ETV Bharat / bharat

Calcutta University: পড়াশোনা শেষে চাকরি পাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের - কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্বীকৃতি

এর আগেও দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় 4 নম্বরে জায়গা করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল ৷ লেখাপড়া শেষে চাকরির পাওয়ার ক্ষেত্রে এই তালিকায় স্থান পায়নি রাজ্যের আর কোনও শিক্ষাপ্রতিষ্ঠান ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Sep 25, 2021, 8:41 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) মুকুটে যুক্ত হল আরও একটি পালক । পড়াশোনা শেষে চাকরি পাওয়ার নিরিখে আন্তর্জাতিক স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

প্রকাশিত হয়েছে ব্রিটিশ কোয়াকরেল্লি সাইমন্ডস (কিউএস) এম্পলয়াবিলিটি ব়্যাঙ্কিং 2022 (Quacquarelli Symonds (qs) Employability Rankings 2020) তালিকা । এই তালিকায় ভারতের প্রথম 20টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । আর বিশ্বের মধ্যে কলকাতার বিশ্ববিদ্যালয়ের স্থান 501 । রাজ্যের আর কোনও শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা করে নিতে পারেনি ৷

এই সুখবরে উচ্ছ্বসিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিউএস এম্পলয়াবিলিটি ব়্যাঙ্কিং 2022'-এর তালিকায় আমাদের বিশ্ববিদ্যালয়েরর স্থান 12তে । দেশের আইআইটিগুলির মতোই কলকাতা বিশ্ববিদ্যালয় সাফল্য পেয়েছে । করোনাকালে এই কঠিন পরিস্থিতিতেও যেভাবে আমাদের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সংস্থায় চাকরি পেয়েছেন, তাতে আমি আনন্দিত ও গর্বিত ।"

আরও পড়ুন : NIRF 2021: দেশের সেরা তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম যাদবপুর

পড়াশোনা শেষে পড়ুয়াদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও শিক্ষা প্রতিষ্ঠান কতটা এগিয়ে, এ বিষয় নিয়ে তৈরি হয় এই তালিকা । এবারের তালিকায় মোট 550টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে । সেখানে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম হয়েছে আইআইটি বম্বে, দ্বিতীয় আইআইটি দিল্লি, তৃতীয় আইআইটি মাদ্রাজ, চতুর্থ দিল্লি বিশ্ববিদ্যালয়, পঞ্চম আইআইটি খড়গপুর, ষষ্ঠ মুম্বই বিশ্ববিদ্যালয়, সপ্তম বিআইটিএস পিলানি, অষ্টম আইআইটি কানপুর, নবম আইআইএসসি বেঙ্গালুরু, দশম সোনপেটের ওপি জিন্দল গ্লোবাল বিশ্ববিদ্যালয়, একাদশ আইআইটি রুরকি ও দ্বাদশ স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।

প্রসঙ্গত সম্প্রতি কেন্দ্র সরকারের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (National Institutional Ranking Framework, NIRF) 2021-এর তালিকাতেও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল অষ্টম স্থানে ।

কলকাতা, 25 সেপ্টেম্বর : কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) মুকুটে যুক্ত হল আরও একটি পালক । পড়াশোনা শেষে চাকরি পাওয়ার নিরিখে আন্তর্জাতিক স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

প্রকাশিত হয়েছে ব্রিটিশ কোয়াকরেল্লি সাইমন্ডস (কিউএস) এম্পলয়াবিলিটি ব়্যাঙ্কিং 2022 (Quacquarelli Symonds (qs) Employability Rankings 2020) তালিকা । এই তালিকায় ভারতের প্রথম 20টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । আর বিশ্বের মধ্যে কলকাতার বিশ্ববিদ্যালয়ের স্থান 501 । রাজ্যের আর কোনও শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা করে নিতে পারেনি ৷

এই সুখবরে উচ্ছ্বসিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিউএস এম্পলয়াবিলিটি ব়্যাঙ্কিং 2022'-এর তালিকায় আমাদের বিশ্ববিদ্যালয়েরর স্থান 12তে । দেশের আইআইটিগুলির মতোই কলকাতা বিশ্ববিদ্যালয় সাফল্য পেয়েছে । করোনাকালে এই কঠিন পরিস্থিতিতেও যেভাবে আমাদের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সংস্থায় চাকরি পেয়েছেন, তাতে আমি আনন্দিত ও গর্বিত ।"

আরও পড়ুন : NIRF 2021: দেশের সেরা তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম যাদবপুর

পড়াশোনা শেষে পড়ুয়াদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও শিক্ষা প্রতিষ্ঠান কতটা এগিয়ে, এ বিষয় নিয়ে তৈরি হয় এই তালিকা । এবারের তালিকায় মোট 550টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে । সেখানে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম হয়েছে আইআইটি বম্বে, দ্বিতীয় আইআইটি দিল্লি, তৃতীয় আইআইটি মাদ্রাজ, চতুর্থ দিল্লি বিশ্ববিদ্যালয়, পঞ্চম আইআইটি খড়গপুর, ষষ্ঠ মুম্বই বিশ্ববিদ্যালয়, সপ্তম বিআইটিএস পিলানি, অষ্টম আইআইটি কানপুর, নবম আইআইএসসি বেঙ্গালুরু, দশম সোনপেটের ওপি জিন্দল গ্লোবাল বিশ্ববিদ্যালয়, একাদশ আইআইটি রুরকি ও দ্বাদশ স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।

প্রসঙ্গত সম্প্রতি কেন্দ্র সরকারের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (National Institutional Ranking Framework, NIRF) 2021-এর তালিকাতেও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল অষ্টম স্থানে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.