ETV Bharat / bharat

কর্নাটকেও পরিবারতন্ত্রের আঁচ, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিদ্রোহ রাজ্য বিজেপিতে - কর্নাটক বিজেপি

বিএস ইয়েদুরাপ্পা’র নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অনাস্থা বিজেপি বিধায়ক সহ শীর্ষ নেতৃত্বের একাংশের ৷ কর্নাটক সরকারের সব কাজে মুখ্য়মন্ত্রীর ছেলে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেছেন বিধান পরিষদের সদস্য এইচ বিশ্বনাথ ৷

bs yediyurappa has not any spirit and strength to run the karnataka government
কর্নাটক সরকারে পরিবারতন্ত্রের আঁচ, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিদ্রোহ রাজ্য বিজেপিতে
author img

By

Published : Jun 17, 2021, 5:00 PM IST

বেঙ্গালুরু, 17 জুন : এবার দলের মধ্যেই অনাস্থা কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ৷ মুখ্য়মন্ত্রীর পদে বসার মতো আত্মবিশ্বাস এবং সাহস তাঁর মধ্যে আর নেই বলে মন্তব্য করলেন কর্নাটক বিধান পরিষদের সদস্য তথা বিজেপি নেতা এইচ বিশ্বনাথ ৷ এ নিয়ে তিনি কর্নাটক বিজেপির দায়িত্বে থাকা অরুণ সিংয়ের মতামত জানতে চেয়েছেন ৷ প্রসঙ্গত, অরুণ সিং কর্নাটকের বিধায়ক এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন ৷ যেখানে কর্নাটক বিজেপিতে চলা সংকটময় পরিস্থিতি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন অরুণ সিং ৷

বিজেপি নেতা এইচ বিশ্বনাথ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেছেন, ‘‘আমরা ইয়েদুরাপ্পাজির নেতৃত্ব এবং তাঁর অবদানকে শ্রদ্ধা করি ৷ কিন্তু, তাঁর মধ্যে আগের মতো সেই আত্মবিশ্বাস আর নেই, যা সরকারকে শক্তিশালীভাবে পরিচালনা করতে পারে ৷ আর এর জন্য একমাত্র কারণ তাঁর বয়স এবং স্বাস্থ্য ৷’’ বিজেপির শীর্ষ নেতৃত্বের ওই বৈঠকে অরুণ সিং অভিযোগ করেছেন, কর্নাটকের সকল মন্ত্রী ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন সরকারকে নিয়ে বিরক্ত ৷

এনিয়ে বলতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে টেনে এনে বলেন, ‘‘মোদিজি সবসময় আমাদের বলেন, পরিবারতন্ত্রের শাসন খুবই ভয়ঙ্কর ৷ আর কর্নাটকে সেই এক ঘটনা ঘটছে ৷ কর্নাটক বিজেপি মোদিজির বার্তা ভুলে গিয়েছেন ৷ আমি তাঁকে (বিএস ইয়েদুরাপ্পা) জানিয়েছিলাম যে, সরকার সম্পর্কে মানুষের কাছে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে ৷’’

আরও পড়ুন : করোনার সংক্রমণ ঠেকাতে 14 দিনের লকডাউন কর্নাটকে, ঘোষণা মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার

বিজেপি নেতা বিশ্বনাথ ওই বৈঠকে আরও অভিযোগ করেছেন, কর্নাটক সরকার এবং প্রশাসনে বিএস ইয়েদুরাপ্পার পরিবারের সদস্যরা লাগাতার হস্তক্ষেপ করে চলেছে ৷ আর সব দফতরে তাঁর ছেলে সবচেয়ে বেশি হস্তক্ষেপ করছেন ৷ পাশাপাশি একাধিক বেসরকারি সংস্থাকে জলের দরে জমি লিজ দেওয়া হচ্ছে ৷ সেই সঙ্গে সেচ প্রকল্পে মন্ত্রিসভার বৈঠক ছাড়াই 20 হাজার কোটি টাকা পাশ করানো হয়েছে ৷ ইয়েদুরাপ্পা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় এই অভিযোগ এনেছে তাঁর দলের নেতা-মন্ত্রীরাই ৷

বেঙ্গালুরু, 17 জুন : এবার দলের মধ্যেই অনাস্থা কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ৷ মুখ্য়মন্ত্রীর পদে বসার মতো আত্মবিশ্বাস এবং সাহস তাঁর মধ্যে আর নেই বলে মন্তব্য করলেন কর্নাটক বিধান পরিষদের সদস্য তথা বিজেপি নেতা এইচ বিশ্বনাথ ৷ এ নিয়ে তিনি কর্নাটক বিজেপির দায়িত্বে থাকা অরুণ সিংয়ের মতামত জানতে চেয়েছেন ৷ প্রসঙ্গত, অরুণ সিং কর্নাটকের বিধায়ক এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন ৷ যেখানে কর্নাটক বিজেপিতে চলা সংকটময় পরিস্থিতি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন অরুণ সিং ৷

বিজেপি নেতা এইচ বিশ্বনাথ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেছেন, ‘‘আমরা ইয়েদুরাপ্পাজির নেতৃত্ব এবং তাঁর অবদানকে শ্রদ্ধা করি ৷ কিন্তু, তাঁর মধ্যে আগের মতো সেই আত্মবিশ্বাস আর নেই, যা সরকারকে শক্তিশালীভাবে পরিচালনা করতে পারে ৷ আর এর জন্য একমাত্র কারণ তাঁর বয়স এবং স্বাস্থ্য ৷’’ বিজেপির শীর্ষ নেতৃত্বের ওই বৈঠকে অরুণ সিং অভিযোগ করেছেন, কর্নাটকের সকল মন্ত্রী ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন সরকারকে নিয়ে বিরক্ত ৷

এনিয়ে বলতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে টেনে এনে বলেন, ‘‘মোদিজি সবসময় আমাদের বলেন, পরিবারতন্ত্রের শাসন খুবই ভয়ঙ্কর ৷ আর কর্নাটকে সেই এক ঘটনা ঘটছে ৷ কর্নাটক বিজেপি মোদিজির বার্তা ভুলে গিয়েছেন ৷ আমি তাঁকে (বিএস ইয়েদুরাপ্পা) জানিয়েছিলাম যে, সরকার সম্পর্কে মানুষের কাছে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে ৷’’

আরও পড়ুন : করোনার সংক্রমণ ঠেকাতে 14 দিনের লকডাউন কর্নাটকে, ঘোষণা মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার

বিজেপি নেতা বিশ্বনাথ ওই বৈঠকে আরও অভিযোগ করেছেন, কর্নাটক সরকার এবং প্রশাসনে বিএস ইয়েদুরাপ্পার পরিবারের সদস্যরা লাগাতার হস্তক্ষেপ করে চলেছে ৷ আর সব দফতরে তাঁর ছেলে সবচেয়ে বেশি হস্তক্ষেপ করছেন ৷ পাশাপাশি একাধিক বেসরকারি সংস্থাকে জলের দরে জমি লিজ দেওয়া হচ্ছে ৷ সেই সঙ্গে সেচ প্রকল্পে মন্ত্রিসভার বৈঠক ছাড়াই 20 হাজার কোটি টাকা পাশ করানো হয়েছে ৷ ইয়েদুরাপ্পা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় এই অভিযোগ এনেছে তাঁর দলের নেতা-মন্ত্রীরাই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.