ETV Bharat / bharat

Shimla Bus Accident: 25 জন যাত্রী নিয়ে খাদে পড়ল বাস, চলছে উদ্ধার কাজ - সিমলায় বাস দুর্ঘটনা

সিমলায় দুর্ঘটনার কবলে সরকারি বাস(Shimla Bus Accident)৷ আহত হলেন প্রায় 20জন যাত্রী ৷ বাসে আটকে পড়া 2জনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

shimla
সিমলায় বাস দুর্ঘটনা
author img

By

Published : Jul 27, 2022, 4:00 PM IST

সিমলা(হিমাচল প্রদেশ), 27 জুলাই: খাদে পড়ল সরকারি বাস ৷ হিমাচল প্রদেশের সিমলার হীরা নগরে বুধবার বেলা আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ এইচআরটিসি(HRTC)-র ওই বাসটিতে 25 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় প্রশাসন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ বাসটি কাংড়ার নাগরোটা থেকে সিমলার দিকে যাচ্ছিল ৷ তখনই দুপুর আড়াইটের দিকে বাসটি হীরানগরের কাছে রাস্তা থেকে খাদে পড়ে যায় ৷ তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷

এই দুর্ঘটনায় 20জনেরও বেশি যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে(bus fell into ditch at shimla in Himachal pradesh several injured)৷ এখনও যে 2জন বাসে আটকে রয়েছে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ আহতদের সিমলার আইজিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন : বিজেপির যুব মোর্চা কর্মী খুনে উত্তাল কর্নাটক, পুত্তুরে জারি 144 ধারা

সিমলা(হিমাচল প্রদেশ), 27 জুলাই: খাদে পড়ল সরকারি বাস ৷ হিমাচল প্রদেশের সিমলার হীরা নগরে বুধবার বেলা আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ এইচআরটিসি(HRTC)-র ওই বাসটিতে 25 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় প্রশাসন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ বাসটি কাংড়ার নাগরোটা থেকে সিমলার দিকে যাচ্ছিল ৷ তখনই দুপুর আড়াইটের দিকে বাসটি হীরানগরের কাছে রাস্তা থেকে খাদে পড়ে যায় ৷ তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷

এই দুর্ঘটনায় 20জনেরও বেশি যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে(bus fell into ditch at shimla in Himachal pradesh several injured)৷ এখনও যে 2জন বাসে আটকে রয়েছে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ আহতদের সিমলার আইজিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন : বিজেপির যুব মোর্চা কর্মী খুনে উত্তাল কর্নাটক, পুত্তুরে জারি 144 ধারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.