ETV Bharat / bharat

মায়ের কোলে নিশ্চিন্তের ঘুম, আন্নামালাই আনামালাই টাইগার রিজার্ভ ফরেস্টে উদ্ধার হাতি ও শাবক

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 8:30 PM IST

Heartwarming Image of Calf and Mother Elephant: কোয়েম্বাটুরে আন্নামালাই টাইগার রিজার্ভের মানমপল্লি বনাঞ্চলের একটি ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ যেখানে মা হাতির গায়ের সঙ্গে লেপটে ঘুমাচ্ছে শাবকটি ৷ আর হাতিটি তার সন্তানকে শুঁড় দিয়ে আগলে রেখেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

কোয়েম্বাটুর, 3 জানুয়ারি: আন্নামালাই টাইগার রিজার্ভের মানমপল্লি বনাঞ্চলে একটি হাতি ও তার শাবককে প্রাণে বাঁচাল কোয়েম্বাটুর বন বিভাগ ৷ গত 30 ডিসেম্বর বন বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে জঙ্গলের পান্নিমেদু অঞ্চল থেকে মা হাতি ও তার শাবককে উদ্ধার করেছে ৷ বন দফতরের ড্রোন ভিডিয়োয় দেখা গিয়েছে, মা হাতির গায়ের সঙ্গে লেপটে ঘুমাচ্ছে শাবকটি ৷ আর হাতিটি তার সন্তানকে শুঁড় দিয়ে আগলে রেখেছে ৷ যে ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, শাবককে নিয়ে হাতিটি একাই আন্নামালাই টাইগার রিজার্ভে মানমপল্লি বনাঞ্চলে ঘুরছিল ৷ সাধারণ ওই এলাকায় হাতিরা দলবদ্ধ হয়ে ঘোরে ৷ মনে করা হচ্ছে, শাবককে নিয়ে কোনওভাবে দলছুট হয়ে গিয়েছিল হাতিটি ৷ এর পর তাই একাই শাবককে আগলে রেখেছিল সে ৷ যেহেতু ওই এলাকায় হিংস্র জন্তুদের আনাগোনা, তাই হাতি ও তার শাবকের প্রাণহানির সম্ভাবনা ছিল ৷ তবে, বন বিভাগ জানিয়েছে, হাতি ও শাবকটি চিতাবাঘ, বাঘ, ভাল্লুক বা অন্য কোনও হিংস্র প্রাণীর হামলার শিকার হয়নি ৷ বর্তমানে হাতি ও শাবকি নিরাপদে ও সুস্থ রয়েছে ৷

তবে, বন বিভাগের ড্রোনে ধরা পড়া ভিডিয়ো নেট দুনিয়ায় এই মুহূর্তে ভাইরাল ৷ দলছুট হাতির শুঁড়ের নিচে তার শাবক শুয়ে রয়েছে ৷ আর মা হাতি সন্তানকে শুঁড় দিয়ে আগলে রয়েছে ৷ যে দৃশ্যে মুগ্ধ নেট দুনিয়া ৷ যেখানে কেউ কেউ বন্যপ্রাণ সংরক্ষণের পক্ষে সরব হয়েছেন ৷ অনেকে বলছেন, মানুষের কাজকর্ম ও প্রকৃতির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তা বজায় রাখতে হবে ৷ তবেই প্রকৃতির সৃষ্টি করা এই জীব জগৎ নিজেদের মতো করে সুন্দরভাবে বাঁচতে পারবে ৷ এই ইস্যুতে বন বিভাগের পাশাপাশি, মানুষকেও আরও সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন, বন্যপ্রাণ নিয়ে কাজ করা অনেকে ৷

উল্লেখ্য, আন্নামালাই টাইগার রিজার্ভsর মানমপল্লি বনাঞ্চলে প্রায় 300টি হাতি রয়েছে ৷ যারা একাধিক দলে ভাগ হয়ে ঘুরে বেড়ায় ৷ সেই হাতির পালে 20টি শাবকও রয়েছে ৷ এই স্ত্রী হাতি ও তার শাবক সেইরকমই একটি দল থেকে আলাদা হয়ে গিয়েছে বলে মনে করছে কোয়েম্বাটুর বন বিভাগের আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. এবার কী হবে! বাড়িতে অতিথি, বৌভাতের অনুষ্ঠানের আগেই ভোজ খেয়ে গেল হাতি
  2. হাতির রসনা তৃপ্তির অভিনব উপায়ে তাণ্ডব থেকে জনবসতিকে রক্ষা করছে অসমের এনজিও
  3. ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু উত্তরাখণ্ডে, আহত সাত মাসের শাবক; প্রশ্নের মুখে রেলের ভূমিকা

কোয়েম্বাটুর, 3 জানুয়ারি: আন্নামালাই টাইগার রিজার্ভের মানমপল্লি বনাঞ্চলে একটি হাতি ও তার শাবককে প্রাণে বাঁচাল কোয়েম্বাটুর বন বিভাগ ৷ গত 30 ডিসেম্বর বন বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে জঙ্গলের পান্নিমেদু অঞ্চল থেকে মা হাতি ও তার শাবককে উদ্ধার করেছে ৷ বন দফতরের ড্রোন ভিডিয়োয় দেখা গিয়েছে, মা হাতির গায়ের সঙ্গে লেপটে ঘুমাচ্ছে শাবকটি ৷ আর হাতিটি তার সন্তানকে শুঁড় দিয়ে আগলে রেখেছে ৷ যে ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, শাবককে নিয়ে হাতিটি একাই আন্নামালাই টাইগার রিজার্ভে মানমপল্লি বনাঞ্চলে ঘুরছিল ৷ সাধারণ ওই এলাকায় হাতিরা দলবদ্ধ হয়ে ঘোরে ৷ মনে করা হচ্ছে, শাবককে নিয়ে কোনওভাবে দলছুট হয়ে গিয়েছিল হাতিটি ৷ এর পর তাই একাই শাবককে আগলে রেখেছিল সে ৷ যেহেতু ওই এলাকায় হিংস্র জন্তুদের আনাগোনা, তাই হাতি ও তার শাবকের প্রাণহানির সম্ভাবনা ছিল ৷ তবে, বন বিভাগ জানিয়েছে, হাতি ও শাবকটি চিতাবাঘ, বাঘ, ভাল্লুক বা অন্য কোনও হিংস্র প্রাণীর হামলার শিকার হয়নি ৷ বর্তমানে হাতি ও শাবকি নিরাপদে ও সুস্থ রয়েছে ৷

তবে, বন বিভাগের ড্রোনে ধরা পড়া ভিডিয়ো নেট দুনিয়ায় এই মুহূর্তে ভাইরাল ৷ দলছুট হাতির শুঁড়ের নিচে তার শাবক শুয়ে রয়েছে ৷ আর মা হাতি সন্তানকে শুঁড় দিয়ে আগলে রয়েছে ৷ যে দৃশ্যে মুগ্ধ নেট দুনিয়া ৷ যেখানে কেউ কেউ বন্যপ্রাণ সংরক্ষণের পক্ষে সরব হয়েছেন ৷ অনেকে বলছেন, মানুষের কাজকর্ম ও প্রকৃতির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তা বজায় রাখতে হবে ৷ তবেই প্রকৃতির সৃষ্টি করা এই জীব জগৎ নিজেদের মতো করে সুন্দরভাবে বাঁচতে পারবে ৷ এই ইস্যুতে বন বিভাগের পাশাপাশি, মানুষকেও আরও সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন, বন্যপ্রাণ নিয়ে কাজ করা অনেকে ৷

উল্লেখ্য, আন্নামালাই টাইগার রিজার্ভsর মানমপল্লি বনাঞ্চলে প্রায় 300টি হাতি রয়েছে ৷ যারা একাধিক দলে ভাগ হয়ে ঘুরে বেড়ায় ৷ সেই হাতির পালে 20টি শাবকও রয়েছে ৷ এই স্ত্রী হাতি ও তার শাবক সেইরকমই একটি দল থেকে আলাদা হয়ে গিয়েছে বলে মনে করছে কোয়েম্বাটুর বন বিভাগের আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. এবার কী হবে! বাড়িতে অতিথি, বৌভাতের অনুষ্ঠানের আগেই ভোজ খেয়ে গেল হাতি
  2. হাতির রসনা তৃপ্তির অভিনব উপায়ে তাণ্ডব থেকে জনবসতিকে রক্ষা করছে অসমের এনজিও
  3. ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু উত্তরাখণ্ডে, আহত সাত মাসের শাবক; প্রশ্নের মুখে রেলের ভূমিকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.