বলোদাবাজার (ছত্তিশগড়), 18 জুলাই: ছত্তিশগড়ের বালোদাবাজারের হিরমি আল্ট্রাটেক সিমেন্ট প্লান্টে সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হল । গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক । আহতদের রায়পুরের রামকৃষ্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি । তদন্ত শুরু করেছেন জেলা প্রশাসন ও সিমেন্ট প্লান্টের কর্মকর্তারা । এই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের দেহও রায়পুরে পাঠানো হয়েছে । প্ল্যান্ট সূত্রে খবর, বিস্ফোরণে মৃত শ্রমিকের সংখ্যা আরও বাড়তে পারে ।
কাজ চলাকালীন দুর্ঘটনা: মঙ্গলবার বিকেল 3টেয় এই দুর্ঘটনা ঘটে । সেই সময় কারখানায় কর্মরত ছিলেন বহু শ্রমিক । সিলিন্ডার বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জন শ্রমিকের ৷ আহত হয়েছেন দুই শ্রমিক । নিহত শ্রমিকরা সবাই আশপাশেরই এলাকার বাসিন্দা ।
সিমেন্ট প্লান্টের আধিকারিক জিতেন্দ্র তানওয়ার বলেছেন, "সিমেন্ট প্লান্টের লাইন টু-তে কর্মরত শ্রমিকরা স্থানীয় ঠিকাদারের সঙ্গে যান্ত্রিক কাজ করছিলেন । হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয় । কীভাবে এই বিস্ফোরণ হল, তদন্ত করে তা বলা সম্ভব হবে ।"
নিহত শ্রমিকদের পরিচয়: দুর্ঘটনায় যে শ্রমিকদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, কুথারোডের বাসিন্দা 21 বছরের লাকেশ গায়কওয়াড়, মুদাপারের বাসিন্দা 27 বছরের শত্রুহন লাল ভার্মা, সারফোঙ্গার বাসিন্দা 26 বছরের উমেশ কুমার ভার্মা ৷
পাশে জেলা প্রশাসন: ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় জেলা প্রশাসনের প্রতিনিধি দল । আহত শ্রমিকদের উদ্ধার করে রায়পুরের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: খেলনা ভেবে কৌটো ধরতেই বিস্ফোরণ, আহত 2 শিশু
গাফিলতির অভিযোগ করছেন শ্রমিকরা: আল্ট্রাটেক সিমেন্ট প্লান্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন এই প্লান্টে কর্মরত শ্রমিকরা । জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে । সিমেন্ট প্লান্টে সিলিন্ডার বিস্ফোরণের কথা স্বীকার করেছেন এসএসপি দীপক ঝা । এখনও পর্যন্ত জেলা প্রশাসন বা আল্ট্রাটেক সিমেন্ট প্লান্টের ম্যানেজমেন্টের পক্ষ থেকে শ্রমিকদের অভিযোগের বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি ।
ধর্নায় বসেছেন শ্রমিকরা: এই ঘটনার পর থেকে ধর্নায় বসেছেন প্লান্টের শ্রমিকরা । শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ শ্রমিকরা বলছেন, এক মাসের মধ্যে দ্বিতীয় বার এমন দুর্ঘটনা ঘটল । এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলো ।
সিমেন্ট প্লান্টে প্রতিনিয়ত দুর্ঘটনা: বলোদাবাজারের সিমেন্ট প্লান্টে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে । এর আগে, গত 7 জুলাই আলট্রাটেক কুকুরডিহ সিমেন্ট প্লান্টে এক শ্রমিকের মৃত্যু হয় । গ্লাইডারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের । এই দুর্ঘটনার মাত্র 11 দিন পেরোতে না পেরোতেই আবারও দুর্ঘটনা । এ বিষয়ে জেলা প্রশাসন কী পদক্ষেপ করে, সেটাই দেখার ৷