ETV Bharat / bharat

Lakhimpur Kheri Violence: লখিমপুরে গুলি মন্ত্রীর ছেলের রিভলবার থেকেই, উল্লেখ ফরেনসিক রিপোর্টে

author img

By

Published : Nov 9, 2021, 2:48 PM IST

Updated : Nov 9, 2021, 3:14 PM IST

কৃষকদের গাড়ি চাপা দেওয়ার পর, গাড়ি থেকে বেরিয়ে আশিস গুলি ছুড়তে ছুড়তে জমির উপর দিয়ে ছুটে পালিয়ে যান বলে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছিলেন আন্দোলনকারী কৃষকরা ৷ পুলিশ আশিসকে পালাতে সাহায্য করে বলেও অভিযোগ করেন তাঁরা ৷

bullets-fired-from-ashish-mishra-and-ankit-das-license-weapons-in-lakhimpur-kheri-reveals-forensic-report
আশিস মিশ্র ।

লখিমপুর খেরি-কাণ্ডে বিপদ বাড়ল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের । ঘটনার দিন তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল বলে এ বার উঠে এল ফরেনসিক পরীক্ষায় । আশিস এবং তাঁর সহযোগী অঙ্কিত দাসের কাছে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রয়েছে ৷ ঘটনার দিন দু’জনের বন্দুক থেকেই গুলি ছোড়া হয় বলে জানা গেল ৷

কৃষকদের গাড়ি চাপা দেওয়ার পর, গাড়ি থেকে বেরিয়ে আশিস গুলি ছুড়তে ছুড়তে জমির উপর দিয়ে ছুটে পালিয়ে যান বলে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছিলেন আন্দোলনকারী কৃষকরা ৷ পুলিশ আশিসকে পালাতে সাহায্য করে বলেও অভিযোগ করেন তাঁরা ৷ যদিও রাজ্য পুলিশ এবং মন্ত্রীর পরিবার সেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন ৷

শুধু তাই নয়, ঘটনার সময় আশিস গাড়িতে তো নয়ই, এলাকাতেই ছিলেন না বলে দাবি করে আসছিলেন মন্ত্রী ৷ কিন্তু কৃষকদের অভিযোগের ভিত্তিতে আশিস এবং তাঁর সহযোগীর বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল ৷ গত 15 অক্টোবর সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ এবার তার রিপোর্টেই গুলি চালানোর প্রমাণ মিলল ৷ এর ফলে, লখিমপুরের ঘটনায় মন্ত্রীপুত্র তাঁর সহযোগীর প্রত্যক্ষ যোগসূত্র উঠে এল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: Rahul Gandhi: ‘দুর্নীতিগ্রস্ত’ অগুস্তার সঙ্গেই লেনদেন কেন্দ্রের, মোদি সরকারকে একহাত কংগ্রেসের

বিতর্কিত তিনটি কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে গত এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ কয়েক মাস আগে, একটি অনুষ্ঠানে তাঁদের কার্যত হুমকি দিতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে ৷ সেই নিয়ে বিক্ষোভ দেখাতেই গত 3 অক্টোবর লখিমপুর খেরিতে একজোট হন কৃষকরা ৷ এলাকায় একটি কুস্তি প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা ছিল মন্ত্রীর ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কৃষকদের ৷

কিন্তু বিক্ষোভের খবর পেয়ে ওই দিন পূর্ব নির্ধারিত জায়গায় মন্ত্রীর হেলিকপ্টার নামেনি ৷ তা জানতে পেরে কৃষকরা যখন অন্য রাস্তা ধরেন, সেই সময় পিছন থেকে তাঁদের পিষে দিয়ে চলে যায় এক এসইউভি গাড়ি ৷ গতি কমায়নি পিছনে থাকা অন্য দু’টি গাড়িও ৷ এর মধ্যে কৃষকদের পিষে দেওয়া গাড়িটি মন্ত্রীর পরিবারের নামে নথিভুক্ত ৷ ঘটনার সময় মন্ত্রীর ছেলে নিজে চালকের আসনে ছিলেন বলে দাবি কৃষকদের ৷ যদিও শুরু থেকেই সেই দাবি অস্বীকার করে আসছেন মন্ত্রী এবং তাঁর অভিযুক্ত ছেলে ৷

ওই দিন মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষে চার জন কৃষক এবং এক সাংবাদিকের মৃত্যু হয় ৷ পরে পরিস্থিতি হিংসাত্মক হয়ে উঠলে মৃত্যু হয় দুই বিজেপি কর্মী এবং মন্ত্রীর ছেলের গাড়ির চালক হিসেবে কাজ করা এক যুবকের ৷ দীর্ঘ টালবাহানার পর মন্ত্র্রীর ছেলেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে ৷ সেখানে সোমবারই উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত ৷ নেতার ছেলেকে বাঁচাতে তদন্তে ঢিলেমি করা হচ্ছে বলে রাজ্য সরকার এবং পুলিশ-প্রশাসনকে বেঁধেন বিচারপতি ।

আরও পড়ুন: Maharashtra: ভ্য়াকসিন না নিলে কর্মীদের বেতন নয়, সিদ্ধান্ত থানে পৌরনিগমের

লখিমপুর খেরি-কাণ্ডে বিপদ বাড়ল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের । ঘটনার দিন তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল বলে এ বার উঠে এল ফরেনসিক পরীক্ষায় । আশিস এবং তাঁর সহযোগী অঙ্কিত দাসের কাছে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রয়েছে ৷ ঘটনার দিন দু’জনের বন্দুক থেকেই গুলি ছোড়া হয় বলে জানা গেল ৷

কৃষকদের গাড়ি চাপা দেওয়ার পর, গাড়ি থেকে বেরিয়ে আশিস গুলি ছুড়তে ছুড়তে জমির উপর দিয়ে ছুটে পালিয়ে যান বলে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছিলেন আন্দোলনকারী কৃষকরা ৷ পুলিশ আশিসকে পালাতে সাহায্য করে বলেও অভিযোগ করেন তাঁরা ৷ যদিও রাজ্য পুলিশ এবং মন্ত্রীর পরিবার সেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন ৷

শুধু তাই নয়, ঘটনার সময় আশিস গাড়িতে তো নয়ই, এলাকাতেই ছিলেন না বলে দাবি করে আসছিলেন মন্ত্রী ৷ কিন্তু কৃষকদের অভিযোগের ভিত্তিতে আশিস এবং তাঁর সহযোগীর বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল ৷ গত 15 অক্টোবর সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ এবার তার রিপোর্টেই গুলি চালানোর প্রমাণ মিলল ৷ এর ফলে, লখিমপুরের ঘটনায় মন্ত্রীপুত্র তাঁর সহযোগীর প্রত্যক্ষ যোগসূত্র উঠে এল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: Rahul Gandhi: ‘দুর্নীতিগ্রস্ত’ অগুস্তার সঙ্গেই লেনদেন কেন্দ্রের, মোদি সরকারকে একহাত কংগ্রেসের

বিতর্কিত তিনটি কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে গত এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ কয়েক মাস আগে, একটি অনুষ্ঠানে তাঁদের কার্যত হুমকি দিতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে ৷ সেই নিয়ে বিক্ষোভ দেখাতেই গত 3 অক্টোবর লখিমপুর খেরিতে একজোট হন কৃষকরা ৷ এলাকায় একটি কুস্তি প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা ছিল মন্ত্রীর ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কৃষকদের ৷

কিন্তু বিক্ষোভের খবর পেয়ে ওই দিন পূর্ব নির্ধারিত জায়গায় মন্ত্রীর হেলিকপ্টার নামেনি ৷ তা জানতে পেরে কৃষকরা যখন অন্য রাস্তা ধরেন, সেই সময় পিছন থেকে তাঁদের পিষে দিয়ে চলে যায় এক এসইউভি গাড়ি ৷ গতি কমায়নি পিছনে থাকা অন্য দু’টি গাড়িও ৷ এর মধ্যে কৃষকদের পিষে দেওয়া গাড়িটি মন্ত্রীর পরিবারের নামে নথিভুক্ত ৷ ঘটনার সময় মন্ত্রীর ছেলে নিজে চালকের আসনে ছিলেন বলে দাবি কৃষকদের ৷ যদিও শুরু থেকেই সেই দাবি অস্বীকার করে আসছেন মন্ত্রী এবং তাঁর অভিযুক্ত ছেলে ৷

ওই দিন মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষে চার জন কৃষক এবং এক সাংবাদিকের মৃত্যু হয় ৷ পরে পরিস্থিতি হিংসাত্মক হয়ে উঠলে মৃত্যু হয় দুই বিজেপি কর্মী এবং মন্ত্রীর ছেলের গাড়ির চালক হিসেবে কাজ করা এক যুবকের ৷ দীর্ঘ টালবাহানার পর মন্ত্র্রীর ছেলেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে ৷ সেখানে সোমবারই উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত ৷ নেতার ছেলেকে বাঁচাতে তদন্তে ঢিলেমি করা হচ্ছে বলে রাজ্য সরকার এবং পুলিশ-প্রশাসনকে বেঁধেন বিচারপতি ।

আরও পড়ুন: Maharashtra: ভ্য়াকসিন না নিলে কর্মীদের বেতন নয়, সিদ্ধান্ত থানে পৌরনিগমের

Last Updated : Nov 9, 2021, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.