ETV Bharat / bharat

Brutal murder in Delhi: 21 বার ছুরিকাঘাত, পাথর দিয়ে থ্যাঁতলানো হল মুখ; প্রকাশ্যে প্রেমিকাকে খুনের ঘটনায় দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত - নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

উত্তর দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় 16 বছরের নাবালিকাকে 21 বার ছুড়িকাঘাতে খুন ৷ রবিবারের এই ঘটনা নারী সুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছে ৷ সোমবার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷

Brutal murder of a girl
প্রেমিকাকে নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত
author img

By

Published : May 29, 2023, 4:28 PM IST

Updated : May 29, 2023, 4:58 PM IST

নয়া দিল্লি, 29 মে: রবিবার উত্তর দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় এক নাবালিকাকে 21 বার ছুরিকাঘাতে নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত সাহিলকে সোমবার দুপুরে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করল পুলিশ ৷ ষোলো বছরের এক নাবালিকাকে খুনের ঘটনায় রবিবার রাত থেকে অভিযুক্ত পলাতক ছিল দিল্লি পুলিশের হাতে ৷

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রবিবার, রাত 8টা 45 মিনিট নাগাদ উত্তর দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকার একটি গলির মধ্যে বন্ধুর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাক্ষী ৷ সেই সময় তার কাছে আসে প্রেমিক সাহিল ৷ কয়েক সেকেন্ড কথাও হয় তাদের মধ্যে ৷ তারপরেই নৃশংস সেই ছবি ৷ আচমকাই সাহিল ছুরি বের করে একের পর এক আঘাতে এফোঁড়-ওফোঁড় করতে থাকে সাক্ষীর দেহ ৷ পথচলতি মানুষ সেই মর্মান্তিক ঘটনা দেখেও নির্বিকার ৷

21 বার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের পর রাস্তায় লুটিয়ে পড়ে নাবালিকা ৷ তাঁকে টেনে তুলে অনবরত কোপাতে থাকে সাহিল ৷ পথচলতি মানুষেরা তা দেখেও হেঁটে চলে যাচ্ছেন ৷ তারা কি আতঙ্কে এগিয়ে আসেননি মেয়েটিকে বাঁচাতে? সে উত্তর অবশ্য জানা নেই ৷ তবে সিসিটিভি ফুটেজ দেখলে আতঙ্কে লোম খাড়া হয়ে যাবে যে কারও ৷ সাহিল কিন্তু এখানেই থেমে থাকেনি ৷ নিজের প্রেমিকাকে খুন করার পর কিছুদূর এগিয়ে গিয়ে নিয়ে আসে বড় একটা সিমেন্টের পাথরের চাই ৷ সেই পাথর হাতে তুলে থেঁতলে দিতে থাকে সাক্ষীর মাথা ৷

  • #WATCH | The accused Sahil has been nabbed from Bulandshahr, Uttar Pradesh. He is being brought here. We will collect all the best possible evidence to ensure the accused gets the strictest punishment: Delhi Police Special CP Dependra Pathak pic.twitter.com/plH7mfsQga

    — ANI (@ANI) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনার প্রায় আধঘন্টা পর খবর যায় পুলিশের কাছে ৷ অ্যডিশনাল ডেপুটি কমিশনার রাজা বনথিয়া জানান, অভিযুক্ত 20 বছরের সাহিলকে ধরতে একটি টিম তৈরি করা হয়েছে ৷ অবশেষে সোমবার পুলিশের হাতে ধরা পড়ে সাহিল ৷ দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতি মাল্লিওয়াল সিসিটিভি ফুটেজটি শেয়ার করে সোশালে লেখেন, "দিল্লিতে এই ধরনের আসামীর সংখ্যা বেড়ে চলেছে ৷ পুলিশের কাছে নোটিশ জারি করা হয়েছে। তিনি আরও বলেন, "এই ঘটনা সমস্ত সীমা অতিক্রম করে দিয়েছে ৷ আমি আমার এত বছরের কেরিয়ারে এর চেয়ে ভয়ঙ্কর কিছু দেখিনি।"

  • #WATCH | We have detained the accused, Sahil from Bulandshahr, UP. We are further investigating the matter. The victim was going to attend a function during which this incident took place. The accused used to live under the Shahbad Dairy police station area: DCP Outer North Ravi… pic.twitter.com/zTw9jO7J1j

    — ANI (@ANI) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কানাডা ফেরত প্রেমিকাকে খুন করে লাশ গুম ! 9 মাস পর প্রকাশ্য়ে ঘটনা

মর্মান্তিক খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ এই ঘটনার দোষীর কড়া শাস্তির দাবি করে সুরক্ষার দিকে জোর দেওয়ার কথা বলেছেন ৷

নয়া দিল্লি, 29 মে: রবিবার উত্তর দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় এক নাবালিকাকে 21 বার ছুরিকাঘাতে নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত সাহিলকে সোমবার দুপুরে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করল পুলিশ ৷ ষোলো বছরের এক নাবালিকাকে খুনের ঘটনায় রবিবার রাত থেকে অভিযুক্ত পলাতক ছিল দিল্লি পুলিশের হাতে ৷

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রবিবার, রাত 8টা 45 মিনিট নাগাদ উত্তর দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকার একটি গলির মধ্যে বন্ধুর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাক্ষী ৷ সেই সময় তার কাছে আসে প্রেমিক সাহিল ৷ কয়েক সেকেন্ড কথাও হয় তাদের মধ্যে ৷ তারপরেই নৃশংস সেই ছবি ৷ আচমকাই সাহিল ছুরি বের করে একের পর এক আঘাতে এফোঁড়-ওফোঁড় করতে থাকে সাক্ষীর দেহ ৷ পথচলতি মানুষ সেই মর্মান্তিক ঘটনা দেখেও নির্বিকার ৷

21 বার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের পর রাস্তায় লুটিয়ে পড়ে নাবালিকা ৷ তাঁকে টেনে তুলে অনবরত কোপাতে থাকে সাহিল ৷ পথচলতি মানুষেরা তা দেখেও হেঁটে চলে যাচ্ছেন ৷ তারা কি আতঙ্কে এগিয়ে আসেননি মেয়েটিকে বাঁচাতে? সে উত্তর অবশ্য জানা নেই ৷ তবে সিসিটিভি ফুটেজ দেখলে আতঙ্কে লোম খাড়া হয়ে যাবে যে কারও ৷ সাহিল কিন্তু এখানেই থেমে থাকেনি ৷ নিজের প্রেমিকাকে খুন করার পর কিছুদূর এগিয়ে গিয়ে নিয়ে আসে বড় একটা সিমেন্টের পাথরের চাই ৷ সেই পাথর হাতে তুলে থেঁতলে দিতে থাকে সাক্ষীর মাথা ৷

  • #WATCH | The accused Sahil has been nabbed from Bulandshahr, Uttar Pradesh. He is being brought here. We will collect all the best possible evidence to ensure the accused gets the strictest punishment: Delhi Police Special CP Dependra Pathak pic.twitter.com/plH7mfsQga

    — ANI (@ANI) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনার প্রায় আধঘন্টা পর খবর যায় পুলিশের কাছে ৷ অ্যডিশনাল ডেপুটি কমিশনার রাজা বনথিয়া জানান, অভিযুক্ত 20 বছরের সাহিলকে ধরতে একটি টিম তৈরি করা হয়েছে ৷ অবশেষে সোমবার পুলিশের হাতে ধরা পড়ে সাহিল ৷ দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতি মাল্লিওয়াল সিসিটিভি ফুটেজটি শেয়ার করে সোশালে লেখেন, "দিল্লিতে এই ধরনের আসামীর সংখ্যা বেড়ে চলেছে ৷ পুলিশের কাছে নোটিশ জারি করা হয়েছে। তিনি আরও বলেন, "এই ঘটনা সমস্ত সীমা অতিক্রম করে দিয়েছে ৷ আমি আমার এত বছরের কেরিয়ারে এর চেয়ে ভয়ঙ্কর কিছু দেখিনি।"

  • #WATCH | We have detained the accused, Sahil from Bulandshahr, UP. We are further investigating the matter. The victim was going to attend a function during which this incident took place. The accused used to live under the Shahbad Dairy police station area: DCP Outer North Ravi… pic.twitter.com/zTw9jO7J1j

    — ANI (@ANI) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কানাডা ফেরত প্রেমিকাকে খুন করে লাশ গুম ! 9 মাস পর প্রকাশ্য়ে ঘটনা

মর্মান্তিক খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ এই ঘটনার দোষীর কড়া শাস্তির দাবি করে সুরক্ষার দিকে জোর দেওয়ার কথা বলেছেন ৷

Last Updated : May 29, 2023, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.