ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে গাছ থেকে 2 বোনের ঝুলন্ত দেহ উদ্ধার - পিলভিট

উত্তরপ্রদেশের পিলভিটে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ একটি ফাঁকা জমিতে গাছ থেকে তাঁদের দেহ ঝুলতে দেখা যায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

bodies-of-2-sisters-found-hanging from tree-in-ups-pilibhit
উত্তরপ্রদেশে গাছ থেকে 2 বোনের ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Mar 23, 2021, 7:02 PM IST

পিলভিট (উত্তরপ্রদেশ), 23 মার্চ : উত্তরপ্রদেশে একটি জমিতে গাছ থেকে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ পিলভিট জেলার বিসালপুরে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ সোমবার থেকে দুই বোন নিরুদ্দেশ ছিল বলে জানা গিয়েছে ৷

সোমবার থেকেই নিরুদ্দেশ ছিল উত্তরপ্রদেশের পিলভিট জেলার বিসালপুর গ্রামের এই দুই যুবতী ৷ পরিবারের তরফে এনিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয় ৷ আজ সকালে গ্রামেই একটি খালি জমিতে গাছের সঙ্গে তাঁদের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দুই বোনের দেহ উদ্ধার করে ৷ জেলা পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, তাঁরা খবর পেয়েই সেখানে যান ৷ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন :ধর্ষণে ব্যর্থ, নাবালিকাকে ছাদ থেকে ধাক্কা 2 অভিযুক্তের

দুই বোনের এমন অস্বাভাবিক মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তাঁদের সঙ্গে অপহরণ করে খুন বা ধর্ষণের মতো অপরাধ ঘটেছে কি না, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷ অন্যদিকে, কয়েকদিন আগে উত্তরপ্রদেশেরই বুধানা শহরে এক অন্তঃসত্ত্বা মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনায় ওই মহিলার শ্বশুর ও শাশুড়িকে পুলিশ গ্রেফতার করেছে ৷ অভিযোগ পণের জন্য ওই মহিলার উপর অত্যাচার করতেন তাঁরা ৷ আর সেই কারণেই তাঁকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন নিহত মহিলার ভাই ৷

পিলভিট (উত্তরপ্রদেশ), 23 মার্চ : উত্তরপ্রদেশে একটি জমিতে গাছ থেকে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ পিলভিট জেলার বিসালপুরে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ সোমবার থেকে দুই বোন নিরুদ্দেশ ছিল বলে জানা গিয়েছে ৷

সোমবার থেকেই নিরুদ্দেশ ছিল উত্তরপ্রদেশের পিলভিট জেলার বিসালপুর গ্রামের এই দুই যুবতী ৷ পরিবারের তরফে এনিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয় ৷ আজ সকালে গ্রামেই একটি খালি জমিতে গাছের সঙ্গে তাঁদের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দুই বোনের দেহ উদ্ধার করে ৷ জেলা পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, তাঁরা খবর পেয়েই সেখানে যান ৷ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন :ধর্ষণে ব্যর্থ, নাবালিকাকে ছাদ থেকে ধাক্কা 2 অভিযুক্তের

দুই বোনের এমন অস্বাভাবিক মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তাঁদের সঙ্গে অপহরণ করে খুন বা ধর্ষণের মতো অপরাধ ঘটেছে কি না, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷ অন্যদিকে, কয়েকদিন আগে উত্তরপ্রদেশেরই বুধানা শহরে এক অন্তঃসত্ত্বা মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনায় ওই মহিলার শ্বশুর ও শাশুড়িকে পুলিশ গ্রেফতার করেছে ৷ অভিযোগ পণের জন্য ওই মহিলার উপর অত্যাচার করতেন তাঁরা ৷ আর সেই কারণেই তাঁকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন নিহত মহিলার ভাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.