হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: 'আইফোন 15' সিরিজের জ্বরে আক্রান্ত তারকা থেকে ক্রিকেটার ৷ তাই ভারতে বাজারে বিক্রির শুরুর প্রথম দিনই এই সিরিজের মডেল ঘরে আনলেন একাধিক নামি-দামি তারকা ৷ সেই তালিকায় বাদ নেই ক্রিকেটর সুরেশ রায়না থেকে শুরু করে মালাইকার মনের মানুষ অর্জুন কাপুর, বলিউজের হার্টথ্রব মাধুরী দীক্ষিত-সহ একাধিক বলি তারকা ৷ এমনকী 15 সিরিজের ক্রেজ থেকে মুখ ফেরাননি অভিষেক বচ্চনের 'ঘুমর' খ্যাত অভিনেত্রী সায়ামি খের ৷
আইফোন 15 সিরিজ কিনেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন 'ঘুমর' খ্যাত বলিউড অভিনেত্রী সায়ামি খের ৷ এদিন ইনস্টাগ্রামে কালো রঙের নতুন আইফোন 15-এর সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, "আমি বরবারই আইফোন ব্যবহার করি ৷ তবে এই 15 সিরিজের ফোন নিয়ে খুব এক্সসাইটেড ছিলাম ৷ এটি ভারতে অ্যাসেম্বেলড হয়েছে ৷ "
'ভেড়' খ্যাত অভিনেতা তথা পরিচালক রীতেশ দেশমুখও পিছিয়ে নেই ৷ তিনি কিনেছেন নীল রঙের আইফোন ম্যাক্স প্রো ৷ এই মডেলটির দাম শুরু হয়েছে 1 লক্ষ 34 হজার 900 টাকা থেকে ৷ ছবির নীচে ক্যাপশন দিতে ভোলেননি অভিনেতা ৷ সেখানে লিখেছেন, "মেরা ওয়ালা ব্লু" ৷
পিছিয়ে নেই মালাইকা সঙ্গী অর্জুন কাপুরও ৷ এদিন সোশাল মিডিয়ায় আইফোন 15 প্রো ম্যাক্স মডেলের ছবি পোস্ট করেছেন ৷ নীচের ক্যাপশনটিও দিয়েছেন বেশ মজার ছলে ৷ ক্যাপশনে লেখা, "এই অ্যাপেলটি আমায় প্রতিদিন খুশিতে রাখবে ৷" হ্যাশট্যাগ দিয়ে নিজের মডেলটি উল্লেখ করেছেন ৷ অর্জুন কাপুরের কেনা এই মডেলের দাম 1 লক্ষ 59 হাজার 900 টাকা শুরু হচ্ছে ৷
আরও এক অভিনেত্রী নেহা ধুপিয়ার সোশাল মডিয়ার পোস্ট দেখেই তাঁর এক্সসাইটমেন্ট বেশ বোঝা যায় ৷ তিনিও কিনেছেন কালো রঙের আইফোন 15 প্রো ম্যাক্স মডেলটি ৷ ফোন হাতে ছবিতেই স্পষ্ট তাঁর গ্য়াজেটপ্রীতি ৷
আরও পড়ুন: আজ আইফোনপ্রেমীদের হাতে 15 সিরিজ, মুম্বই স্টোরে উপচে পড়া ভিড়
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারহা খান কিনেছেন আইফোন 15 প্রো ম্যাক্স ৷ বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতও এই একই মডেল কিনেছেন ৷ হাতে নিয়ে হাসি মুখে একটি একটি ছবি তুলেছেন ৷ ছবির নীচে ক্যাপশনে লেখেন, তিনি সদ্য আইফোন 15 প্রো ম্যাক্স মডেলটি হাতে পেয়ে খুব এক্সসাইটেড ৷ ক্রিকেটার সুরেশ রায়না কিনেছেন গোলাপি রঙের আইফোন 15 ৷