নয়াদিল্লি, 31 জানুয়ারি: 2023-24 বাজেট অধিবেশনের সূচনায় কেন্দ্রীয় সরকারের উচ্ছ্বসিত প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu Addresses Joint Session of Parliament) ৷ মোদি সরকারের দ্বিতীয় অধ্যায়ে ধারা 370 বাতিল, তিন তালাক, দুর্নীতি রোধ এবং অন্যান্য সব সমস্যার স্থায়ী সমাধানসূত্র বের করার জন্য দরাজ প্রশংসা করলেন রাষ্ট্রপতি ৷ আজ নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় অধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হল ৷ সেখানেই সংসদের সেন্ট্রাল হলে দুই সভার যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্যও নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারকেই শ্রেয় দিলেন ভারতের প্রথম নাগরিক ৷ এমনকি করোনার সময় দেশের পাশাপাশি, বিদেশেও ভারত যে ভূমিকা নিয়েছে তাঁর প্রশংসা শোনা গেল রাষ্ট্রপতির ভাষণ ৷ তিনি এও বলেন, ‘‘করোনার সময় দেশের গরিব ও দুঃস্থদের খাদ্যের অভাব মেটাতে আমার সরকার দিনরাত পরিশ্রম করেছে এবং সফল হয়েছে ৷’’
ভারতে বর্তমান যে সরকার রয়েছে তা স্থিতিশীল ও সাহসী বলে উল্লেখ করেছেন দ্রৌপদী মুর্মু ৷ তাঁর কথায়, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে জানে ৷ যা দেশের বড় স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কাজ করছে বলে জানান রাষ্ট্রপতি ৷ এদিন তিনি বলেন, ‘‘2047 সালের মধ্যে, আমাদের এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যার সঙ্গে অতীতের গর্বের সংযোগ থাকবে এবং সেখানে আধুনিকতার সোনালী অধ্যায় যুক্ত হবে ৷’’
আরও পড়ুন: গড়পড়তা ভারতের উপস্থিতিই এখন সারা বিশ্বে সবচেয়ে উজ্জ্বল, বিরোধীদের জবাব মোদির
এদিনের বাজেট ভাষণে বারেবারে ভারতের বিদেশনীতি এবং কূটনৈতিক অবস্থানের প্রসঙ্গ উঠে এসেছে ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সার্জিক্যাল ও এয়ার স্ট্রাইক থেকে শুরু করে লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতীয় সেনার জবাব সব প্রসঙ্গ উঠে এসেছে ৷ সেই সঙ্গে মোদি সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই কাশ্মীরে ধারা 370 প্রত্যাহার ভারতের আভ্যন্তরীণ তথা ভৌগোলিক ক্ষেচ্রে বড় জয় বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি ৷
তিনতালাককে বেআইনি ঘোষণা করার জন্য এনডিএ সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি ৷ সরকারের এই পদক্ষেপ মুসলিম মহিলাদের অধিকারকে সুরক্ষিত করেছে বলে জানান তিনি ৷ আর এইসব পদক্ষেপের কারণে নরেন্দ্র মোদির সরকার ‘নির্ধারক সরকার’ হিসেবে পরিচিত পেয়েছে বলে এদিন উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷