ছিল । বিজয় নায়ার-সহ অন্যান্যরা এই ষড়যন্ত্র করে এবং পাইকারি বিক্রেতাদের অত্যধিক লাভের মার্জিনের জন্য আবগারি নীতিতে বেনিয়ম করা হয়েছিল ৷

আরও পড়ুন: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিসোদিয়াকে গ্রেফতার করল ইডি

এর আগে, আবগারি নীতি মামলায় অর্থ পাচারে ইডি বৃহস্পতিবার মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে । তাঁকে তিহাড় সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন গ্রেফতার করা হয়েছিল ৷ সিসোদিয়াকে 26 ফেব্রুয়ারি আবগারি নীতি মামলায় সিবিআই গ্রেফতার করে এবং 6 মার্চ তাঁকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত ৷

হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইকে হেফাজতে নেওয়ায় ইডিও এই মামলায় তাঁকে গ্রেফতার করে । তদন্ত সংস্থা ভারতীয় রাষ্ট্রীয় সমিতি (বিআরএস)-র বিধান পরিষদের সদস্যা তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে শনিবার আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ।

নয়াদিল্লি, 12 মার্চ: কেন্দ্রীয় সরকার তাঁকে জেলবন্দি করতে পারে, কিন্তু তাঁর স্পিরিট ভেঙে দিতে পারবে না (Sisodia Slams BJP)৷ এই ভাষাতেই বিজেপির উপর আক্রমণ শানালেন আবগারি কেলেঙ্কারিতে (Excise Policy Scam Case) ধৃত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)৷

হিন্দিতে একটি টুইট করে তিনি বলেছেন, "স্যার, আপনি আমাকে জেলে ঢুকিয়ে কষ্ট দিতে পারেন । কিন্তু আমার মনোবল ভাঙতে পারবেন না । ব্রিটিশরাও মুক্তিযোদ্ধাদের কষ্ট দিয়েছিল, কিন্তু তাঁদের স্পিরিটকে ভাঙতে পারেনি ৷" দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত শুক্রবার আম আদমি পার্টির নেতাকে আবগারি নীতি মামলায় 17 মার্চ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রিমান্ডে পাঠিয়েছে ।

আদালত বলেছে যে, মণীশ সিসোদিয়াকে বিস্তারিত এবং ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য 17 মার্চ পর্যন্ত 7 দিনের জন্য হেফাজতে রাখা হচ্ছে । দিল্লি আবগারি নীতি মামলায় সিসোদিয়াকে রিমান্ডে চাওয়ার সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলেছিল, মণীশ সিসোদিয়া অর্থ পাচারের অপরাধের প্রমাণ নষ্ট করার সচেতন প্রচেষ্টা করেছেন । তাই তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে ইডির হেফাজতে দেওয়া হোক ৷

শুনানির সময় শীর্ষ আইনজীবী দয়ান কৃষ্ণাণ, মণীশ সিসোদিয়ার পক্ষে উপস্থিত হয়ে তাঁকে ইডির 10 দিনের হেফাজতে চাওয়ার আর্জির বিরোধিতা করেন । ইডি আদালতকে বলেছে যে মণীশ সিসোদিয়া অন্যদের নামে সিম কার্ড এবং মোবাইল ফোন কিনেছিলেন । ইডির যুক্তি, আবগারি নীতি প্রণয়নের পেছনে ষড়যন্ত্র ছিল । বিজয় নায়ার-সহ অন্যান্যরা এই ষড়যন্ত্র করে এবং পাইকারি বিক্রেতাদের অত্যধিক লাভের মার্জিনের জন্য আবগারি নীতিতে বেনিয়ম করা হয়েছিল ৷

আরও পড়ুন: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিসোদিয়াকে গ্রেফতার করল ইডি

এর আগে, আবগারি নীতি মামলায় অর্থ পাচারে ইডি বৃহস্পতিবার মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে । তাঁকে তিহাড় সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন গ্রেফতার করা হয়েছিল ৷ সিসোদিয়াকে 26 ফেব্রুয়ারি আবগারি নীতি মামলায় সিবিআই গ্রেফতার করে এবং 6 মার্চ তাঁকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত ৷

হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইকে হেফাজতে নেওয়ায় ইডিও এই মামলায় তাঁকে গ্রেফতার করে । তদন্ত সংস্থা ভারতীয় রাষ্ট্রীয় সমিতি (বিআরএস)-র বিধান পরিষদের সদস্যা তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে শনিবার আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.