ETV Bharat / bharat

Bhopal Rape Case: 2 ছাত্রীকে ধর্ষণের অপরাধে তিনটি মেয়াদের যাবজ্জীবনের সাজা স্কুলবাসের চালককে, 20 বছরের জেল কেয়ারটেকারের

মধ্যপ্রদেশে (Bhopal Rape Case) 2 ছাত্রীকে ধর্ষণের অপরাধে স্কুলবাসের চালককে তিনটি মেয়াদের যাবজ্জীবনের (3 life term for raping two school girls) সাজা শোনাল পক্সো আদালত (POCSO Court)৷ 20 বছরের হাজতবাস হয়েছে কেয়ারটেকার মহিলার (MP Rape Case)৷

bus-driver-sentenced-3-life-term-for-raping-two-school-girls-woman-caretaker-gets-20-years-in-jail
2 ছাত্রীকে ধর্ষণের অপরাধে তিনটি মেয়াদের যাবজ্জীবনের সাজা স্কুলবাসের চালককে, 20 বছরের জেল কেয়ারটেকারের
author img

By

Published : Dec 13, 2022, 10:20 AM IST

ভোপাল (মধ্যপ্রদেশ), 13 ডিসেম্বর: স্কুলের দুই ছাত্রীকে ধর্ষণ (Bhopal Rape Case) করার অপরাধে এক বাসচালককে তিনটি মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডের (3 life term for raping two school girls) নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের পকসো আদালত (POCSO Court)৷ তাকে আমৃত্যু হাজতবাস করতে হবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারক ৷ নিগৃহীতা দুই ছাত্রীর কেয়ারটেকারকে 20 বছর হাজতবাসের সাজা শুনিয়েছে আদালত (MP Rape Case)৷

ভারতীয় দণ্ডবিধির 376(এবি) ও 376(2) ধারায় সাজা দেওয়া হয়েছে দোষীদের ৷ রায়দানের সময় বিচারক জানিয়েছেন, "মাত্র সাড়ে তিন বছরের কন্যার সুরক্ষার দায়িত্বের কথা ভুলে গিয়ে তাদের লালসার পাত্রী হিসেবে ব্যবহার করে দুই অভিযুক্ত ৷ মেয়েরা যদি শিক্ষা প্রতিষ্ঠানেই সুরক্ষিত না হয়, তবে সমাজে তাদের বিকাশ কল্পনাই করা যাবে না ৷"

বিচারক আরও বলেন, দুই অভিযুক্ত যে কাজ করেছে তার প্রকৃতি অত্যন্ত গুরুতর এবং সমাজের বিভিন্ন সম্পর্কের প্রতি যে আস্থা থাকে, তা তারা ভঙ্গ করেছে ৷ এটা কঠোর অপরাধ ৷ সেই কারণে এই মামলায় অভিযুক্তদের প্রতি কোনও রকম নরম মনোভাব দেখানো হবে না ৷

চলতি বছর 8 সেপ্টেম্বর ভোপালে যৌন নির্যাতনের শিকার হয় দুই ছাত্রী ৷ স্কুল থেকে বাড়ি ফেরার পর তাদের একজনের মা লক্ষ্য করেন যে, তাঁর মেয়ের পোশাক পরিবর্তন করা হয়েছে ৷ মেয়েকে জিজ্ঞেস করা হলে সে বাবাকে বলে, টফি খেতে দিয়ে তার স্কুলবাসের চালক জাতভ তার সঙ্গে 'অসভ্যতা' করেছে ৷ সরকারি আইনজীবী আদালতে জানান, "শিশুটি যখন তাঁর গোপনাঙ্গে যন্ত্রণা অনুভব করে তখন তার কেয়ারটেকার তাকে কোলে নিয়ে শান্ত করে ৷ আর চালক শিশুটির চুলের মুঠি ধরে প্রায় রোজই তাকে হুমকি দিত, সে যাতে তার সঙ্গে কী হয়েছে তা কারওকে না জানায় ৷"

আরও পড়ুন: কিশোরীকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের চেষ্টা ! 73 বছরের বৃদ্ধকে পিটিয়ে খুন পরিবারের

এই ঘটনার তদন্তে অতিরিক্ত ডিসিপি শ্রুতকীর্তি সোমবংশীর নেতৃত্বে বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেন পুলিশ কমিশনার । এডিপিও মনীষা প্যাটেল বলেছেন, "পুলিশ 20 দিনের মধ্যে চালান দাখিল করেছে এবং সরকারি আইনজীবী 32 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে মাত্র 14 দিনে কাজ শেষ করেছে । স্কুল ব্যবস্থাপনার বিরুদ্ধে মামলাটি আলাদাভাবে তদন্ত করা হচ্ছে ।"

এই রায়দানকে স্বাগত জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি বলেন, সভ্য সমাজে এ ধরনের অপরাধ যারা করে, তাদের জন্য কোনও ক্ষমা নেই ৷ তাঁর সরকার এ ধরনের অপরাধীদের কড়া শাস্তি দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ৷

ভোপাল (মধ্যপ্রদেশ), 13 ডিসেম্বর: স্কুলের দুই ছাত্রীকে ধর্ষণ (Bhopal Rape Case) করার অপরাধে এক বাসচালককে তিনটি মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডের (3 life term for raping two school girls) নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের পকসো আদালত (POCSO Court)৷ তাকে আমৃত্যু হাজতবাস করতে হবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারক ৷ নিগৃহীতা দুই ছাত্রীর কেয়ারটেকারকে 20 বছর হাজতবাসের সাজা শুনিয়েছে আদালত (MP Rape Case)৷

ভারতীয় দণ্ডবিধির 376(এবি) ও 376(2) ধারায় সাজা দেওয়া হয়েছে দোষীদের ৷ রায়দানের সময় বিচারক জানিয়েছেন, "মাত্র সাড়ে তিন বছরের কন্যার সুরক্ষার দায়িত্বের কথা ভুলে গিয়ে তাদের লালসার পাত্রী হিসেবে ব্যবহার করে দুই অভিযুক্ত ৷ মেয়েরা যদি শিক্ষা প্রতিষ্ঠানেই সুরক্ষিত না হয়, তবে সমাজে তাদের বিকাশ কল্পনাই করা যাবে না ৷"

বিচারক আরও বলেন, দুই অভিযুক্ত যে কাজ করেছে তার প্রকৃতি অত্যন্ত গুরুতর এবং সমাজের বিভিন্ন সম্পর্কের প্রতি যে আস্থা থাকে, তা তারা ভঙ্গ করেছে ৷ এটা কঠোর অপরাধ ৷ সেই কারণে এই মামলায় অভিযুক্তদের প্রতি কোনও রকম নরম মনোভাব দেখানো হবে না ৷

চলতি বছর 8 সেপ্টেম্বর ভোপালে যৌন নির্যাতনের শিকার হয় দুই ছাত্রী ৷ স্কুল থেকে বাড়ি ফেরার পর তাদের একজনের মা লক্ষ্য করেন যে, তাঁর মেয়ের পোশাক পরিবর্তন করা হয়েছে ৷ মেয়েকে জিজ্ঞেস করা হলে সে বাবাকে বলে, টফি খেতে দিয়ে তার স্কুলবাসের চালক জাতভ তার সঙ্গে 'অসভ্যতা' করেছে ৷ সরকারি আইনজীবী আদালতে জানান, "শিশুটি যখন তাঁর গোপনাঙ্গে যন্ত্রণা অনুভব করে তখন তার কেয়ারটেকার তাকে কোলে নিয়ে শান্ত করে ৷ আর চালক শিশুটির চুলের মুঠি ধরে প্রায় রোজই তাকে হুমকি দিত, সে যাতে তার সঙ্গে কী হয়েছে তা কারওকে না জানায় ৷"

আরও পড়ুন: কিশোরীকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের চেষ্টা ! 73 বছরের বৃদ্ধকে পিটিয়ে খুন পরিবারের

এই ঘটনার তদন্তে অতিরিক্ত ডিসিপি শ্রুতকীর্তি সোমবংশীর নেতৃত্বে বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেন পুলিশ কমিশনার । এডিপিও মনীষা প্যাটেল বলেছেন, "পুলিশ 20 দিনের মধ্যে চালান দাখিল করেছে এবং সরকারি আইনজীবী 32 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে মাত্র 14 দিনে কাজ শেষ করেছে । স্কুল ব্যবস্থাপনার বিরুদ্ধে মামলাটি আলাদাভাবে তদন্ত করা হচ্ছে ।"

এই রায়দানকে স্বাগত জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি বলেন, সভ্য সমাজে এ ধরনের অপরাধ যারা করে, তাদের জন্য কোনও ক্ষমা নেই ৷ তাঁর সরকার এ ধরনের অপরাধীদের কড়া শাস্তি দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.