নয়াদিল্লি, 21 ডিসেম্বর: পাকিস্তান সীমান্তে (Pakistan Border) চোরাচালানের চেষ্টা রুখে দিল বিএসএফ (BSF) ৷ পঞ্জাবের ফাজিলকায় ঘটনাটি ঘটেছে ৷ সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force) সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবের ফাজিলকায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তান থেকে চোরাচালানকারীরা (Smugglers from Pakistan) অনুপ্রবেশের চেষ্টা করছিল ৷ সেই অনুপ্রবেশের চেষ্টাই আটকে দিল বিএসএফ ৷ অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালান বিএসএফ জওয়ানরা ৷ কিন্তু কেউ ধরা পড়েনি ৷ পরে তল্লাশি অভিযানে 25 কেজি হেরোইন উদ্ধার করে বিএসএফ ।
বিএসএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন যে স্থানীয় গাট্টি আজাইব সিং গ্রামের কাছে বুধবার রাত 1টা 50 মিনিট নাগাদ জওয়ানরা সীমান্তের দুই দিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন । জওয়ানরা চোরাকারবারিদের দিকে গুলি চালান ৷ কিন্তু ঘন কুয়াশা থাকায় তারা পালাতে সক্ষম হয় ।
বিএসএফ জানিয়েছে যে পুরো এলাকাটি ঘিরে দেওয়া হয় ৷ পুলিশ-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়েছে । জওয়ানরা প্রাথমিক তল্লাশির সময় সীমান্তে কাঁটাতারের বেড়ার দু’পাশে হলুদ টেপে মোড়ানো হেরোইনের চারটি প্যাকেট উদ্ধার করেছে ।
পরে আরও তল্লাশি হয় ৷ সেই সময় সন্দেহজনক আরও 21টি প্যাকেট, 12 ফুটের একটি পিভিসি পাইপ এবং একটি শাল উদ্ধার করা হয়েছে । ওই এলাকায় আরও তল্লাশি অভিযান চলছে বলে বিএসএফের তরফে জানানো হয়েছে ।
তবে পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের (Infiltration) বিষয়টি নতুন নয় ৷ এর আগে এই ধরনের বহুবার ঘটেছে ৷ কখনও জঙ্গি, কখনও অস্ত্রপাচারকারীও ধরা পড়েছে সীমান্ত থেকে ৷ ইদানীং ড্রোনও (Drone) একাধিকবার উদ্ধার হয়েছে পাকিস্তান সীমান্ত থেকে ৷ বেশিরভাগ ক্ষেত্রেই পঞ্জাব সীমান্তেই পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশের ঘটনা সামনে আসে ৷ ফলে সেখানে মোতায়েন থাকা জওয়ানরা অনেক বেশি সতর্ক থাকেন ৷
আরও পড়ুন: জঙ্গি অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা, ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের