নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া ৷ কালিকটের দিকে আসা ওই বিমানকে আবুধাবিতে জরুরি অবতরণ করানো হয়েছে (Calicut Bound Air India Express Flight Lands Back in Abu Dhabi) ৷ বিমানের যাত্রীরাও সকলে সুরক্ষিত রয়েছেন বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷ ভারতীয় সময় আজ সকালে ঘটনাটি ঘটেছে (Engine Flame Detection in Air India Flight) ৷ আবুধাবি থেকে ওড়া বিমানে মোট 184 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে ডিরেক্টর অফ সিলিভি অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ৷
সংবাদ সংস্থা এএনআই-কে ডিজিসিএ এর ডিরেক্টর জেনারেল বলেছেন, "আজ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বি737-800 এয়ারক্রাফ্ট আবুধাবি থেকে কালিকটের উদ্দেশ্য রওনা দেয় ৷ কিন্তু, আকাশে বিমানের মুখ ঘোরানোর সময় এক নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায় ৷ সেই সময় বিমানটি 1000 ফুট উচ্চতায় ছিল ৷ সেই সময় বিমানে মোট 184 জন যাত্রী সওয়ার করছিলেন ৷"
ডিজিসিএ-এর ডিজি বলেন, "1000 ফুট উচ্চতায় বিমানটি ওড়ার পর পাইলট একটি ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখেন ৷ তৎক্ষণাত তিনি বিমান আবুধাবি এয়ারপোর্টে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ দ্রুত তিনি আবুধাবি এটিসি’র সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণ করার অনুমতি চান ৷" বিমানটিকে নিরাপদে রানওয়েতে অবতরণ করানো হয়েছে এবং তাতে সওয়ার 184 যাত্রী এবং অন্যান্য বিমানকর্মীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে ডিজিসিএ জানিয়েছে ৷
উল্লেখ্য, গত 23 জানুয়ারি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানকে জরুরি অবতরণ করানো হয় ত্রিবান্দ্রম বিমানবন্দরে ৷ বিমানটি ত্রিবান্দ্রম থেকে মাসকট যাচ্ছিল ৷ কিন্তু, উড়ানের 45 মিনিট পর প্রযুক্তিগত কিছু সমস্যা দেখা দেয় ৷ সেই কারণে বিমান ফিরিয়ে আনেন পাইলট ৷ সকাল 8.30 মিনিটে বিমানটি উড়ান নিয়েছিল ৷ আর 9টা 17 মিনিটে সেটির জরুরি অবতরণ করানো হয় ৷
আরও পড়ুন: বিমানে যাত্রীরা সঙ্গে থাকা সুরা পান করতে পারবেন না, জানাল এয়ার ইন্ডিয়া
অন্য একটি ঘটনায় গত বছর ডিসেম্বর মাসে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে সাপ পাওয়া গিয়েছিল ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বোয়িং বি-737 কালিকট থেকে দুবাই যাচ্ছিল ৷ মাঝ আকাশে বিমানে একটি সাপ দেখতে পান ক্রিউ মেম্বাররা ৷ দুবাই বিমানবন্দরে অবতরণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় ।