পটনা, 14 সেপ্টেম্বর: মুজফফরপুরের বাগমতী নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে 20জন শিশু ৷ ঘটনাস্থলে উপস্থিত আছে স্টেট ডিজাস্টার রেসপন্ড ফান্ডের কর্মীরা, বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ ৷ প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের অনুমান 30 জনের বেশি শিশু ছিল ওই নৌকায় ৷ তবে উদ্ধার কাজ শেষ না- হওয়া পর্যন্ত সঠিক কতজন শিশু ওই নৌকায় ছিল তা বলা যাবে না বলেই জানিয়েছে উদ্ধারকারীদল ৷
বৃহস্পতিবার মুজফফরপুরে বেনিওয়াদ ওপি এলাকার মধুরপট্টি ঘাটে নৌকাডুবির খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে এগিয়ে আসেন ৷ গ্রামবাসীরা কয়েকজনকে উদ্ধার করেছেন ৷ নৌকাডুবির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ প্রাথমিক পর্যায়ে নিখোঁজ শিশুদের নিরাপদে উদ্ধার করতে ডুবুরি নামানো হয় ৷ স্থানীয়রা জানান, নৌকাডুবির খবর এলাকায় ছড়িয়ে পড়ে নিমেষে ৷ খবর পেয়েই দুর্ঘটনাস্থলে উপস্থিত হন শিশুদের বাবা-মা ও পরিবারের সদস্যরা ৷ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন ৷
তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন "মুজফফরপুর নৌকা দুর্ঘটনার বিষয়ে আমরা ডিএম-কে নির্দেশ দিয়েছি তদন্তের জন্য। জেলা-শাসক বিষয়টি দেখছেন । নিহতের পরিবারকে সাহায্য করা হবে ।" তদন্ত রিপোর্ট এলেই নৌকাডুবির কারণ জানা যাবে বলে জানান তিনি ৷
ওভারলোডিংয়ের কারণে দুর্ঘটনা?
প্রাথমিক তদন্তে প্রশাসনের আধিকারিকদের অনুমান, অনেক সময়েই দেখা যায় মাঝিরা অতিরিক্ত যাত্রী বোঝাই করেন বেশি লাভের আশায় ৷ ওভারলোডিংয়ের কারণে নৌকা দুর্ঘটনা? এক্ষেত্রেও বিষয়টি সেরকম কিছু ঘটেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঠিক কি ঘটনা ঘটেছিল ? কেন ঘটল ? দুর্ঘটনায় জন্য কি সত্যিই নৌকার মাঝি দায়ী ? তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ উল্লেখ্য, বৃষ্টির কারণে নদ-নদীতেও জল বৃদ্ধি হয় । এই পরিস্থিতিতে নৌকা দুর্ঘটনার ঘটনা বেড়ে যায় । এদিনের দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ৷ 30 জন শিশু-সব নৌকা ডুবির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷
আরও পড়ুন: বালিয়ায় নৌকাডুবিতে বেশ কয়েকজনের মৃত্যু
বিহারের অনেক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে । বাগমতি নদীর জলস্তর বেড়েছে । যার ফলে বেশ কিছুদিন ধরেই এই নদী বিপদসীমার উপরে বইছে । তা সত্ত্বেও শিশুদের নৌকা করে ওই নদী পার হতে হয় । বেশিরভার স্কুলের পডুয়ারাই নদী পারাপার করে ।
আরও পড়ুন: বিহারে কমলা নদীতে নৌকাডুবি, 5 মহিলার মৃত্যু
কয়েকদিন আগেই বিহারের কমলা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছিল ৷ মৃ্ত্যু হয়েছিল 5 মহিলার ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই আবারও নৌকাডুবি ৷