মোরেনা (মধ্যপ্রদেশ), 4 নভেম্বর : ফের বিস্ফোরণ ৷ এবার মধ্যপ্রদেশের জিগানি গ্রামে বিষ্ফোরণ ঘটে ৷ এর জেরে এক দম্পতি এবং তাদের 3 বছরের সন্তানের মৃত্যু হয়েছে ৷ ওই দম্পতির আরও দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক ৷
হুসেইন এবং আলি নামে ওই দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছে তদন্ত শুরু করেছে ৷
মৃতের নাম বান্টি খান ৷ যিনি বেআইনিভাবে বাজির ব্যবসা করতেন ৷ অনেকে বলেন, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে ৷
আরও পড়ুন : উত্তরপ্রদেশের কুশিনগরে বাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত 3
আজ সকালেই উত্তরপ্রদেশের কুশিনগরে বাজির গোডাউনে বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় তিন জনের মৃত্যু হয় ৷ পুলিশ ও স্থানীয়দের আশঙ্কা, গোডাউনে অনেকে আটকে থাকতে পারে ৷