কেন্দ্রাপাড়া (ওড়িশা), 22 নভেম্বর: বিতর্কের জেরেই কি পদক্ষেপ? ওড়িশার কেন্দ্রাপাড়ার যে শ্মশান ঘিরে জাতপাতের প্রশ্ন ওঠে, সেই শ্মশানের নাম বদলে গেল ৷ শ্মশানের নতুন নাম 'স্বর্গদ্বার'। ওড়িশার কেন্দ্রাপাড়ায় এই শ্মশান শুধুমাত্র ব্রাহ্মণদের শেষকৃত্যের জন্যই করা হয়েছে বলে খবর ৷ হাজারিবাগিচা এলাকায় অবস্থিত এই শ্মশান নিয়েই বিতর্ক তৈরি হয় । তারই মাঝে বুধবার ব্রাহ্মণ শ্রেণির জন্য নির্দিষ্ট এই শ্মশানের নাম বদল করা হল ৷
155 বছরের পুরনো কেন্দ্রাপাড়া পৌরসভাটি রাজ্যের মধ্যে সবচেয়ে পুরনো ৷ ব্রাহ্মণদের জন্য সংরক্ষিত শ্মশানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে প্রাচীন এই পৌরসভা ৷ এই শ্মশানের প্রবেশ দ্বারের সামনে পৌরসভা কর্তৃপক্ষ একটি বোর্ডে পরিষ্কার লিখে দেয়, এই শ্মশানে শুধুমাত্র ব্রাহ্মণদের মৃতদেহ সৎকার করা হবে ৷ তবে স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই এই শ্মশানে ব্রাহ্মণদের দেহ সৎকার হয়ে আসছে ৷ সম্প্রতি এই শ্মশানের সংস্কার সাধন হয় ৷ তারপরই এই বোর্ডটি লাগিয়ে, সরকারিভাবে বিষয়টি জানানো হয়েছে ৷ ব্রাহ্মণ ছাড়া অন্য জাতের মানুষের দেহ কাছাকাছি একটি শ্মশানে সৎকার করা হয় ৷ সেই শ্মশানটিও সম্প্রতি সংস্কার করা হয়েছে ৷
ব্রাহ্মণদের জন্য নির্দিষ্ট শ্মশান প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রাপাড়া পৌরসভার আধিকারিক প্রফুল্ল চন্দ্র বিসওয়াল বলেন, "এই বিষয়টি আমাদের নজরে এসেছে ৷ আমরা সব দিক খতিয়ে দেখছি ৷ বর্ণবৈষম্যের অভিযোগ প্রমাণিত হলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷" স্বভাবতই এমন ঘটনায় দলিত সমাজকর্মী এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন ৷
ওড়িশা দলিত সমাজের জেলা সভাপতি নগেন্দ্র জেনা বলেন, "ব্রাহ্মণদের জন্য একটি নির্দিষ্ট শ্মশানের ব্যবস্থা হয়েছে ৷ আর তার রক্ষণাবেক্ষণ করছে পৌরসভা ৷ এই ঘটনায় আমি স্তম্ভিত ৷ এভাবে পৌরসভা আইন লঙ্ঘন করছে এবং বর্ণবৈষম্য ছড়িয়ে দিচ্ছে৷ যত শীঘ্র সম্ভব এটা দূর করা উচিত ৷" সিপিএম নেতা গয়াধর ঢাল জানিয়েছেন, কোনও শ্মশান শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য, এটা পৌরসভা করতে পারে না ৷
আরও পড়ুন: