ETV Bharat / bharat

Medical College at Bolpur : শুভেন্দুর আপত্তি নস্যাৎ করে অনুব্রতর গড়ে মেডিক্যাল কলেজের অনুমোদন কেন্দ্রের - তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই মেডিক্যাল কলেজ হচ্ছে ৷ বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে এর দূরত্ব 100 কিলোমিটারও নয় । মোট 9টি অভিযোগের ভিত্তিতে আপত্তি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী ।

Medical College at Bolpur
শুভেন্দুর আপত্তি নস্যাৎ করে অনুব্রতর গড়ে মেডিক্যাল কলেজের অনুমোদন কেন্দ্রের
author img

By

Published : Nov 11, 2021, 10:47 PM IST

বোলপুর, 11 নভেম্বর : শান্তিনিকেতনে তৈরি হচ্ছে বেসরকারি মেডিক্যাল কলেজ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে তা নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তারপরও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ বোলপুর শহর থেকে 2 কিলোমিটার দূরে 200 বিঘা জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই বেসরকারি মেডিক্যাল কলেজটি ৷ অনুব্রত মণ্ডল যুক্ত রয়েছেন, তাছাড়াও বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে 100 কিলোমিটারর মধ্যে আরেকটি মেডিক্যাল কলেজ । একাধিক কারণ দেখিয়ে আপত্তি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন : Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

বেসরকারি 'শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ'-কে রাজ্য সরকার অনুমোদন দিলেও আপত্তি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । গত 15 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি দিয়ে তিনি জানান, অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই মেডিক্যাল কলেজ হচ্ছে ৷ অনুব্রত নিজে যুক্ত এই কলেজের সঙ্গে ৷ এছাড়াও মাত্র 100 কিলোমিটারের মধ্যে দুটো মেডিক্যাল কলেজ হয় না ৷ কিন্তু, বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে 100 কিলোমিটারের মধ্যে এই বেসরকারি মেডিক্যাল কলেজ হওয়ার কথা । এই রকম মোট 9টি অভিযোগের ভিত্তিতে আপত্তি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী । তাঁর আপত্তির জেরেই অনুমোদন স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ শেষ পর্যন্ত অনুমোদন স্থগিত হওয়ার পরও এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ছাড়পত্র মিলল ।

এই প্রসঙ্গে মেডিক্যাল কলেজের অন্যতম কর্ণধার মলয় পীঠ বলেন, "কোনও ভুল বোঝাবুঝির জন্যই শুভেন্দু অধিকারী আপত্তি জানিয়েছিলেন । এই অনুমোদন পেয়ে আমরা খুব খুশি, বোলপুরবাসী খুশি ৷ এই কলেজ হলে অনেকে উপকৃত হবেন।"

বোলপুর, 11 নভেম্বর : শান্তিনিকেতনে তৈরি হচ্ছে বেসরকারি মেডিক্যাল কলেজ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে তা নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তারপরও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ বোলপুর শহর থেকে 2 কিলোমিটার দূরে 200 বিঘা জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই বেসরকারি মেডিক্যাল কলেজটি ৷ অনুব্রত মণ্ডল যুক্ত রয়েছেন, তাছাড়াও বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে 100 কিলোমিটারর মধ্যে আরেকটি মেডিক্যাল কলেজ । একাধিক কারণ দেখিয়ে আপত্তি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন : Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

বেসরকারি 'শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ'-কে রাজ্য সরকার অনুমোদন দিলেও আপত্তি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । গত 15 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি দিয়ে তিনি জানান, অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই মেডিক্যাল কলেজ হচ্ছে ৷ অনুব্রত নিজে যুক্ত এই কলেজের সঙ্গে ৷ এছাড়াও মাত্র 100 কিলোমিটারের মধ্যে দুটো মেডিক্যাল কলেজ হয় না ৷ কিন্তু, বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে 100 কিলোমিটারের মধ্যে এই বেসরকারি মেডিক্যাল কলেজ হওয়ার কথা । এই রকম মোট 9টি অভিযোগের ভিত্তিতে আপত্তি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী । তাঁর আপত্তির জেরেই অনুমোদন স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ শেষ পর্যন্ত অনুমোদন স্থগিত হওয়ার পরও এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ছাড়পত্র মিলল ।

এই প্রসঙ্গে মেডিক্যাল কলেজের অন্যতম কর্ণধার মলয় পীঠ বলেন, "কোনও ভুল বোঝাবুঝির জন্যই শুভেন্দু অধিকারী আপত্তি জানিয়েছিলেন । এই অনুমোদন পেয়ে আমরা খুব খুশি, বোলপুরবাসী খুশি ৷ এই কলেজ হলে অনেকে উপকৃত হবেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.