ETV Bharat / bharat

Attack on BRS MP: ভোটপ্রচারে গিয়ে ছুরিকাহত বিআরএস সাংসদ, ভর্তি করা হল হাসপাতাল

ভোটপ্রচারে বেরিয়ে ছুরিকাহত হলেন বিআরএস সাংসদ কে প্রভাকর রেড্ডি ৷ এবারের বিধানসভা নির্বাচনে দলের তরফে দুব্বাকা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে কোঠা প্রভাকর রেড্ডি ৷

ETV Bharat
ছুরিকাহত বিআরএস সাংসদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 4:07 PM IST

Updated : Oct 30, 2023, 4:58 PM IST

দুব্বাকা (তেলেঙ্গানা), 30 অক্টোবর: ভোটপ্রচারে বেরিয়ে ছুরিকাহত হলেন বিআরএস সাংসদ তথা এবারের বিধানসভা নির্বাচনে দলের দুব্বাকা কেন্দ্রের প্রার্থী কোঠা প্রভাকর রেড্ডি ৷ সোমবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার দৌলতাবাদ মণ্ডলের সুরমপল্লী গ্রামে ৷ এদিন দুপুরে যখন এই ঘটনা ঘটে তখন ওই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন ওই বিআরএস প্রার্থী ৷ তাঁর পেটে আঘাত লেগেছে ৷ তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ঘটনাক্রম যা জানা গিয়েছে, এদিন যখন কে প্রভাকর রেড্ডি সুরমপল্লী গ্রামে বাড়ি বাড়ি ভোট প্রচার করছিলেন, সেই সময়ে দত্তানি রাজু নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে হাত মেলাতে যায় ৷ তখন হঠাৎই সঙ্গে আনা একটি ছুরি দিয়ে সে আঘাত করে ওই বিআরএস সাংসদের পেটে ৷ রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান দলীয় কর্মীরা ৷ পরে তাঁকে চিকিৎসার জন্য সেকেন্দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷

আরও জানা গিয়েছে, যে ব্যক্তি এদিন ওই হামলা চালায় তিনি পেশায় একজন সাংবাদিক, তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ কিন্তু কী কারণে এদিন ওই ব্যক্তি বিআরএস সাংসদের উপর হামলা করে, তা স্পষ্ট নয় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনার পর বিআরএস-এর তরফে তাদের সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করা হয়েছে ৷

আরও পড়ুন: এনসিপি বিধায়কের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিবাদ মারাঠা সংরক্ষণ সমর্থকদের!

দলীয় সাংসদের উপর এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলের প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ দলীয় সূত্রে খবর, কেসিআর-এর দফতর থেকে নিয়মিত তাঁর খোঁজ নেওয়া হচ্ছে ৷ এদিন হামলার ঘটনার খবর পাওয়ার পর বিআরএস নেতারা হাসপাতালে গিয়ে ওই সাংসদের খোঁজ নেন ৷ বাড়ানো হয়েছে হাসপাতালের নিরাপত্তা ৷ তবে দলীয় কর্মীদের হাসপাতালের বাইরে গিয়ে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিআরএস নেতারা ৷

দুব্বাকা (তেলেঙ্গানা), 30 অক্টোবর: ভোটপ্রচারে বেরিয়ে ছুরিকাহত হলেন বিআরএস সাংসদ তথা এবারের বিধানসভা নির্বাচনে দলের দুব্বাকা কেন্দ্রের প্রার্থী কোঠা প্রভাকর রেড্ডি ৷ সোমবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার দৌলতাবাদ মণ্ডলের সুরমপল্লী গ্রামে ৷ এদিন দুপুরে যখন এই ঘটনা ঘটে তখন ওই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন ওই বিআরএস প্রার্থী ৷ তাঁর পেটে আঘাত লেগেছে ৷ তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ঘটনাক্রম যা জানা গিয়েছে, এদিন যখন কে প্রভাকর রেড্ডি সুরমপল্লী গ্রামে বাড়ি বাড়ি ভোট প্রচার করছিলেন, সেই সময়ে দত্তানি রাজু নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে হাত মেলাতে যায় ৷ তখন হঠাৎই সঙ্গে আনা একটি ছুরি দিয়ে সে আঘাত করে ওই বিআরএস সাংসদের পেটে ৷ রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান দলীয় কর্মীরা ৷ পরে তাঁকে চিকিৎসার জন্য সেকেন্দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷

আরও জানা গিয়েছে, যে ব্যক্তি এদিন ওই হামলা চালায় তিনি পেশায় একজন সাংবাদিক, তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ কিন্তু কী কারণে এদিন ওই ব্যক্তি বিআরএস সাংসদের উপর হামলা করে, তা স্পষ্ট নয় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনার পর বিআরএস-এর তরফে তাদের সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করা হয়েছে ৷

আরও পড়ুন: এনসিপি বিধায়কের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিবাদ মারাঠা সংরক্ষণ সমর্থকদের!

দলীয় সাংসদের উপর এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলের প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ দলীয় সূত্রে খবর, কেসিআর-এর দফতর থেকে নিয়মিত তাঁর খোঁজ নেওয়া হচ্ছে ৷ এদিন হামলার ঘটনার খবর পাওয়ার পর বিআরএস নেতারা হাসপাতালে গিয়ে ওই সাংসদের খোঁজ নেন ৷ বাড়ানো হয়েছে হাসপাতালের নিরাপত্তা ৷ তবে দলীয় কর্মীদের হাসপাতালের বাইরে গিয়ে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিআরএস নেতারা ৷

Last Updated : Oct 30, 2023, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.