ETV Bharat / bharat

Drug Seized : দিল্লি বিমানবন্দরে গ্রেফতার আন্তর্জাতিক মাদক চোরাচালানকারী, উদ্ধার 11 কোটি টাকার মাদক - Brazilian nabbed at Delhi airport

দিল্লি বিমানবন্দরে গ্রেফতার ব্রাজিলীয়ন নাগরিক (Brazilian arrested) ৷ ব্রাজিলিয়ানের পেট থেকে 11 কোটি মূল্যের 82 ক্যাপসুল উদ্ধার হয়েছে । এটি সাও পাওলো থেকে দুবাই হয়ে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল ।

Drugs Worth 11cr Seized
ব্রাজিলের নাগরিক গ্রেফতার
author img

By

Published : Mar 18, 2023, 8:47 PM IST

নয়াদিল্লি, 18 মার্চ: মাদক পাচারের বড় চক্র ফাঁস । দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরে শুল্ক আধিকারিকদের হাতে পাকড়াও আন্তর্জাতিক মাদক চোরাচালানকারী (Delhi custom arrested Brazilian citizen) ৷ পেটে লুকিয়ে মাদক ভরতি 82টি ক্যাপসুল নিয়ে এসেছিলেন ব্রাজিলের নাগরিক (Bringing cocaine hidden in stomach)। অভিযুক্ত ব্যক্তি ব্রাজিল থেকে দুবাই হয়ে দিল্লিতে আসেন বলে জানা গিয়েছে ।

এক শুল্ক আধিকারিক জানান, ওই ব্রাজিলিয়ান সাও পাওলো থেকে দুবাই হয়ে দিল্লি বিমানবন্দরে এসেছিলেন ৷ তিনি মাদকদ্রব্য গিলে ফেলেছেন সেই সন্দেহে শুল্ক গোয়েন্দার দল তাঁকে গ্রেফতার করে । তাঁকে হেফাজতে নিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে । তাঁর কাছ থেকে সাদা পাউডারযুক্ত 82টি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে । এসব ক্যাপসুলে মোট 752 গ্রাম সাদা পাউডার পাওয়া গিয়েছে । পরীক্ষায় তাতে মাদকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে । উদ্ধারকৃত মাদকের আন্তর্জাতিক বাজারে মূল্য 11 কোটি 28 লক্ষ টাকা বলে জানা গিয়েছে । এ বিষয়ে তদন্ত করছেন শুল্ক আধিকারিকরা ।

ইতিমধ্যে দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি আন্তঃরাজ্য অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের পর্দা ফাঁস করেছে ৷ মধ্যপ্রদেশের ছাতারপুর থেকে দুই কুখ্যাত অস্ত্র চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মহম্মদ আজিজ ও আরশাদ খান । আসামীদের কাছ থেকে 32 বোরের প্রায় 12টি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর । অভিযুক্ত দু'জনই দিল্লি এনসিআর, ইউপি, রাজস্থানের গুণ্ডাদের কাছে অবৈধ অস্ত্র সরবরাহ করত বলে জানা গিয়েছে ।

অভিযুক্তরা জানান, তাঁরা 10 থেকে 12 হাজার টাকায় অবৈধ পিস্তল কিনত এবং প্রতিটি পিস্তল 35 থেকে 50 হাজার টাকায় অপরাধীদের কাছে বিক্রি করতেন । অভিযুক্তরা বলেছেন, দীনেশ ওরফে যশের নির্দেশে তাঁরা রশিদ ক্যাবলওয়ালার সহযোগীকে একটি অবৈধ পিস্তলের চালান সরবরাহ করতে দিল্লিতে এসেছিলেন । স্পেশাল সেলের পুলিশ কমিশনার অলোক কুমার বলেছেন, দিল্লি এনসিআরে অস্ত্র সরবরাহকারী এবং তাদের সহযোগীদের কার্যকলাপের তদন্ত করার সময় এই গ্যাংটির তথ্য ফাঁস হয়েছিল ।

আরও পড়ুন: কোমরে জড়ানো 81 লক্ষের সোনা, পাচারকারিকে ধরল বিএসএফ

নয়াদিল্লি, 18 মার্চ: মাদক পাচারের বড় চক্র ফাঁস । দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরে শুল্ক আধিকারিকদের হাতে পাকড়াও আন্তর্জাতিক মাদক চোরাচালানকারী (Delhi custom arrested Brazilian citizen) ৷ পেটে লুকিয়ে মাদক ভরতি 82টি ক্যাপসুল নিয়ে এসেছিলেন ব্রাজিলের নাগরিক (Bringing cocaine hidden in stomach)। অভিযুক্ত ব্যক্তি ব্রাজিল থেকে দুবাই হয়ে দিল্লিতে আসেন বলে জানা গিয়েছে ।

এক শুল্ক আধিকারিক জানান, ওই ব্রাজিলিয়ান সাও পাওলো থেকে দুবাই হয়ে দিল্লি বিমানবন্দরে এসেছিলেন ৷ তিনি মাদকদ্রব্য গিলে ফেলেছেন সেই সন্দেহে শুল্ক গোয়েন্দার দল তাঁকে গ্রেফতার করে । তাঁকে হেফাজতে নিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে । তাঁর কাছ থেকে সাদা পাউডারযুক্ত 82টি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে । এসব ক্যাপসুলে মোট 752 গ্রাম সাদা পাউডার পাওয়া গিয়েছে । পরীক্ষায় তাতে মাদকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে । উদ্ধারকৃত মাদকের আন্তর্জাতিক বাজারে মূল্য 11 কোটি 28 লক্ষ টাকা বলে জানা গিয়েছে । এ বিষয়ে তদন্ত করছেন শুল্ক আধিকারিকরা ।

ইতিমধ্যে দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি আন্তঃরাজ্য অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের পর্দা ফাঁস করেছে ৷ মধ্যপ্রদেশের ছাতারপুর থেকে দুই কুখ্যাত অস্ত্র চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মহম্মদ আজিজ ও আরশাদ খান । আসামীদের কাছ থেকে 32 বোরের প্রায় 12টি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর । অভিযুক্ত দু'জনই দিল্লি এনসিআর, ইউপি, রাজস্থানের গুণ্ডাদের কাছে অবৈধ অস্ত্র সরবরাহ করত বলে জানা গিয়েছে ।

অভিযুক্তরা জানান, তাঁরা 10 থেকে 12 হাজার টাকায় অবৈধ পিস্তল কিনত এবং প্রতিটি পিস্তল 35 থেকে 50 হাজার টাকায় অপরাধীদের কাছে বিক্রি করতেন । অভিযুক্তরা বলেছেন, দীনেশ ওরফে যশের নির্দেশে তাঁরা রশিদ ক্যাবলওয়ালার সহযোগীকে একটি অবৈধ পিস্তলের চালান সরবরাহ করতে দিল্লিতে এসেছিলেন । স্পেশাল সেলের পুলিশ কমিশনার অলোক কুমার বলেছেন, দিল্লি এনসিআরে অস্ত্র সরবরাহকারী এবং তাদের সহযোগীদের কার্যকলাপের তদন্ত করার সময় এই গ্যাংটির তথ্য ফাঁস হয়েছিল ।

আরও পড়ুন: কোমরে জড়ানো 81 লক্ষের সোনা, পাচারকারিকে ধরল বিএসএফ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.