ETV Bharat / bharat

BSF Jawans Shot: ভারত-পাক সীমান্তে গুলি পাক সেনার, আহত 2 বিএসএফ জওয়ান - LOC

জম্মুতে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা ৷ এই ঘটনায় দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 9:44 AM IST

জম্মু, 18 অক্টোবর: বিএসএফ জওয়ানদের নিশানা করে গুলি চালাল পাক সেনা ৷ এই ঘটনায় দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মুর ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের আরনিয়া সেক্টরে ৷ এই গুলি চালনার সঠিক কারণ অবশ্য জানা যায়নি ৷

সরকারি হাসপাতালে ওই দুই জখম বিএসএফ জওয়ানের চিকিৎসা চলছে ৷ তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ ঘটনায় বিএসএফের তরফে কিছু জানানো হয়নি ৷ তবে সরকারি সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, সীমান্তে গুলির লড়াইয়ের জেরেই ওই দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন ৷

সরকারি সূত্র বুধবার আরও জানিয়েছে, জম্মুর আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে ৷ এতে দু'জন বিএসএফ জওয়ানের গায়ে গুলি লাগে ৷ মঙ্গলবার পাকিস্তানের সেনারা গুলি চালাতে শুরু করে ৷ সেই সময় আরনিয়া সেক্টরের বিক্রম পোস্টে বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছিল ৷ পাকিস্তানের গুলির জবাবে ভারতীয় জওয়ানরাও গুলি চালাতে শুরু করে ৷ আহত দুই জওয়ানকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

সূত্রের খবর, এই ঘটনায় ভারত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাতে চলেছে ৷ পাকিস্তানের ইকবাল ও খান্নুর পোস্ট থেকে বিএসএফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একটি স্নাইপার ব্যবহার করা হয়েছে ৷ ওই দুই জওয়ান তখন পোস্টের কাছে বৈদ্যুতিক তারের কিছু কাজকর্ম করছিলেন ৷ সেই সময় হঠাৎ গুলি চালায় পাক রেঞ্জার ৷ তাতেই ওই দু'জন আহত হয়েছেন।

এদিকে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলওসি-তে গুলি চালানো নিয়ে দু'দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ 2021 সালের 25 ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই চুক্তিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গুলি চালনা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান ৷ এবার সেই চুক্তি ভঙ্গ করল পাকিস্তান। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷

আরও পড়ুন: কুলগাওতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 2 হিজবুল মুজাহিদিন জঙ্গি

জম্মু, 18 অক্টোবর: বিএসএফ জওয়ানদের নিশানা করে গুলি চালাল পাক সেনা ৷ এই ঘটনায় দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মুর ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের আরনিয়া সেক্টরে ৷ এই গুলি চালনার সঠিক কারণ অবশ্য জানা যায়নি ৷

সরকারি হাসপাতালে ওই দুই জখম বিএসএফ জওয়ানের চিকিৎসা চলছে ৷ তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ ঘটনায় বিএসএফের তরফে কিছু জানানো হয়নি ৷ তবে সরকারি সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, সীমান্তে গুলির লড়াইয়ের জেরেই ওই দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন ৷

সরকারি সূত্র বুধবার আরও জানিয়েছে, জম্মুর আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে ৷ এতে দু'জন বিএসএফ জওয়ানের গায়ে গুলি লাগে ৷ মঙ্গলবার পাকিস্তানের সেনারা গুলি চালাতে শুরু করে ৷ সেই সময় আরনিয়া সেক্টরের বিক্রম পোস্টে বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছিল ৷ পাকিস্তানের গুলির জবাবে ভারতীয় জওয়ানরাও গুলি চালাতে শুরু করে ৷ আহত দুই জওয়ানকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

সূত্রের খবর, এই ঘটনায় ভারত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাতে চলেছে ৷ পাকিস্তানের ইকবাল ও খান্নুর পোস্ট থেকে বিএসএফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একটি স্নাইপার ব্যবহার করা হয়েছে ৷ ওই দুই জওয়ান তখন পোস্টের কাছে বৈদ্যুতিক তারের কিছু কাজকর্ম করছিলেন ৷ সেই সময় হঠাৎ গুলি চালায় পাক রেঞ্জার ৷ তাতেই ওই দু'জন আহত হয়েছেন।

এদিকে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলওসি-তে গুলি চালানো নিয়ে দু'দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ 2021 সালের 25 ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই চুক্তিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গুলি চালনা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান ৷ এবার সেই চুক্তি ভঙ্গ করল পাকিস্তান। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷

আরও পড়ুন: কুলগাওতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 2 হিজবুল মুজাহিদিন জঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.