ETV Bharat / bharat

India-China : সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে সংঘাত চলবে, মত সেনাপ্রধানের - আফগানিস্তান

দীর্ঘমেয়াদী সমাধান এবং সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত চলবে ৷ এমনটাই মনে করেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে ৷ একইসঙ্গে, আফগানিস্তান নিয়েও যে ভারতীয় সেনা যথেষ্ট উদ্বিগ্ন, কার্যত তাও স্বীকার করেছেন তিনি ৷ তবে দেশের সেনাবাহিনী যেকোনও নাশকতার জবাব দেওয়ার জন্য তৈরি বলেও জানিয়েছেন সেনাপ্রধান ৷

border incidents with china will continue till boundary agreement is reached, says army chief general m m naravane
India-China : সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে সংঘাত চলবে, মত সেনাপ্রধানের
author img

By

Published : Sep 30, 2021, 3:50 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর : যতক্ষণ না ভারত ও চিনের মধ্যে একটি সীমান্ত চুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সীমান্তে এই দুই দেশের মধ্যে সংঘাত চলবেই ৷ বৃহস্পতিবার একথা বলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে (Army Chief General M M Naravane) ৷ এদিন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করার সময় তিনি বলেন, ‘‘আফগানিস্তানে তালিবানের অভ্যত্থানের ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ ওদিকে সর্বদাই সজাগ দৃষ্টি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ৷’’

আরও পড়ুন : US Quad Summit : ওয়াশিংটনে প্রথম কোয়াড সম্মেলনকে ‘দলবাজি’ বলে সমালোচনা চিনের

চিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘‘সীমান্তে একটি অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তবে আগামী দিনে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তার জন্য প্রস্তুত রয়েছি ৷ অতীতেও যেমন জবাব দিয়েছি, ভবিষ্যতেও দেব ৷ আসলে এই ধরনের ঘটনা ঘটবেই ৷ যতদিন না আমরা কোনও দীর্ঘমেয়াদী সমাধানসূত্র খুঁজে পাচ্ছি এবং দুই দেশের মধ্যে কোনও সীমান্ত চুক্তি স্বাক্ষর করা হচ্ছে, ততদিন সংঘাত হবেই ৷’’

সেনাপ্রধান আরও জানিয়েছেন, আফগানিস্তানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিকে সেনার নজর রয়েছে ৷ আফগানিস্তানের দিক থেকে কোনও বিপদের সম্ভাবনা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছ ৷ যদি তেমন কোনও সম্ভাবনা থাকে, তাহলে তার মোকাবিলা করার জন্য সেনাবাহিনী তৈরি ৷ প্রয়োজনে সেই মোতাবেকই রণকৌশল স্থির করা হবে ৷

প্রসঙ্গত, চলতি বছরের 15 অগস্ট আফগানিস্তানে তালিবানের পুনরুত্থান হয় ৷ পরবর্তীতে সেদেশে অন্তর্বর্তী সরকারও গঠন করে তালিবান ৷ কিন্তু, এখনও পর্যন্ত ভারত-সহ পৃথিবীর অধিকাংশ দেশই সেই সরকারকে স্বীকৃতি দেয়নি ৷ উপরন্তু, গত 20 সেপ্টেম্বর ভারতের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানের মাটি ব্যবহার করে যাতে কোনও মতেই সন্ত্রাসকে মদত না দেওয়া হয়, তা সকলকে নিশ্চিত করতে হবে ৷

আরও পড়ুন : Taliban : তালিবান ও তাদের সমর্থক দেশগুলির উপর নিষেধাজ্ঞার দাবি মার্কিন সেনেটে

এই প্রসঙ্গে সেনাপ্রধান জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী সবরকম সন্ত্রাসবাদী হামলা এবং নাশকতার জবাব দেওয়ার জন্যই তৈরি রয়েছে ৷ তিনি জানান, ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে বিদ্রোহী ও সন্ত্রাসবাদীদের সামলাতে হচ্ছে ভারতীয় সেনাকে ৷ তাতে পশ্চিমের পড়শি দেশেরও (পাকিস্তানের) মদত রয়েছে ৷ তারা লাগাতার ভারতে জঙ্গিদের ঢোকাচ্ছে ৷ সেনাপ্রধান জানিয়েছেন, নানা ঘটনা থেকে শিক্ষা নিয়েছে ভারতীয় সেনা ৷ সেই মতোই প্রতিরক্ষা গড়ে তোলা হয়েছে ৷

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর : যতক্ষণ না ভারত ও চিনের মধ্যে একটি সীমান্ত চুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সীমান্তে এই দুই দেশের মধ্যে সংঘাত চলবেই ৷ বৃহস্পতিবার একথা বলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে (Army Chief General M M Naravane) ৷ এদিন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করার সময় তিনি বলেন, ‘‘আফগানিস্তানে তালিবানের অভ্যত্থানের ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ ওদিকে সর্বদাই সজাগ দৃষ্টি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ৷’’

আরও পড়ুন : US Quad Summit : ওয়াশিংটনে প্রথম কোয়াড সম্মেলনকে ‘দলবাজি’ বলে সমালোচনা চিনের

চিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘‘সীমান্তে একটি অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তবে আগামী দিনে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তার জন্য প্রস্তুত রয়েছি ৷ অতীতেও যেমন জবাব দিয়েছি, ভবিষ্যতেও দেব ৷ আসলে এই ধরনের ঘটনা ঘটবেই ৷ যতদিন না আমরা কোনও দীর্ঘমেয়াদী সমাধানসূত্র খুঁজে পাচ্ছি এবং দুই দেশের মধ্যে কোনও সীমান্ত চুক্তি স্বাক্ষর করা হচ্ছে, ততদিন সংঘাত হবেই ৷’’

সেনাপ্রধান আরও জানিয়েছেন, আফগানিস্তানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিকে সেনার নজর রয়েছে ৷ আফগানিস্তানের দিক থেকে কোনও বিপদের সম্ভাবনা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছ ৷ যদি তেমন কোনও সম্ভাবনা থাকে, তাহলে তার মোকাবিলা করার জন্য সেনাবাহিনী তৈরি ৷ প্রয়োজনে সেই মোতাবেকই রণকৌশল স্থির করা হবে ৷

প্রসঙ্গত, চলতি বছরের 15 অগস্ট আফগানিস্তানে তালিবানের পুনরুত্থান হয় ৷ পরবর্তীতে সেদেশে অন্তর্বর্তী সরকারও গঠন করে তালিবান ৷ কিন্তু, এখনও পর্যন্ত ভারত-সহ পৃথিবীর অধিকাংশ দেশই সেই সরকারকে স্বীকৃতি দেয়নি ৷ উপরন্তু, গত 20 সেপ্টেম্বর ভারতের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানের মাটি ব্যবহার করে যাতে কোনও মতেই সন্ত্রাসকে মদত না দেওয়া হয়, তা সকলকে নিশ্চিত করতে হবে ৷

আরও পড়ুন : Taliban : তালিবান ও তাদের সমর্থক দেশগুলির উপর নিষেধাজ্ঞার দাবি মার্কিন সেনেটে

এই প্রসঙ্গে সেনাপ্রধান জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী সবরকম সন্ত্রাসবাদী হামলা এবং নাশকতার জবাব দেওয়ার জন্যই তৈরি রয়েছে ৷ তিনি জানান, ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে বিদ্রোহী ও সন্ত্রাসবাদীদের সামলাতে হচ্ছে ভারতীয় সেনাকে ৷ তাতে পশ্চিমের পড়শি দেশেরও (পাকিস্তানের) মদত রয়েছে ৷ তারা লাগাতার ভারতে জঙ্গিদের ঢোকাচ্ছে ৷ সেনাপ্রধান জানিয়েছেন, নানা ঘটনা থেকে শিক্ষা নিয়েছে ভারতীয় সেনা ৷ সেই মতোই প্রতিরক্ষা গড়ে তোলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.