ETV Bharat / bharat

BSF Recovered Heroin: পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে 8 কোটি টাকার হেরোইন উদ্ধার করল বিএসএফ - মাদক পাচারকারী

পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে (Ferozepur sector) 8 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বিএসএফ (BSF Recovered Heroin)৷ পাকিস্তান থেকে আসা মাদক পাচারকারীরা অনুপ্রবেশ করে ওই হেরোইন লুকিয়ে রেখে গিয়েছিল বলে জানা গিয়েছে ৷

BSF recovered heroin ETV Bharat
হেরোইন
author img

By

Published : Jan 6, 2023, 12:28 PM IST

পঞ্জাব, 6 জানুয়ারি: সীমান্ত দিয়ে হেরোইন পাচারের ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (BSF Recovered Heroin)৷ পঞ্জাবের ফিরোজপুর সেক্টর (Ferozepur sector) থেকে প্রায় 8 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বিএসএফ ৷ পাকিস্তান থেকে আসা মাদক পাচারকারীরা মাটির তলায় লুকিয়ে রেখেছিল সেই হেরোইন ৷

জানা গিয়েছে, ঘন কুয়াশার সুযোগ নিয়ে পাকিস্তানি মাদক চোরাকারবারীরা ফিরোজপুর সীমান্তে ঢুকে পড়ে এবং সেখানে মাটির তলায় তারা প্রায় 7-8 কোটি টাকার হেরোইন মাটির তলায় লুকিয়ে রাখে । তবে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর একটি দল পাকিস্তান থেকে আসা মাদকের পাচার রুখে দেয় ৷ উদ্ধার করা হয় প্রায় 7-8 কোটি টাকার হেরোইন ৷ এই চালানটি ফিরোজপুরের পীর ইসমাইল খান গ্রামে কাঁটাতারের পাশে আলুর ক্ষেতে লুকিয়ে রাখা হয়েছিল ।

বৃহস্পতিবার বিকেলে বিএসএফ সদস্যরা যখন টহল দিচ্ছিলেন, তখন তাঁরা কাঁটাতারের কাছে পায়ের ছাপ দেখতে পান । তাই দেখে সন্দেহ হওয়ায় তাঁরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন । উদ্ধার হওয়া হেরোইনের চালান খোলার পর তদন্ত শুরু করেছে বিএসএফ । সূত্রের মারফৎ জানা গিয়েছে, সেখান থেকে 1 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা । চালানটি তদন্তের জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: সীমান্তে 2 মাসে গ্রেফতার 45 বাংলাদেশি অনুপ্রবেশকারী

এর আগে আজনালার কাসোয়াল গ্রাম থেকে একটি ড্রোন ও এক কেজি হেরোইনের চালান বাজেয়াপ্ত করেছিল বিএসএফ । বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, 31 ডিসেম্বর রাতে কাসোওয়ালা গ্রামে ড্রোন চলাচল করতে দেখা যায় এবং জওয়ানদের লক্ষ্য করে গুলি করা হয় । বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, এক কৃষক তাঁর ক্ষেতে ড্রোনটি পড়ে থাকতে দেখেন । ড্রোনটি ছিন্নভিন্ন হয়ে কাদায় ঢেকে গিয়েছিল ।

2022 সালে পঞ্জাব ফ্রন্টিয়ার বিএসএফ-এর জওয়ানরা বিভিন্ন ঘটনায় 22টি ড্রোন, 316.98 কেজি হেরোইন, 67টি অস্ত্র এবং 850 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে । 2 পাকিস্তানি অনুপ্রবেশকারীকে বন্দি করে খতম করা হয়েছে এবং 23 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে । বিএসএফ 9 জন পাকিস্তানি নাগরিককে পাক রেঞ্জার্সের কাছে হস্তান্তর করেছে, যাঁরা অজান্তে সীমান্তরেখা অতিক্রম করেছিলেন ৷

পঞ্জাব, 6 জানুয়ারি: সীমান্ত দিয়ে হেরোইন পাচারের ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (BSF Recovered Heroin)৷ পঞ্জাবের ফিরোজপুর সেক্টর (Ferozepur sector) থেকে প্রায় 8 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বিএসএফ ৷ পাকিস্তান থেকে আসা মাদক পাচারকারীরা মাটির তলায় লুকিয়ে রেখেছিল সেই হেরোইন ৷

জানা গিয়েছে, ঘন কুয়াশার সুযোগ নিয়ে পাকিস্তানি মাদক চোরাকারবারীরা ফিরোজপুর সীমান্তে ঢুকে পড়ে এবং সেখানে মাটির তলায় তারা প্রায় 7-8 কোটি টাকার হেরোইন মাটির তলায় লুকিয়ে রাখে । তবে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর একটি দল পাকিস্তান থেকে আসা মাদকের পাচার রুখে দেয় ৷ উদ্ধার করা হয় প্রায় 7-8 কোটি টাকার হেরোইন ৷ এই চালানটি ফিরোজপুরের পীর ইসমাইল খান গ্রামে কাঁটাতারের পাশে আলুর ক্ষেতে লুকিয়ে রাখা হয়েছিল ।

বৃহস্পতিবার বিকেলে বিএসএফ সদস্যরা যখন টহল দিচ্ছিলেন, তখন তাঁরা কাঁটাতারের কাছে পায়ের ছাপ দেখতে পান । তাই দেখে সন্দেহ হওয়ায় তাঁরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন । উদ্ধার হওয়া হেরোইনের চালান খোলার পর তদন্ত শুরু করেছে বিএসএফ । সূত্রের মারফৎ জানা গিয়েছে, সেখান থেকে 1 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা । চালানটি তদন্তের জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: সীমান্তে 2 মাসে গ্রেফতার 45 বাংলাদেশি অনুপ্রবেশকারী

এর আগে আজনালার কাসোয়াল গ্রাম থেকে একটি ড্রোন ও এক কেজি হেরোইনের চালান বাজেয়াপ্ত করেছিল বিএসএফ । বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, 31 ডিসেম্বর রাতে কাসোওয়ালা গ্রামে ড্রোন চলাচল করতে দেখা যায় এবং জওয়ানদের লক্ষ্য করে গুলি করা হয় । বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, এক কৃষক তাঁর ক্ষেতে ড্রোনটি পড়ে থাকতে দেখেন । ড্রোনটি ছিন্নভিন্ন হয়ে কাদায় ঢেকে গিয়েছিল ।

2022 সালে পঞ্জাব ফ্রন্টিয়ার বিএসএফ-এর জওয়ানরা বিভিন্ন ঘটনায় 22টি ড্রোন, 316.98 কেজি হেরোইন, 67টি অস্ত্র এবং 850 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে । 2 পাকিস্তানি অনুপ্রবেশকারীকে বন্দি করে খতম করা হয়েছে এবং 23 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে । বিএসএফ 9 জন পাকিস্তানি নাগরিককে পাক রেঞ্জার্সের কাছে হস্তান্তর করেছে, যাঁরা অজান্তে সীমান্তরেখা অতিক্রম করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.