গুরুদাসপুর (পঞ্জাব), 18 ফেব্রুয়ারি: পাকিস্তান সীমান্ত (Pakistan Border) থেকে মাদক, আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ একাধিক সামগ্রী উদ্ধার করল বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force) ৷ শনিবার বিএসএফ-এর জওয়ানরা 20 প্যাকেট মাদক, 12 ফুট লম্বা পিভিসি পাইপের একটি টুকরো, দু’টি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও পাকিস্তানে তৈরি 242টি গোলাবারুদ উদ্ধার করেছে । উদ্ধার মাদক হেরোইন বলে সন্দেহ করা হচ্ছে ৷ আর যে পিস্তল দু’টি উদ্ধার হয়েছে, তার মধ্যে একটি চিনে তৈরি ও আরেকটি তৈরি হয়েছে তুরস্কে ৷
পঞ্জাবের গুরুদাসপুর জেলার খাসাওয়ালি গ্রাম থেকে ভোর সাড়ে 5টা নাগাদ ওই মাদক দ্রব্য (Drugs) উদ্ধার করা হয় । সূত্রের খবর, সেখানে অবস্থানরত বিএসএফ জওয়ানরা টহলের সময় সীমান্তের বেড়ার কাছে কিছু নড়াচড়া লক্ষ্য করেন । তখনই জওয়ানরা সীমান্তের কাছে যান বিষয়টি খতিয়ে দেখার জন্য ৷ অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই চোরাকারবারীরা বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায় ।
বিএসএফ জওয়ানরা তখন পালটা গুলি চালান ৷ তবে ঘন কুয়াশা থাকায়, সেই সুযোগে পাচারকারীরা পালিয়ে যায় বলে বিএসএফের তরফে জানা গিয়েছে ৷ এর পর পুরো এলাকা ঘিরে ফেলা হয় ৷ স্থানীয় পুলিশকে এনকাউন্টার সম্পর্কে অবহিত করা হয় এবং তল্লাশি অভিযান শুরু করা হয় ।
প্রাথমিক অনুসন্ধানের সময় জওয়ানরা হলুদ টেপ দিয়ে মোড়ানো 20টি প্যাকেট উদ্ধার করে । বিএসএফ আধিকারিকরা সন্দেহ করছেন যে ওই প্যাকেটে হেরোইন পাচার করা হচ্ছিল । উদ্ধার হওয়া অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে একটি 12 ফুট লম্বা পিভিসি পাইপ, দু’টি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও 242টি তাজা গোলাবারুদ । চোরাকারবারীরা সীমান্তের ওপার থেকে উদ্ধার হওয়া পাইপটি জড়ো করার চেষ্টা করেছিল বলে বিএসএফ সূত্রে যোগ করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে, আশপাশে ব্যাপক তল্লাশি চলছে । এর আগে বিএসএফ স্থানীয় আদিয়া পোস্টের কাছে একটি সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন দেখেছিল । বিএসএফ সেনারা ড্রোনের দিকে গুলি চালায় । ভারতে অস্ত্র ও গোলাবারুদ, সেই সঙ্গে মাদক চোরাচালানের একটি প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই ড্রোন ৷
আরও পড়ুন: পঞ্জাবে পাকিস্তান সীমান্তে চোরাচালানের চেষ্টা রুখল বিএসএফ, উদ্ধার 25 কেজি হেরোইন